ফর্মে ফেরাতে এমবাপ্পেকে বেঞ্চে বসানোর আভাস আনচেলত্তির

রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেএএফপি

ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করছেন কিলিয়ান এমবাপ্পে। টানা ব্যর্থতায় রীতমতো কোণঠাসা রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ওপেন প্লে তো বটেই, পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হচ্ছেন বিশ্বকাপজয়ী এই তারকা। এমবাপ্পের ব্যর্থতার প্রভাব পড়েছে রিয়ালের পারফরম্যান্সেও। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ দুই জায়গাতেই ভুগছে কার্লো আনচেলত্তির দল।

একের পর এক ম্যাচে ব্যর্থতার কারণে এমবাপ্পেকে নিয়ে এখন আলাদা করে ভাবতে হচ্ছে আনচেলত্তিকে। এমনকি সামনের ম্যাচগুলোয় তাঁকে বেঞ্চে বসানোর আভাসও দিয়ে রেখেছেন রিয়াল কোচ। মূলত ফর্মে ফেরানোর লক্ষ্যেই এমবাপ্পেকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন বলেছে জানিয়েছেন ইতালিয়ান এই কোচ।

লা লিগায় সাম্প্রতিক সময়ে বেশ সংগ্রাম করছেন এমবাপ্পে। শেষ ৭ লিগ ম্যাচে তাঁর গোল মাত্র ৩টি। এ ছাড়া চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে এবং লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পেনাল্টিও মিস করেছেন। এর মধ্যে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫ ম্যাচে হেরে চাপে আছে এমবাপ্পের দল রিয়ালও। এমন পরিস্থিতিতে তাঁকে একাদশে রাখা নিয়েও নতুন করে ভাবছেন আনচেলত্তি।

আরও পড়ুন

আজ রাতের জিরোনার বিপক্ষে ম্যাচ সামনে রেখে আনচেলত্তি বলেছেন, ‘সে এ বিষয়ে (নিজের পারফরম্যান্স) সচেতন; কারণ, আগের ম্যাচের পর সে এটা নিয়ে কথা বলেছে। আমরা সবাই তার সঙ্গে আছি। সে তার সেরাটা খেলতে পারছে না। এমন অনেকেই যারা বিষয়টা বুঝতে চায় না। কিন্তু সে (এমবাপ্পে) তার ভালো না খেলার বিষয়ে সচেতন।’

এমবাপ্পেকে বিশ্রাম দেওয়ার আভাস আনচেলত্তি
এএফপি

এরপর এমবাপ্পেকে বিশ্রাম দেওয়ার আভাস দিয়ে আনচেলত্তি আরও বলেছেন, ‘আমরা সবকিছু পর্যালোচনা করে দেখছি। তবে আমার মনে হয় সে গতি এবং তীব্রতার দিক থেকে উন্নতি করেছে। এটা জরুরি না যে তাকে সব ম্যাচ খেলতে হবে। কখনো কখনো বিশ্রাম থেকেও সে লাভবান হতে পারে।’