২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

জামালকে রেখেই কাবরেরার ক্যাম্পে নতুন দুই মুখ

শেখ রাসেলের ফরোয়ার্ড দিপক রায় ও আজমপুর উত্তরা এফসির সারুয়ার জামান নিপু (ডানে)ছবি: সংগৃহীত

সামনে আফগানিস্তানের সঙ্গে দুটি ম্যাচ। যে দুটি ম্যাচ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পের জন্য আজ ৩২ জনের দল ঘোষণা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। গত জুনে বেঙ্গালুরু সাফ চ্যাম্পিয়নশিপের ২৩ জনের দল থেকে ফর্টিস এফসির মিডফিল্ডার রফিকুল ইসলামই শুধু বাদ পড়েছেন। সঙ্গে যোগ হয়েছেন আরও ১০ জন। আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে দুটি ফিফা প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলের এই ক্যাম্পে একেবারেই নতুন মুখ শেখ রাসেলের ফরোয়ার্ড দিপক রায় ও আজমপুর উত্তরা এফসির সারুয়ার জামান নিপু।

২০১৫ সালে সিলেটে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশের অন্যতম ফরোয়ার্ড ছিলেন নিপু। সেই দলের সাদ উদ্দিন, রহমতরা অনেক দূর এগিয়ে গেলেও নিপু সেভাবে আর আলো কাড়তে পারেননি। অবশেষে তাঁকে জাতীয় দলের ক্যাম্পে ডাকলেন কোচ। তবে গত সাফের প্রাথমিক দলে থাকলেও এবার আর এলিটা কিংসলিকে জাতীয় দলে ডাকেননি কাবরেরা।

আরও পড়ুন

ফুটবলারদের রিপোর্টিং আগামীকাল ঢাকার একটি হোটেলে। ২১ আগস্ট থেকে বসুন্ধরা কিংস মাঠে অনুশীলন শুরু। আফগানিস্তানের সঙ্গে আগামী মাসের ম্যাচ দুটিও হবে কিংসের মাঠেই। বাফুফের জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ কাল সেটি নিশ্চিত করেছেন। ভেন্যু হিসেবে কিংস অ্যারেনার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। স্টেডিয়ামে চেয়ার বসানোসহ আনুষঙ্গিক কাজ চলছে। কয়েক দিনের মধ্যেই এই মাঠ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ছাড়পত্র পাবে বলে ধরে নিয়েছে বাফুফে।

সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের কাবরেরা
ছবি: বাফুফে

সিলেটের মাঠ খারাপ হওয়ার কারণে কিংস অ্যারেনাকে বেছে নেওয়া হয়েছে। গত জুনে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলে আসার পর বাংলাদেশের বড় চ্যালেঞ্জ এখন ধারাবাহিকতা ধরে রাখা। কোচ কাবরেরাও আজ বাফুফে ভবনে দল ঘোষণা করে সংবাদ সম্মেলনে বলেছেন একই কথা, ‘আমরা সামনে তাকাচ্ছি। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

তবে চ্যালেঞ্জটাও অজানা নয় তাঁর, ‘আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। প্রথমত, আফগানিস্তান, এরপর এশিয়ান গেমস। মূল চ্যালেঞ্জটা হলো অক্টোবরে মালদ্বীপের সঙ্গে বিশ্বকাপ বাছাই ম্যাচ। আগামীকাল আমরা শুরু করছি প্রস্তুতি। এশিয়ান গেমসের কয়েকজনকে সিনিয়র দলে নিয়েছি।’

অধিনায়ক জামাল ভূঁইয়া গতকাল আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দে মায়োয় যোগ দিয়েছেন। তাঁকে এখন আর ক্যাম্পে শুরু থেকে পাওয়া যাবে না। তবে বিষয়টাকে ইতিবাচক হিসেবেই নিয়েছেন কাবরেরা, ‘জামাল আর্জেন্টিনার ক্লাবে যোগ দিয়েছে। এটা তার জন্য ভালো। ভালো বাংলাদেশের ফুটবলের জন্যও। এটা জানিয়ে দিচ্ছে যে আমাদের হাতে প্রতিভা আছে যারা বিদেশে খেলার যোগ্যতা রাখে। এটাকে আমাদের সমর্থন করতে হবে। জামাল আমাদের সঙ্গে যোগ দেবে যখন তার ক্লাব তাকে ছাড়বে। এটা ক্লাবের সিদ্ধান্ত এবং অধিকার। যখন যে আমাদের সঙ্গে যোগ দেবে আমরা তাকে স্বাগত জানাব। আশা করি সে আমাদের সঙ্গে পুরোদমে অনুশীলন করতে পারবে ম্যাচের আগের সপ্তাহে। এটা এখনো চূড়ান্ত নয়। তার সঙ্গে আমাদের যোগাযোগ আছে।’

আরও পড়ুন

বসুন্ধরা কিংসের ফুটবলাররা এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রিলিমিনারি রাউন্ডে খেলেছেন। সেখানে তাদের প্রতিপক্ষ ছিল শারজা এফসি, যে শারজা দলে খেলেছেন বার্সেলোনার সাবেক ফুটবলার পাকো আলকাসার ও মিরালেম পিয়ানিচ। এটা বাংলাদেশের ফুটবলকে এক ধাপ এগিয়ে যেতে সহায়তা করবে মনে করেন কাবরেরা, ‘আমাদের ফুটবলাররা বিশ্ব ফুটবলের শীর্ষ ফুটবলারদের সঙ্গে খেলেছে। এটা দারুণ ব্যাপার। এটা ইতিবাচক প্রভাব ফেলবে জাতীয় দলের খেলায়।’

কাবরেরার দলে আছেন আর্জেন্টিনার ক্লাব সোল দে মায়োয় যোগ দেওয়া জামাল
ছবি: ইনস্টাগ্রাম

এই ক্যাম্পের মূল লক্ষ্য কী? ‘মালদ্বীপের সঙ্গে অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচই মূল লক্ষ্য আমাদের। আফগানিস্তানের সঙ্গে আমরা দুটি ম্যাচ খেলব এবং অবশ্যই জিততে চাই। আফগানরা শক্তিশালী। শারীরিকভাবে শক্তিশালী। সব মিলিয়ে আমরা ইতিবাচক’—বলেছেন কাবরেরা।

৩২ জনের প্রাথমিক দল

গোলকিপার: আনিসুর রহমান জিকো, শহিদুল আলম, মিতুল মারমা, পাপ্পু হোসেন

ডিফেন্ডার:বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারিক কাজী, রিমন হোসেন, সাদ উদ্দিন, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মুরাদ হাসান, মেহেদী হাসান, ইশা ফয়সাল, আতিকুজ্জামান।

মিডফিল্ডার: সোহেল রানা (কিংস), শেখ মোরছালিন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা (ঢাকা আবাহনী), আবু সাঈদ, মজিবুর রহমান জনি, রবিউল হাসান, জামাল ভূঁইয়া।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, মতিন মিয়া, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, দিপক রায়, আমিনুর রহমান সজীব, সারুয়ার জামান নিপু, জাফর ইকবাল, মোহাম্মদ ইব্রাহিম।

আরও পড়ুন