২০২৫ ক্লাব বিশ্বকাপ ‘চাপিয়ে’ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান ফিফার
২০২৫ ক্লাব বিশ্বকাপ ‘চাপিয়ে’ দেওয়া হচ্ছে—এই অভিযোগে ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে বিভিন্ন লিগ ও পেশাদার খেলোয়াড়দের সংগঠন। কিন্তু ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি (ফিফা) আজ কঠোরভাবে এ অভিযোগ অস্বীকার করেছে।
ওয়ার্ল্ড লিগ অ্যাসোসিয়েশনস (ডব্লিউএলএ), পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রোকে পাঠানো চিঠিতে ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাতিয়াস গ্রাফস্টর্ম দাবি করেছেন, আন্তর্জাতিক সূচি নিয়ে ব্যাপকভাবে সবার সঙ্গে আলোচনা করা হয়েছে। গ্রাফস্টর্মের পাঠানো এই চিঠি বার্তা সংস্থা এএফপির নজরে এসেছে। চিঠিতে গ্রাফস্টর্ম লিখেছেন, ‘পর্যাপ্ত আলোচনা ছাড়াই নিজেদের ব্যবসায়িক স্বার্থে ফুটবলে সংশ্লিষ্ট সংগঠনগুলোর ওপর ফিফার আন্তর্জাতিক ম্যাচের সূচি (আইএমসি) চাপিয়ে দেওয়ার অভিযোগ আমরা শুরু থেকেই প্রত্যাখ্যান করছি।’
যুক্তরাষ্ট্রে ১৩ জুন থেকে শুরু হয়ে ১৫ জুলাই শেষ হবে ৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপ। গতকাল বিভিন্ন লিগ ও খেলোয়াড়দের সংগঠনগুলো ফিফাকে এই টুর্নামেন্টের সূচি নতুন করে নির্ধারিত করতে বলেছে। ফিফা এই অনুরোধ না শুনলে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছে তারা।
ফিফপ্রো ও ডব্লিউএলএ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পাঠানো চিঠিতে দাবি করেছে, খেলার এই বৈশ্বিক সূচি তাদের ‘মানিয়ে নেওয়ার ক্ষমতার বাইরে।’ গ্রাফস্টর্ম বলেছেন, ফিফা ‘অন্যান্য সব প্রতিযোগিতার আয়োজকদের মতোই’ এবং ‘আমাদের প্রতিযোগিতার মানদণ্ডগুলো নির্ধারণে আমরা নিজেদের সীমানার মধ্যেই আছি।’
গ্রাফস্টর্ম বিভিন্ন দেশের ঘরোয়া লিগগুলোকেও একহাত নিয়েছেন। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগের গ্রীষ্মকালীন প্রতিযোগিতা আয়োজন নিয়ে গ্রাফস্টর্ম বলেছেন, ‘আরও কিছু প্রতিযোগিতার আয়োজক আছেন, যাঁরা ডব্লিউএলএর সদস্য, তাঁরাও নিজেদের সীমানার মধ্যে থেকে একইভাবে প্রতিযোগিতা আয়োজনের অধিকার রাখেন। এর মধ্যে রয়েছে প্রতিযোগিতা চালু করা, তুলে নেওয়া কিংবা পর্যালোচনা করতে পারেন। উদাহরণ হিসেবে বলা যায়, সাম্প্রতিক সময়ে ডব্লিএলএর সদস্যরা আন্তর্জাতিক সফর চালু করে এই অধিকার চর্চার জানানও দিয়েছেন।’
গ্রাফস্টর্ম আরও দাবি করেন, ২০২৫ থেকে ২০৩০–এর মধ্যে আন্তর্জাতিক ম্যাচ সূচি নিয়ে ডব্লিউএলএ ও ফিফপ্রোর সঙ্গে বিশদভাবে আলোচনা করেছে ফিফা। গত বছর মার্চে ফিফা কংগ্রেসে এই সূচি পাকা করা হয়।
গ্রাফস্টর্ম বলেছেন, ২০২১ ও ২০২২ সালে ‘ফুটবলের ভবিষ্যৎ’ নিয়ে বিতর্কে ডব্লিউএলএ ও ফিফপ্রোর সঙ্গে ‘বেশ কয়েকবার’ সূচি নিয়ে আলোচনা করা হয়েছে। ফিফার সুইডিশ এই অফিশিয়াল লিগ ও সংগঠনগুলোর পাঠানো চিঠিতে ‘ভীতি’ থাকলেও মৌসুম শেষে তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক আয়োজনে আগ্রহী ফিফা।