লেকিপের খবর: এমবাপ্পের অলিম্পিকে খেলা নিয়ে রিয়াল–ফ্রান্স ‘যুদ্ধ’
আনুষ্ঠানিক না হলেও এ মৌসুম শেষে কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদ যাওয়া অনেকটাই নিশ্চিত। এরই মধ্যে মার্কাসহ একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যম এমবাপ্পের রিয়ালে যাওয়া নিয়ে বিস্তারিত তথ্যও সামনে এনেছে।
এমবাপ্পের এই দলবদলের খবরের সঙ্গে ঘুরেফিরে আসছে তাঁর প্যারিস অলিম্পিকে খেলার প্রসঙ্গও। এর আগে এমবাপ্পে প্যারিস অলিম্পিকে নিজ দেশকে প্রতিনিধিত্ব করার ইচ্ছার কথা বলেছিলেন। তবে ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ের দেশম সম্প্রতি বলেছেন, ‘এমবাপ্পের জন্য অলিম্পিকে খেলা কঠিন।’ এর পেছনে কারণ হিসেবে ইউরোকে সামনে এনেছেন তিনি। পরপর দুটি টুর্নামেন্ট খেলা সহজ হবে না বলেও মন্তব্য করেছেন ফ্রান্সের কোচ।
তবে পরপর দুটি টুর্নামেন্ট খেলার ক্লান্তিকে জয় করতে পারলেও শেষ পর্যন্ত হয়তো অলিম্পিকে খেলা হবে না এমবাপ্পের। এমন খবর প্রকাশ করেছে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ। তারা বলছে, ফরাসি খেলোয়াড়দের ফ্রান্সের হয়ে অলিম্পিক খেলা ঠেকাতে রীতিমতো ‘যুদ্ধ’ ঘোষণা করেছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
সূত্রের বরাত দিয়ে ফ্রান্সের সংবাদমাধ্যমটি লিখেছে, রিয়াল তাদের কোনো খেলোয়াড়কে প্যারিস অলিম্পিকে খেলার অনুমতি দেবে না। রিয়ালের এমন সিদ্ধান্ত সরাসরি প্রভাবিত করবে মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকে। বয়স ২৩-এর নিচে হওয়ায় এমনিতেই অলিম্পিক খেলার সুযোগ রয়েছে কামাভিঙ্গার। পাশাপাশি এ সিদ্ধান্তের ফলে অরিলিয়েঁ চুয়ামেনি ও ফারলাঁ মেন্দির জন্যও অলিম্পিকের দরজা বন্ধ হয়ে যাবে।
লেকিপ বলছে, মাদ্রিদের ক্লাবটির এমন কড়া অবস্থান এমবাপ্পের অলিম্পিক খেলার ব্যাপারে রিয়াল ও ফ্রান্স ফুটবল ফেডারেশনকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এমবাপ্পের চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এরই মধ্যে পিএসজি তাঁকে বিদায় দেওয়ার আর রিয়াল বরণ করে নেওয়ার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে।
এর আগে এমবাপ্পে অলিম্পিক খেলার কথা বললেও এক সাক্ষাৎকারে ক্লাবের সিদ্ধান্ত মেনে নেওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। এমবাপ্পে বলেছিলেন, ‘আমি জীবন ও ক্যারিয়ারের এমন জায়গায় পৌঁছেছি, যেখানে কোনো কিছু নিয়ে আর জোর করতে চাই না। যদি তারা আমাকে যেতে দেয়, তবে আমি আনন্দ নিয়ে যাব। আর যদি সম্ভব না হয়, তবে সেটা মেনে নেব। যেকোনো অ্যাথলেটের জন্য অলিম্পিক খুবই বিশেষ জায়গা।’
এমবাপ্পের অলিম্পিক খেলার আশা দিন দিন কমে আসছে বলে জানিয়েছে লেকিপও, ‘অলিম্পিকে খেলার ব্যাপারে এমবাপ্পের ইচ্ছা যেমনই হোক, অলিম্পিকে তাঁকে লড়তে দেখার সম্ভাবনা দিন দিন কমে যাচ্ছে। আশা খুবই ক্ষীণ হয়ে আসছে।’
সংবাদমাধ্যমটির দেওয়া খবর বলছে, রিয়াল কর্তৃপক্ষ চায় না, তাদের ফরাসি তারকারা পরপর দুটি বড় টুর্নামেন্টে অংশ নিক। কারণ, অলিম্পিক খেলতে হলে ইউরো শেষ করেই সেখানে যেতে হবে খেলোয়াড়দের। আর সেটি করলে এমবাপ্পেকে যুক্তরাষ্ট্রে প্রাক্–মৌসুম সফরে পাবে না রিয়াল। দলে যোগ দেওয়া নতুন খেলোয়াড়কে আকর্ষণীয় এই সফর থেকে বাইরে রাখতে চায় না ক্লাবটি।