রোনালদো হয়ে নিজেই খেলতে পারবেন ভিডিও গেমস
জেন ওয়াই বা মিনেলিয়ালস প্রজন্মের অনেকের মনে গেঁথে গেছে ভিডিও গেমসের চরিত্র জ্যাক ও মুস্তাফা। বর্তমান বা আগামীর প্রজন্ম ক্রিস্টিয়ানো রোনালদোকেও একইভাবে ধারণ করতে পারে। রোনালদো যে ভিডিও গেমের নতুন চরিত্র হতে যাচ্ছেন! গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।
রোনালদো একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আজ সবাইকে জানানোর মতো একটা বড় খবর আছে। আমি নতুন ফাইটিং গেম ফ্যাটাল ফিউরি: সিটি অব দ্য উলভস-এ একটি চরিত্র হতে যাচ্ছি! চলুন, ২৪ এপ্রিল একটু মজা করি।’
‘ফ্যাটাল ফিউরি: সিটি অব দ্য উলভস’ জাপানের ভিডিও গেমিং কোম্পানি এসএনকে করপোরেশন তৈরি করেছে। ১৯৯১ সালে এটি প্রথম প্রকাশিত হয়েছিল ভিডিও গেম প্ল্যাটফর্ম ‘নিও জিও’ সিস্টেমে। গেমটির অরিজিনাল ভার্সনে চরিত্রগুলো দুটি আলাদা বিমান থেকে লড়াই করত। ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়তে থাকায় একের পর এক কাল্পনিক চরিত্র যুক্ত হতে থাকে।
ফ্যাটাল ফিউরির উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো টেরি বোগার্ড, অ্যান্ডি বোগার্ড, জো হিগাশি, জেসে হাওয়ার্ড, রক হাওয়ার্ড, বিলি কেইন, চেন সিনজান, অ্যালেক্স হক, জুবেই ইয়ামাদা, লরেন্স ব্লাড, ব্লু মেরি, আলফ্রেড, কেভিন রিয়ান ইত্যাদি। কিন্তু এরা সবাই কাল্পনিক চরিত্র।
এই ভিডিও গেম সিরিজে রোনালদোই হতে চলেছেন প্রথম বাস্তবিক চরিত্র, যাকে নিয়ে আপনিও খেলতে পারবেন। ‘ফ্যাটাল ফিউরি: সিটি অব দ্য উলভস’ গেম সিরিজের ১২তম সংস্করণ। প্লেস্টেশন৪, প্লেস্টেশন৫, উইন্ডোজ ও এক্সবক্স সিরিজ প্ল্যাটফর্মে এটি খেলা যাবে। গেমে ফুটবল রোনালদোর লড়াইয়ের একটি হাতিয়ার।
বয়স ৪০ পেরিয়ে গেলেও রোনালদোর ফিটনেস দেখলে এখনো তরুণ মনে হয়। পর্তুগাল জাতীয় দল ও আল নাসরের হয়ে এই মৌসুমেও দারুণ ছন্দে আছেন।
খেলোয়াড়ি জীবনের সায়াহ্নে চলে এলেও তিনি যেখানেই যান, সেখানেই প্রচারের আলো ছড়িয়ে পড়ে। তাঁর এই তারকাখ্যাতিকেই এবার ফাইটিং গেমে ব্যবহার করতে যাচ্ছে এসএনকে করপোরেশন। গেমে রোনালদোকেই মূল চরিত্রে দেখা যাবে। আগামী ২৪ এপ্রিল থেকে গেমটি পাওয়া যাবে।
রোনালদো যে ‘ফ্যাটাল ফিউরি: সিটি অব দ্য উলভস’-এর চরিত্র হয়ে আসছেন, তা গত সেপ্টেম্বরেই ইঙ্গিত দিয়েছিলেন। গেমের টিজার পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘একজন কিংবদন্তি খেলোয়াড় কিংবদন্তিদের একটি গেমে যোগ দিচ্ছে।’
এ বছরের জুলাই-আগস্টে সৌদি আরবের রাজধানী রিয়াদে হবে ইস্পোর্টস বিশ্বকাপ। সেখানেও এই গেম থাকবে।
দুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ায় শিগগিরই আল নাসরে যোগ দেবেন রোনালদো। আগামী ৪ এপ্রিল তাঁর দলের পরবর্তী ম্যাচ সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল হিলালের বিপক্ষে।