ডোনাল্ড ট্রাম্প কোন ফুটবল ক্লাবের সমর্থক
বেসবল, বাস্কেটবল, আমেরিকান ফুটবল—যুক্তরাষ্ট্রে এসব খেলাই বেশি জনপ্রিয়। আসল ফুটবল, যেটাকে সেখানে সকার বলা হয়, সম্প্রতি সেটাও আমেরিকানদের মনে জায়গা করে নিচ্ছে। বিশেষ করে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে লিওনেল মেসি নাম লেখানোর পর।
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া ডোনাল্ড ট্রাম্প আবার দীর্ঘদিন থেকেছেন ফ্লোরিডায়; লিওনেল মেসির ইন্টার মায়ামি সেখানকারই ক্লাব। প্রশ্ন আসতেই পারে, ডোনাল্ড ট্রাম্প কি ‘আসল’ ফুটবলের খোঁজখবর রাখেন? রাখলে তিনি কোন ক্লাবের সমর্থক বা ভক্ত।
শুনে অবাক হতে পারেন, ছোটবেলা থেকেই ফুটবল পছন্দ ট্রাম্পের। জীবনের নানা পর্বে ফুটবলের সঙ্গে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তাঁর ছোটবেলার একটি বিষয় হয়তো অনেকেরই অজানা। যখন হাইস্কুলে পড়তেন, নিউইয়র্ক মিলিটারি একাডেমিতে ফরোয়ার্ড হিসেবে খেলতেন। ফক্স স্পোর্টস জানিয়েছে, ট্রাম্প সম্ভবত রাইট উইংয়ে খেলতেন।
ব্যক্তিগত ও ব্যবসায়িক জীবনের নানা অধ্যায়ে ট্রাম্প বাস্কেটবল, আমেরিকান ফুটবলসহ মূল ধারার ফুটবলের সঙ্গে যুক্ত হয়েছেন। তবে তাঁর পছন্দের তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্রের কোনো ফুটবল ক্লাব নেই। এমনকি ফ্লোরিডার ইন্টার মায়ামিও ট্রাম্পের পছন্দের ক্লাব নয়। ট্রাম্প ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক।
তৃতীয় স্ত্রী মেলানিয়ার গর্ভে জন্ম নেওয়া ট্রাম্পের ছেলে ব্যারনও ছোটবেলায় খেলা হিসেবে বেছে নিয়েছিলেন ফুটবলকে। এমনকি এমএলএসের ক্লাব ডিসি ইউনাইটেডের একাডেমি দলে নামও লিখিয়েছিলেন ব্যারন। কিন্তু ব্যারনের ফুটবল ক্যারিয়ার খুব বেশি দূর এগোয়নি।
বাবার মতো ছেলেও ইংল্যান্ডের একটি ক্লাবের সমর্থক। তবে ট্রাম্পের মতো ইউনাইটেডের নয়, ব্যারন আর্সেনালের সমর্থক। কে জানে, ইংলিশ প্রিমিয়ার লিগে ইউনাইটেড–আর্সেনাল মুখোমুখি হলে রাজনীতি–ব্যবসার কাজ ৯০ মিনিটের জন্য থামিয়ে রেখে বাবা–ছেলে টেলিভিশনের সামনে বসে যান কি না! ডোনাল্ড ট্রাম্পের নাতি, অর্থাৎ ইভাঙ্কা ট্রাম্পের ছেলে থিওডোর জেমস আবার ফ্রান্সের চ্যাম্পিয়ন পিএসজির ভক্ত।
ফুটবলের সঙ্গে অন্যভাবেও জড়িয়ে থাকতে চেয়েছিলেন ট্রাম্প। একবার কলম্বিয়ার ফুটবল ক্লাব আতলেতিকো নাসিওনাল কিনে নেবেন বলে শোনা গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত তা আর হয়নি।