২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

নারী সমর্থককে জড়িয়ে ধরার পর নিষিদ্ধ ইরানের গোলকিপার

ইসতেগলালের গোলকিপার হোসেইন হোসেইনিইনস্টাগ্রাম

ইরানের ফুটবল লিগের এক ম্যাচে এক নারী সমর্থককে জড়িয়ে ধরার অভিযোগে ইরানের শীর্ষ পর্যায়ের ক্লাব ইসতেগলালের গোলকিপার হোসেইন হোসেইনিকে নিষিদ্ধ করা হয়েছে। খবরটি গতকাল জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম ‘খবর ভারজেশি।’

১২ এপ্রিল এ ঘটনার পর নিষিদ্ধ হন ৩১ বছর বয়সী হোসেইনি। ইসতেগলালের সেই নারী সমর্থক দৌড়ে মাঠে ঢুকে পড়েন। নিরাপত্তাকর্মীরা তাঁকে আটকানোর চেষ্টা করেও পারেননি। হোসেইনি একটু এগিয়ে গিয়ে অল্প সময়ের জন্য সেই নারী সমর্থককে জড়িয়ে ধরেছিলেন। নিরাপত্তাকর্মীরা এ সময় সেই নারী সমর্থককে নিবৃত্ত করার চেষ্টা করেন।

আরও পড়ুন

সংবাদমাধ্যমটি জানিয়েছে, হোসেইনিকে ৪৭০০ ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ১৫ হাজার টাকা) সমপরিমাণ অর্থ জরিমানা করেছে ইরান ফুটবল ফেডারেশন। এর পাশাপাশি তাঁকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। কারণ, ‘ম্যাচে নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাজে ব্যবহার’ করেছেন হোসেইনি।

১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর ফুটবল ম্যাচে নারী দর্শকের উপস্থিতি এমনিতে নিষিদ্ধ ছিল। কিন্তু ২০২২ সালে চ্যাম্পিয়নশিপের এক ম্যাচে গত ৪০ বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো নারী দর্শকদের উপস্থিতির অনুমতি দেওয়া হয়।

ইসতেগলালের হয়ে সুপার কাপ ও পারসিয়ান গালফ প্রো লিগজয়ী (ইরানের শীর্ষ লিগ) হোসেইনি ২০১২ সাল থেকে এই ক্লাবের গোলপোস্ট সামলাচ্ছেন। ৩৮টি ট্রফিজয়ী ইসতেগলাল ইরানের সবচেয়ে জনপ্রিয় ক্লাবগুলোরও একটি। ইরানের একমাত্র ক্লাব হিসেবে একাধিকবার আন্তর্জাতিক ট্রফি জিতেছে ইসতেগলাল।

আরও পড়ুন

২০১৮ সালে ইরানের জার্সিতে অভিষেক হোসেইনির। জাতীয় দলের হয়ে এ পর্যন্ত খেলেছেন ১১ ম্যাচ। খেলেছেন ২০২২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও।

পারসিয়ান গালফ প্রো লিগের এবারের মৌসুমে হাতে ৬টি করে ম্যাচ রেখে দ্বিতীয় পার্সেপোলিসের সঙ্গে ১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ইসতেগলাল (২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট)।