২৬ অক্টোবর নির্বাচন করতে চায় বাফুফে
আশুরার ছুটির দিনে নির্ধারিত হলো বাফুফের নির্বাচনের তারিখ। তবে সেটি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার অনুমোদন সাপেক্ষে। আজ কার্যনির্বাহী কমিটির সভা শেষে সভাপতি কাজী সালাহউদ্দিন জানিয়েছেন, ফিফা অনুমোদন দিলে বাফুফের নির্বাচন হবে ২৬ অক্টোবর।
বাফুফের নির্বাহী কমিটির মেয়াদ ৪ বছর। ২০২০ সালের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল সর্বশেষ নির্বাচন। আগামী ৩ অক্টোবর মেয়াদ শেষ হচ্ছে কমিটির। কিন্তু মেয়াদ শেষেরও তিন সপ্তাহ পর কেন নির্বাচন, সে ব্যাপারে কাজী সালাহউদ্দিন জানিয়েছেন সেপ্টেম্বরে নির্বাচন করার সমস্যার কথা, ‘আগস্ট শোকের মাস, সে সময় ফুটবল কর্মকাণ্ড সেভাবে সম্ভব হয় না। নির্বাচন আয়োজন করতে কিছু প্রস্তুতি আছে, তাই সেপ্টেম্বরে নির্বাচন করাটা একটু সমস্যা। সাধারণ সম্পাদক এ ব্যাপারে ফিফার সঙ্গে কথা বলবে। অনুমোদন পেলে ২৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।’
প্রথম দুই মেয়াদে (২০০৮-২০১২ ও ২০১২-২০১৬) নির্বাচন এপ্রিলে হয়েছিল। ২০২০ সালে কোভিডের কারণে দ্বিতীয় কমিটির মেয়াদ বাড়ানো হয় ৬ মাস।
বাফুফের নির্বাহী কমিটির সভার সিদ্ধান্তগুলো সভা শেষে আজ সংবাদমাধ্যমকে জানান কাজী সালাহউদ্দিন নিজেই। ২০০৮ সাল থেকে তিনি বাফুফের সভাপতি । এবার পঞ্চম মেয়াদে সভাপতি প্রার্থী হবেন কি না, সে ব্যাপারে আজ কিছু বলেননি।
সভায় আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এ মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত দল ব্রাদার্স ইউনিয়নকে আবারও প্রিমিয়ারে খেলার সুযোগ দেওয়া হয়েছে। সেটি করা হচ্ছে ব্রাদার্সের আবেদনের ভিত্তিতেই। নির্বাহী কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যই ব্রাদার্সকে অবনমিত না করানোর পক্ষে সায় দিয়েছেন বলে সভার সূত্রে জানা গেছে।
অথচ এর আগে সিদ্ধান্ত ছিল দুটি দলের বদলে এবার পয়েন্ট তালিকার সর্বনিম্ন স্থান পাওয়া দল অবনমিত হবে। বাইলজে দুই দলের অবনমনের কথা থাকলেও একটি দলকে চ্যাম্পিয়নশিপ লিগে নামানোর যুক্তি ছিল আগের লিগে একটি দল কম খেলার বিষয়টি। আগের মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ারে ওঠা গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব দলবদল শেষ হওয়ার এক দিন আগে নাম প্রত্যাহার করে নিয়েছিল। ব্রাদার্সের অবনমিত হয়েও আবার প্রিমিয়ারে ফিরে আসা বাফুফের বিরুদ্ধে নিজেদের বাইলজ নিজেদেরই ভাঙার অভিযোগটা উঠছেই।
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন আজ প্রথম আলোকে বলেছেন, নির্বাহী কমিটির সিদ্ধান্ত বা নির্দেশনা অনুযায়ী শিগগিরই নির্বাচনের ব্যাপারে ফিফার অনুমোদন চাওয়া হবে। ব্রাদার্সের অবনমিত হয়েও আবার প্রিমিয়ার লিগে খেলার সিদ্ধান্ত প্রসঙ্গে ইমরানের কথা, ‘ব্রাদার্সের ব্যাপারে নির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়েছে, তাই এ ব্যাপারে আমার কিছু বলার নেই।’