২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সমর্থকদের কারণে বার্সেলোনার ৩৭ লাখ টাকা জরিমানা

পার্ক দ্য প্রিন্সেসে বার্সেলোনা সমর্থকদের আচরণ সীমার মধ্যে থাকেনিএএফপি

পিএসজির কাছে ৪–১ ব্যবধানে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই নতুন দুঃসংবাদ বার্সেলোনার। সমর্থকদের বর্ণবাদী আচরণ ও শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বার্সাকে জরিমানা করেছে উয়েফা। ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষ বলেছে, ১০ এপ্রিল প্যারিসে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলতে গিয়ে পিএসজির মাঠে অনিয়মে জড়িয়েছিলেন বার্সা সমর্থকেরা।

সে দিনের ঘটনায় পৃথক ৩টি অভিযোগে ৩২ হাজার ইউরো জরিমানা হয়েছে বার্সেলোনার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩৭ লাখ টাকা। এ ছাড়া ইউরোপীয় প্রতিযোগিতায় একটি অ্যাওয়ে ম্যাচে দর্শকের কাছে টিকিট বিক্রিতে স্থগিত নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।

মাদ্রিদভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম মার্কার খবরে বলা হয়, ইউরোপিয়ান ফুটবল সংস্থা বার্সেলোনাকে তিনটি ঘটনায় দোষী সাব্যস্ত করেছে— ধ্বংসাত্মক কার্যক্রম, আতশবাজি পোড়ানো এবং বর্ণবাদী আচরণ।

বার্সেলোনার সমর্থকদের কারণে আর্থিক জরিমানা বার্সেলোনার
রয়টার্স

এর মধ্যে সর্বোচ্চ ২৫ হাজার ইউরো জরিমানা হয়েছে বর্ণবাদী আচরণের দায়ে। পার্ক দ্য প্রিন্সেসে ধ্বংসাত্মক কার্যক্রমের মাধ্যমে আসন নষ্ট করায় জরিমানা ৫ হাজার ইউরো। এ বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে বার্সেলোনাকে পিএসজির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া সমর্থকেরা আতশবাজি পোড়ানোয় জরিমানা হয়েছে আরও ২ হাজার ইউরো।

আরও পড়ুন

বর্ণবাদী আচরণের ঘটনায় গ্যালারির নিষেধাজ্ঞাও পেয়েছে বার্সা। উয়েফা প্রতিযোগিতায় একটি অ্যাওয়ে ম্যাচের জন্য দর্শকের কাছে টিকিট বিক্রি করতে পারবে না তারা। তবে এই সাজা আগামী বছরের জন্য স্থগিত থাকবে। ঘটনার পুনরাবৃত্তি হলে কার্যকর হবে।

যে ম্যাচের দর্শক–আচরণ ঘিরে জরিমানা, সেটিতে ৩–২ ব্যবধানে জিতেছিল বার্সেলোনা। তবে পরের সপ্তাহে ফিরতি লিগে ৪–১ ব্যবধানে হেরে শেষ আট থেকেই বিদায় নিয়েছে জাভি হার্নান্দেজের দল। পিএসজি ছাড়াও এবারের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ।

আরও পড়ুন