প্রতিপক্ষ কোচের নাক টিপে ৩ ম্যাচ নিষিদ্ধ মরিনিও

বুধবার ম্যাচ শেষে গালাতাসারাই কোচ ওকান বুরুকের নাক টিপে ধরেন ফেনেরবাচে কোচ জোসে মরিনিওছবি: এক্স

জোসে মরিনিও যেখানে, বিতর্কের জন্ম সেখানে—বলা যায়, কথাটি এখন চিরন্তন সত্য হয়ে দাঁড়িয়েছে। তিনি যেখানেই যান, সেখানেই উদ্ভট সব কাণ্ড করে বসেন। ফেনেরবাচের কোচ হওয়ার পর থেকে তুরস্কেও তাঁকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে

সর্বশেষ গত বুধবার তুর্কি কাপের কোয়ার্টার ফাইনালে গালাতাসারাইয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর মেজাজ হারিয়ে ফেলেন মরিনিও। অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখাতে গিয়ে গালাতাসারাই কোচ ওকান বুরুকের নাক তাঁর দুই আঙুল দিয়ে টিপে ধরেন

আঘাত পেয়ে বুরুক সঙ্গে সঙ্গে হাত দিয়ে নাক ঢেকে মাটিতে লুটিয়ে পড়েন। এমন কাণ্ডের পর মরিনিও বড়সড় শাস্তি পেতে যাচ্ছেন, তা একরকম নিশ্চিত ছিল। শেষ পর্যন্ত প্রত্যাশিত ধারণাটাই সত্যি হলো।

মরিনিওকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে তুরস্ক ফুটবল ফেডারেশন। এ ছাড়া তাঁকে ২ লাখ ৯২ হাজার ৫০০ লিরা (তুরস্কের মুদ্রা) জরিমানা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯ লাখ ৩২ হাজার টাকা।

আরও পড়ুন

মরিনিও সহকারী সালভাতোর ফোতিও পার পাননি। গালাতাসারাইয়ের এক খেলোয়াড়কে অপমান করার দায়ে ফোতিকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

ওকান বুরুকের নাক টিপে ধরাকে মরিনিওর অখেলোয়াড়সুলভ আচরণ হিসেবে বিবেচনা করেছে তুরস্ক ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘জোসে মরিনিও পরবর্তী তিন প্রতিযোগিতামূলক ম্যাচে দলের ড্রেসিংরুমে ও টাচলাইনে থাকতে পারবেন না।’

আগামী দুই সপ্তাহ মরিনিওকে ফেনেরবাচের ডাগআউটে দেখা যাবে না
ছবি: এক্স

ফেনেরবাচের পরের তিন ম্যাচ ত্রাবজোনস্পোর, সিভাস্পোর ও কেইসেরিস্পোরের বিপক্ষে। এই তিন ম্যাচে দর্শক হয়ে থাকতে হবে মরিনিওকে।

বুধবার রাতে ম্যাচ শেষে মরিনিওর বিরুদ্ধে বুরুককে শারীরিকভাবে আক্রমণের অভিযোগ এনেছিল গালাতাসারাই। ফেনেরবাচেও পাল্টা অভিযোগ আনে। ক্লাবটি দাবি করে, মরিনিও বুরুকের নাক টিপে দেওয়ার পর তিনি এমনভাবে অভিনয় করেছেন, যেন কেউ তাঁকে গুলি করেছেন। মরিনিওকে উত্তেজিত করতে বুরুক হাত দিয়ে অশোভন ইঙ্গিত করেন বলেও দাবি ফেনেরবাচ কর্তৃপক্ষের।

তুরস্কের পেশাদার ফুটবল শৃঙ্খলা বোর্ড জানিয়েছে, বুরুকের আচরণকে (অশোভন ইঙ্গিত) উসকানিমূলক বিবেচনা করেই মরিনিওকে অপেক্ষাকৃত কম সাজা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ইস্তাম্বুলভিত্তিক গালাতাসারাই ও ফেনেরবাচে তুরস্কের চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব। তাদের ঝামেলায় জড়ানো নতুন কিছু নয়। গত ফেব্রুয়ারিতে তুর্কি সুপার লিগে মুখোমুখি লড়াই গোলশূন্য ড্র হয়। সেই ম্যাচের পর মরিনিওর বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ এনে ফৌজদারি মামলা করার হুমকি দেয় গালাতাসারাই। তখন থেকে দুই ক্লাবের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে।

মরিনিওর বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগও এনেছিল গালাতাসারাই
ছবি: এক্স

তবে ফেনেরবাচে সম্প্রতি জানিয়েছে, ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলির কার্যালয় মরিনিওর বিরুদ্ধে গালাতাসারাইয়ের ফৌজদারি অভিযোগ খারিজ করে দিয়েছে।

আরও পড়ুন

তুর্কি সুপার লিগের চলতি মৌসুমে ২৮ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গালাতাসারাই। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মরিনিওর ফেনেরবাচে।