‘অসম্মানের ম্যাচ’ জিতে রিয়ালকে আরও পেছনে ফেলল বার্সা

দারুণ এক জয়ে পেয়েছে বার্সেলোনাএএফপি

আন্তর্জাতিক বিরতির পরপর হওয়ায় এ ম্যাচটি গতকাল রাতে খেলতে চায়নি বার্সেলোনা। রাফিনিয়ার মতো ছন্দে থাকা তারকাকেও রাখতে হয়েছে স্কোয়াডের বাইরে।

যাঁরা ছিলেন, তাঁরাও পুরোপুরি প্রস্তুত ছিলেন না। কিন্তু এই অপ্রস্তুত দল নিয়েই গতকাল রাতে ওসাসুনাকে লা লিগার ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে বার্সা। পাশাপাশি এ জয়ের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদকে পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলে শীর্ষস্থান সুদৃঢ় করেছে বার্সা।

আরও পড়ুন

ওসাসুনার বিপক্ষে বার্সার এ ম্যাচ খেলার কথা ছিল গত ৮ মার্চ। কিন্তু সেদিন বার্সার চিকিৎসক মারা যাওয়ায় স্থগিত হয়ে যায় ম্যাচটি। এরপর গতকাল রাতে ম্যাচটি খেলার জন্য নতুন সূচি নির্ধারণ করা হয়। তবে এত তাড়াহুড়োর মধ্যে এই ম্যাচ খেলতে রাজি ছিল না বার্সা।

বার্সার উদ্‌যাপন
রয়টার্স

অন্য কোনো উপায় না থাকায় শেষ পর্যন্ত মাঠে নামতে হয়েছে বার্সাকে। শেষ পর্যন্ত অবশ্য শেষ হাসিই বার্সাই হেসেছে। আদায় করে নিয়েছে দারুণ এক জয়। বার্সার জয়ে গোল করেছেন ফেরান তোরেস, দানি ওলমো এবং রবার্ট লেভানডফস্কি।

ওসাসুনার বিপক্ষে পাওয়া এই জয়ের পর ২৮ ম্যাচে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৬৩ পয়েন্ট। সমান ম্যাচে দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ৬০। আর তিনে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫৬।

আরও পড়ুন

ঘরের মাঠে পাওয়া এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০২৫ সালে এখন পর্যন্ত অপরাজিত রইল বার্সা। সব মিলিয়ে ১৯ ম্যাচে অপরাজিত। এ ম্যাচ জেতার পর স্বাভাবিকভাবে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। পাশাপাশি অবশ্য দানি অলমোর চোটের কারণে কিছুটা হতাশ বলেও জানিয়েছেন তিনি।

ম্যাচ শেষে বার্সা কোচ ফ্লিক বলেছেন, ‘আমাদের ৩টি বাড়তি পয়েন্ট আছে। কিন্তু এ জন্য আমাদের দানির চোটের মতো উচ্চ মূল্য পরিশোধ করতে হয়েছে। আমরা জানি না সে কত দিন বাইরে থাকবে, যদি এটা দুই সপ্তাহের জন্য হয়, তবে অনেকগুলো ম্যাচ সে মিস করবে।’

আরও পড়ুন

এই ম্যাচ নিয়ে সরাসরি বিরক্তি প্রকাশ করেছেন বার্সা ডিফেন্ডার জুলস কুন্দে, ‘খেলার জন্য এই দিনতারিখ ঠিক করা ক্লাবের প্রতি সম্মানের অভাবকেই প্রকাশ করে। আমরা যন্ত্র না। নিজেদের খেলাটা খেলার জন্য এবং ভক্তদের আমরা যা দিতে চাই, সে জন্য বিশ্রাম জরুরি।’