২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

তিন মাসের জন্য মাঠের বাইরে ফাতি

আগামী তিন মাস বুটপায়ে ম্যাচ খেলতে নামা হবে না আনসু ফাতিরইনস্টাগ্রাম/আনসু ফাতি

আবারও চোটে পড়েছেন আনসু ফাতি। বার্সেলোনা থেকে ধারে ব্রাইটনে যাওয়া এই ফরোয়ার্ড হ্যামস্ট্রিং চোটে ভুগছেন। যে কারণে তিন মাস ফাতিকে মাঠের বাইরে থাকতে হবে বলে নিশ্চিত করেছেন ব্রাইটন কোচ রবার্তো ডি জারবি।

ফাতি ব্রাইটনের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন গত মাসে। দলের সর্বশেষ তিন ম্যাচ মিস করা এই ফরোয়ার্ডকে নিয়ে কোচ বলেন, ‘ওর সেরে উঠতে তিন মাস সময় দরকার। এটা আমাদের জন্য খারাপ খবর। কারণ, সে ভালো খেলছিল। বোঝাপড়া বাড়ছিল।’

২০১৯ সালে মাত্র ১৬ বছর বয়সে বার্সেলোনায় অভিষেক ফাতির। ওই সময় তাঁকে পরবর্তী লিওনেল মেসি বলেও বিবেচনা করা হতো। ২০২১ সালে মেসি বার্সেলোনা ছেড়ে গেলে তাঁর ১০ নম্বর জার্সিও দেওয়া হয় ফাতিকে।

কিন্তু শুরুর সম্ভাবনা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি। এ ক্ষেত্রে অন্যতম ভূমিকা ছিল ফাতির চোট–প্রবণতার। ২০২০–২১ মৌসুমে টানা ৯ মাস এবং ২০২১–২২ মৌসুমে টানা তিন মাস মাঠের বাইরে ছিলেন তিনি। ২০২২–২৩ মৌসুমে ফিট হয়ে ফিরলেও জাভি হার্নান্দেজের আস্থা পাননি।

আরও পড়ুন

বার্সেলোনার একাডেমি লা মেসিয়ায় বেড়ে ওঠা এই ফরোয়ার্ডকে পুরো মৌসুমে মাত্র এক ম্যাচে ৯০ মিনিট খেলান জাভি, শুরুর একাদশে নামান ১২ ম্যাচে। ২০২৩–২৪ মৌসুমেও সুযোগ খুব একটা মিলবে না জানিয়ে তাঁকে দল খুঁজতে বলা হয়। শেষ পর্যন্ত সর্বশেষ গ্রীষ্মকালীন দলবদলে ফাতিকে এক বছরের জন্য ব্রাইটনে ধারে পাঠানো হয়।

চোটে পড়ার আগে ব্রাইটনে ছন্দ খুঁজে পাচ্ছিলেন আনসু ফাতি
ইনস্টাগ্রাম/আনসু ফাতি

ইংলিশ ক্লাবটির হয়ে শুরুটা ভালোই করেছেন ২১ বছর বয়সী এই স্প্যানিশ। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচ খেলে গোল করেছেন ৪টি, যার মধ্যে সর্বশেষ সাত ম্যাচেই তিনটি। গত ২৫ নভেম্বর নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে পা খুঁড়িয়ে মাঠ ছাড়ার পর সেই ছন্দে এখন ব্যাঘাত ঘটেছে।

প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছে ব্রাইটন।