ভিনিসিয়ুসকে ছাড়া শেষ আটে কেমন হবে ব্রাজিল দল

কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না ভিনিসিয়ুসএএফপি

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের নিষেধাজ্ঞায় পড়ার সতর্কবার্তাটা আগেই পেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হলুদ কার্ড দেখার পরই মূলত ঝুঁকিতে পড়েছিলেন ভিনি। শেষ আটে দলের হয়ে মাঠে নামতে হলে কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড এড়াতে হতো ভিনিসিয়ুসকে। কিন্তু নিজেকে কার্ড দেখা থেকে রক্ষা করতে পারেননি এই রিয়াল মাদ্রিদ তারকা।

আজ কলম্বিয়ার বিপক্ষে ড্র ম্যাচে প্রথম কার্ডটা দেখেছেন ভিনিই। ম্যাচের ৭ মিনিটে কলম্বিয়ার তারকা খেলোয়াড় হামেস রদ্রিগেজকে ফাউল করে এই কার্ড দেখেন ভিনিসিয়ুস। ম্যাচের শুরুতে দেখা এই কার্ড ভিনিসিয়ুসের শেষ আটের ম্যাচ থেকে ছিটকে যাওয়া নিশ্চিত করেছে। এখন দলের অন্যতম মূল ভরসাকে বাদ দিয়েই শেষ আটের পরিকল্পনা সাজাতে হবে কোচ দরিভাল জুনিয়রকে।

আরও পড়ুন

আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার অধীন উরুগুয়ে এ মুহূর্তে অসাধারণ ফুটবল খেলছে। গ্রুপ পর্বের তিন ম্যাচের সব কটিতে জিতেই শেষ আটে গেছে তারা। কিছুদিন আগে বিশ্বকাপ বাছাই পর্বেও ব্রাজিলকে হারিয়েছিল তারা। এমনকি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর স্কালোনি-বাহিনীকে হারানো একমাত্র দলও কিন্তু উরুগুয়ে। ব্রাজিলের জন্য দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়ুসকে ছাড়া উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি মোটেই সহজ হবে না।

কার্ড সমস্যা এখন দরিভালকে ভিন্ন কৌশলে হাঁটতে বাধ্য করবে। তবে কার্ড একপাশে বিষয়টি সরিয়ে রাখলেও ব্রাজিলের খেলা একেবারেই মন ভরাতে পারছে না সমর্থকদের। বিশেষ করে কলম্বিয়ার হাই প্রেসিং ফুটবলের সামনে আজ নাভিশ্বাস উঠেছে ব্রাজিলের খেলোয়াড়দের। চাপের মুখে বল হারানোর পাশাপাশি বেশ কিছু ভুল পাসও দিয়েছে তারা।

ম্যাচের শুরুতেই হলুদ কার্ড দেখেন ভিনি
এএফপি

সব মিলিয়েই উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে পুরো দল নিয়েই নতুন করে ভাবতে হবে দরিভালকে। প্রেসিংয়ের সামনে ডিফেন্স যেমন খেই হারাচ্ছে, তেমনি মিডফিল্ডে জোয়াও গোমেজ, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতারা এখনো নিজেদের মেলে ধরতে পারেননি।

এ ছাড়া প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ বাদ দিলে বাকি দুই ম্যাচে হাই প্রোফাইল ফরোয়ার্ড লাইনও ছিল নিষ্প্রভ। আক্রমণের সময় বোঝাপড়া ও স্বতঃস্ফূর্ততার অভাবও বেশ স্পষ্ট। কোস্টারিকার বিপক্ষে ম্যাচের কথাই ধরা যাক। সেদিন ভিনিসিয়ুস যখন প্রতিপক্ষের কড়া মার্কিংয়ে কোনো উপায় বের করতে পারছিলেন না, তখন তাঁকে উঠিয়ে এনদ্রিককে নামান দরিভাল। মাঠে নেমে এনদ্রিক সেন্টার ফরোয়ার্ডের জায়গা নেন এবং রদ্রিগো চলে আসেন লেফট উইংয়ে। যদিও এই পরিবর্তনও ফল আনতে পারেনি।

আরও পড়ুন

কলম্বিয়ার বিপক্ষেও ম্যাচ চলাকালে ফরমেশনে কিছু পরিবর্তন আনেন দরিভাল। রাফিনিয়া শুরুতে মিডফিল্ডার হিসেবে খেললেও পরে লেফট উইঙ্গারের ভূমিকা পালন করেছেন। আন্দ্রেস পেরেইরাকেও পজিশন বদলে খেলতে দেখা গেছে। কিন্তু এবারও শেষ পর্যন্ত ব্রাজিল জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ব্রাজিলের সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে দলের বেশির ভাগ খেলোয়াড়ের একসঙ্গে জ্বলে ওঠতে না পারা। এ কারণে একক নৈপুণ্যের ওপরই বেশি নির্ভর করতে হচ্ছে দরিভালকে।

টুর্নামেন্ট চলাকালে অবশ্য খুব বেশি অদলবদল করার সুযোগ নেই। তাই উরুগুয়ের বিপক্ষে ভিনিসিয়ুস না থাকলেও খুব বেশি ঝুঁকি হয়তো নেবেন না দরিভাল। ধারণা করা হচ্ছে, এনদ্রিককে সেন্টার ফরোয়ার্ড রেখে দুই পাশে রদ্রিগো ও রাফিনিয়াকে খেলাতে পারেন ব্রাজিল কোচ। তবে এই ফরমেশন কাজ না করলে দ্রুত পরিবর্তনের দিকে হাঁটতে হবে ব্রাজিলকে।

আরও পড়ুন

বিকল্প হিসেবে দরিভালের হাতে স্যাভিও কিংবা গ্যাব্রিয়েল মার্তিনেল্লির মতো খেলোয়াড়েরা তো আছেনই। শেষ পর্যন্ত ভিনিসিয়ুসের বদলি হিসেবে যিনিই আসুন, দলীয় ঐক্য ছাড়া ভালো করার সুযোগ নেই ব্রাজিলের; বিশেষ করে উরুগুয়ের মতো দলের বিপক্ষে তো একেবারেই নয়।