নাপোলিকে বিদায় করে শেষ আটে বার্সেলোনা

গোলের পর রবার্ট লেভানডফস্কির উল্লাসএক্স

লড়াইটা যেমন বার্সেলোনা-নাপোলির ছিল, তেমনি ছিল দুই দলের দুই স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি ও ভিক্টর ওসিমেনের। দুজনের কেউই খুব আহামরি খেলতে পারলেন না। তবে লেভা গোল পেলেন একটা, পেলেন না ওসিমেন। চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগের ফল অবশ্য শুধু ওই এক গোলেই নির্ধারিত হয়নি। লেভার গোলের আগে দুপাশের জালেই গোল হয়েছে আরও। তবে শেষ পর্যন্ত ৩-১ গোলে নাপোলিকে হারিয়েছে বার্সা। আর দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে জিতে জাভি হার্নান্দেজের দল উঠে গেছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও।  

আরও পড়ুন

ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে প্রথম লেগটা শেষ হয়েছিল ১-১ সমতায়। অলিম্পিক লুই কোম্পানিস স্টেডিয়ামে দুই লেগ মিলিয়ে স্কোরটা বার্সেলোনা ৩-১ বানিয়ে ফেলে ম্যাচের ১৭ মিনিটের মধ্যেই। ১৫ মিনিটে বার্সা উইঙ্গার ফারমিন লোপেজের গোলের দুই মিনিট পরেই আবার নাপোলির জালে বল পাঠান কানসেলো।

বার্সেলোনার প্রথম গোলটা করেন ফারমিন লোপেজ
এক্স/বার্সেলোনা

শুরু থেকে ওই দুই গোল পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রনও ছিল বার্সার হাতেই। কিন্তু দুই গোল করার পর হঠাৎ করেই খেই হারিয়ে ফেলে বার্সা। এই সুযোগে ৩০  মিনিটে সেন্টার ব্যাক আমির রাহমানির গোলে ব্যবধান কমায় নাপোলি। ম্যাচের স্কোর তখন বার্সা ২,  নাপোলি ১। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে বার্সেলোনা।

আরও পড়ুন

গোল খাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রনও হারিয়ে ফেলে বার্সা, তবে সুযোগটা নাপোলি নিতে পারেনি ফিনিশিং ভালো না হওয়ায়। নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেনকে লক্ষ্য করে লম্বা পাসে খেলছিল নাপোলি। কিন্তু বার্সার হাই লাইন ডিফেন্স ভেঙ্গে এগোতে গিয়ে বারবার অফসাইড ট্র্যাপে পড়ছিলেন ওসিমেন।

বার্সেলোনার জয়ের উল্লাস
এক্স/বার্সেলোনা

এই ম্যাচে আরেকজনের ওপর বিশেষ নজর ছিল, ওসিমেনের মতো প্রথম লেগে গোল পাওয়া রবার্ট লেভানডফস্কি। কিন্তু নাপোলি নাইজেরিয়ান স্ট্রাইকারের মতো হতাশ করছিলেন বার্সার পোলিশ স্ট্রাইকারও।

তবে শেষ পর্যন্ত একেবারে খালি হাতে ফিরতে হয়নি লেভাকে। ৮৩ মিনিটে সার্জি রবার্তোর পাস থেকে গোল করে বার্সাকে ম্যাচে ৩-১ গোলে এগিয়ে দেন ৩৫ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার। এর পরে আর নাপোলির পক্ষে ম্যাচে ফেরা সম্ভব হয়নি।

আরও পড়ুন