১৪ গোলের দিনে গ্রুপ ফাইনালে তিন দল, ব্র্যাকের বিদায়

আজ আহ্ছানউল্লার বিপক্ষে গোল উৎসব করেছে এআইইউবিতানভীর আহাম্মেদ

আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে গণ বিশ্ববিদ্যালয়, ফারইস্ট, জাহাঙ্গীরনগরের মতো দলগুলোই বেশি আলোচনায় থাকে। তবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও (এআইইউবি) কম শক্তিশালী নয়। পেশাদার পর্যায়ের একঝাঁক ফুটবলার নিয়ে গড়া দলটি ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের দ্বিতীয় আসরে নিজেদের প্রথম ম্যাচেই গোল–উৎসব করেছে।

সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে ঢাকা অঞ্চলের পঞ্চম দিনের প্রথম ম্যাচে আজ সকালে এআইইউবি ৯-০ গোলের উড়িয়ে দিয়েছে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে।

এআইইউবির একাদশের চারজন বাদে বাকিরা পেশাদার পর্যায়ের ফুটবলার। ৬-৭ জন খেলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। মোহামেডানের স্ট্রাইকার মইনুল ইসলাম, চট্টগ্রাম আবাহনীর ফরোয়ার্ড গোলাম রাব্বি, ব্রাদার্সের রাইটব্যাক নাবিল খন্দকার, রহমতগঞ্জের আক্কাস আলী, ফকিরেরপুল ইয়ংমেনসের আরিফুল হক সীমান্তরা খেলেছেন আজ। বসুন্ধরা কিংসের অতিরিক্ত গোলকিপার মেহেদী হাসানও আছেন দলটিতে। তবে এ ম্যাচে খেলতে পারেননি মেহেদী।

আরও পড়ুন

এআইউবির ৯ গোল করেছেন ৬ জন মিলে। ওমর ফারুকের গোল দুটি। লাবিবুর রহমান, আজিজুল হক, আরিফুল হক,  মইনুল ইসলামের গোল একটি করে। তবে তাঁদের ছাপিয়ে হ্যাটট্রিক করে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তাজওয়ার বিন কাসেম। পুরস্কার নিয়ে উচ্ছ্বসিত তাজওয়ার তাঁর দলকে আরও সামনে এগিয়ে নেওয়ার আশাবাদ জানিয়েছেন।

এশিয়া প্যাসিফিককে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আইইউবিটিএ
প্রথম আলো

প্রথম ম্যাচে এআইইউবি বাই পেয়েছিল। ফলে এক জয়েই তারা উঠে গেছে গ্রুপ ফাইনালে। অন্যদিকে প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচ হেরে নকআউটভিত্তিক টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আহ্ছানউল্লা। ৩ ডিসেম্বর মঙ্গলবার ‘জি’ গ্রুপের ফাইনালে এআইইউবির প্রতিপক্ষ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ইউনাইটেড ইন্টারন্যাশনালের প্রথম ম্যাচে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়কে হারিয়েছিল ১-০ গোলে। দিনের দ্বিতীয় ম্যাচে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ওয়াক ওভার পেয়েছে তারা। ব্র্যাক মাঠে এসেছে, কিন্তু ততক্ষণে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় ইউনাইটেডকে ২-০ গোলে জয়ী ঘোষণা করা হয়। কোনো ম্যাচ না খেলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে।

আরও পড়ুন

ওদিকে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিটিএ) টানা দুই ম্যাচ জিতে ‘এইচ’ গ্রুপের ফাইনালে উঠেছে। প্রথম ম্যাচে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারানোর পর আজ আইইউবিটিএ গোলের ব্যবধান বাড়িয়েছে। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিককে তারা উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। এই দুই ম্যাচেই হয়েছে ১৪ গোল। প্রথম ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে এশিয়া প্যাসিফিক।

৫ গোলের একটি অবশ্য ‘উপহার’ হিসেবে পেয়েছে আইইউবিটিএ। এশিয়া প্যাসিফিক একটি আত্মঘাতী গোল খেয়েছে, সেটি ছিল ম্যাচের দ্বিতীয় গোল। বাকি চার গোল সজীব মিয়া ও মঙ্গোলিয়ার শিক্ষার্থী নাসের হাসানির। দুজনই করেছেন দুটি করে গোল। তবে গোল না করেও ম্যাচসেরা আইইউবিটিএর অধিনায়ক বেলাল হোসেন। মাঠজুড়ে খেলেছেন তিনি, দুটি গোলে সহায়তা করেছেন।

এআইইউবির হয়ে হ্যাটট্রিক করে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তাজওয়ার বিন কাসেম
প্রথম আলো

আজ পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য ও জাতীয় ফুটবল দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক। প্রথম ম্যাচ শেষ তাঁর সঙ্গে পুরস্কার মঞ্চে ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের জ্যেষ্ঠ নির্বাহী এনায়েত খান। পড়ন্ত বিকেলে দিনের তৃতীয় ম্যাচ শেষে পুরস্কার মঞ্চে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর প্রফেসর শেখ মোহাম্মদ আলাইয়ার ও প্রভোস্ট প্রফেসর এ বি এম কামাল পাশাও।