ক্যাসিনো–কাণ্ডে বন্ধ ক্লাব খোলার উদ্যোগ
২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর মতিঝিল ক্লাবপাড়ায় ক্যাসিনোবিরোধী অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তালা ঝুলিয়ে দেওয়া হয় ক্লাবে ক্যাসিনো চালানো ফকিরেরপুল ইয়ংমেনস, ভিক্টোরিয়া, ওয়ান্ডারার্স, দিলকুশা, আরামবাগ ক্রীড়া সংঘ ও মোহামেডানের একাংশে। তবে অবশেষে বন্ধ ক্লাবগুলো খুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
আজ মতিঝিলের কয়েকটি ক্লাবের প্রতিনিধির সঙ্গে র্যাব সদর দপ্তরে র্যাবের মহাপরিচালকের বৈঠকের পর সাবেক জাতীয় ফুটবলার আবদুল গাফফার বলেছেন, ‘আদালতের কোনো নির্দেশনা বা পর্যবেক্ষণ না থাকলে ১ জুলাই ক্লাবগুলো খুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন র্যাবের ডিজি মহোদয়। ক্লাবগুলোর মানি লন্ডারিং এবং ক্যাসিনোবিরোধী অভিযানের সময় জব্দ মালামাল–সংক্রান্ত কোনো আইনি নির্দেশনা আছে কি না, সেটাও দেখতে বলেছেন।’
তালা খোলার আগে ক্লাবগুলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অঙ্গীকারনামা জমা দিতে হবে। আরামবাগ ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেছেন, ‘ক্যাসিনো-কাণ্ডে জড়িতরা ক্লাবের কোনো পদেই আসতে পারবে না বলে জানিয়েছে র্যাব। রাত ১১টার পর খেলোয়াড়, কোচিং স্টাফ ছাড়া বহিরাগত কেউ ক্লাবে অবস্থান করতে পারবে না। নতুন কমিটি করতে হবে। আর কখনো ক্যাসিনো চালু করা যাবে না, এমন শর্তও দিয়েছে র্যাব। আমরা সব মেনে চলব বলে জানিয়েছি।’
এ বিষয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন প্রথম আলোকে বলেন, ‘র্যাবের মহাপরিচালকের সঙ্গে ক্লাবের প্রতিনিধিরা দেখা করেছেন। যদি আদালতের কোনো বাধা না থাকে, তাহলে অন্যান্য সংস্থার সঙ্গে আলোচনা করে উপযুক্ত প্রতিনিধির কাছে জুলাই মাসে ক্লাবগুলোর দায়িত্ব বুঝিয়ে দেওয়া হতে পারে।’