রিয়ালের জালে ‘জাপানি মেসি’র প্রথম গোলেই ইতিহাস
বার্সেলোনার ফুটবল-খামার ‘লা মাসিয়া’য় তাঁর বেড়ে ওঠা। প্রতিভার ঝলকে ‘জাপানিজ মেসি’ বলে ডাকেন অনেকে। রিয়াল মাদ্রিদ এই ‘মেসি’তে মজেই কেনার সিদ্ধান্তটা নিয়েছিল। ১৮ বছর বয়সী তাকেফুসা কুবোকে ২০১৯ সালে নিজেদের অনূর্ধ্ব-১৯ দলে সই করায় মাদ্রিদের ক্লাবটি।
২০১৯-২০ মৌসুমে যুক্তরাষ্ট্র ও জার্মানিতে প্রাক্-মৌসুম সফরে কুবোকে নিয়মিতই দেখা গেছে রিয়ালের উইংয়ে। কিন্তু প্রতিযোগিতামূলক ম্যাচে মূল দলের হয়ে আর মাঠে নামা হয়নি। সেই কুবো মায়োর্কা, ভিয়ারিয়াল ও হেতাফেতে ধারে খেলে গত বছর নাম লেখান রিয়াল সোসিয়েদাদে। হুট করে কুবোর কথা বলার কারণটা নিশ্চয়ই এখন পরিষ্কার!
স্প্যানিশ লা লিগায় কাল রাতে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারায় সোসিয়েদাদ। দানি কারবাহল লাল কার্ড দেখায় রিয়াল ১০ জনে পরিণত হওয়ার আগে ৪৭ মিনিটে সোসিয়েদাদের হয়ে প্রথম গোলটি কুবোর। আর এই গোলের মধ্য দিয়ে দারুণ এক ইতিহাসও গড়েছেন তিনি।
জাপানের জে-লিগে ১৫ বছর ১০ মাস ১১ দিন বয়সে গোল করে সেই লিগে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়া এ ফুটবলার লা লিগায় একটি জায়গায় প্রথম—লা লিগার ইতিহাসে জাপানের প্রথম খেলোয়াড় হিসেবে রিয়ালের জালে গোল করলেন কুবো। ফুটবল-পরিসংখ্যানের টুইটার অ্যাকাউন্ট ‘মিস্টারচিপ’ জানিয়েছে এই তথ্য।
স্পেনের এই শীর্ষ লিগে জাপানের ১৩ জন ফুটবলার খেলে এ পর্যন্ত ৪৩ গোল করেছেন। প্রথম গোলটি জাপানের সাবেক ফরোয়ার্ড শোজি জোর। ২০০০ সালে রিয়াল ভায়োদোলিদের হয়ে ধারে খেলার সময় গোলটি করেছিলেন শোজি জো।
সোসিয়েদাদের হয়ে এ মৌসুমে ভালোই খেলছেন কুবো। লা লিগায় সোসিয়েদাদের হয়ে এ মৌসুমে ৩০ ম্যাচে করেছেন ৮ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫ গোল।
২১ বছর বয়সী উইঙ্গার লা লিগার এক মৌসুমে সর্বোচ্চ গোল করা জাপানি খেলোয়াড়। এশিয়ান খেলোয়াড়দের মধ্যে লা লিগার এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ডে ভাগও বসিয়েছেন কুবো। ২০০৮-০৯ মৌসুমে ইরানের জাভাদ নেকুনাম ৮ গোল করেছিলেন ওসাসুনার হয়ে। তাতে ভাগ বসিয়েছেন কুবো।
অথচ ছেড়ে দেওয়া সেই কুবোকেই নাকি এখন দলে টানার চেষ্টা করছে রিয়াল মাদ্রিদ। সংবাদমাধ্যম জানিয়েছে, আক্রমণভাগে ব্যাকআপ খেলোয়াড় রাখতে চান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
করিম বেনজেমার বয়স তো বাড়ছে। রাইট উইংয়ে নতুন খেলোয়াড় কেনার কথা ভাবছে রিয়াল। আর এ মৌসুমে লা লিগায় একজন খেলোয়াড় দুই উইংয়েই দারুণ খেলছেন—রিয়ালেরই ছেড়ে দেওয়া কুবো। দলবদলের খবর জানতে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ‘ফিচাহেস’ জানিয়েছে, কুবোকে পুনরায় সই করাতে চায় রিয়াল।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ এর আগে একই খবর জানিয়েছে। আর রিয়াল কোচ কার্লো আনচেলত্তি কাল রাতে সোসিয়েদাদের মুখোমুখি হওয়ার আগে কুবোকে নিয়ে বলেছেন, ‘আমরা তার ওপর নজর রাখছি। কারণ সে সোসিয়েদাদের হয়ে খুব ভালো খেলছে। আমরা আগামী মাসগুলোয় এ নিয়ে কথা বলব।’
সংবাদমাধ্যম জানিয়েছে, কুবোর দামটাও বেশ ভালোই ধরেছে সোসিয়েদাদ—৬ কোটি ইউরো। রিয়াল এখন তাঁকে ফিরিয়ে আনতে কতটা আগ্রহী, সেটাই দেখার বিষয়। তবে কাল রাতে গোলের পর কুবোর প্রতি আনচেলত্তির মন মজার সম্ভাবনাই বেশি।