ব্রাজিল দলে আনচেলত্তির অধীনে খেলতে চান ভিনিসিয়ুস

রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসছবি: রয়টার্স

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসির বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ে দারুণ আলো ছড়িয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। মাঠজুড়ে দাপুটে খেলার পাশাপাশি দুই গোলের দুটিতেই অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। সাম্প্রতিক সময়ে ছন্দে থাকা এই তারকা ম্যাচ শেষে সাফল্যের কৃতিত্ব দিলেন কোচ কার্লো আনচেলত্তিকে।

এই ইতালিয়ান কোচকে ‘বিশ্বসেরা’ উল্লেখ করে তাঁর অধীনে ব্রাজিলের হয়েও খেলতে চান বলে মন্তব্য করেছেন ভিনিসিয়ুস। এই উইঙ্গারের এমন মন্তব্য আনচেলত্তির ব্রাজিলের কোচ হয়ে আসার সম্ভাবনার পালেও যেন বাড়তি হাওয়া দিল। এর আগে ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসনও আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন। পাশাপাশি ব্রাজিলের কাছ থেকে প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করেছেন আনচেলত্তি নিজেও।

আরও পড়ুন

বয়স এখনো ২২ বছর হলেও এরই মধ্যে নিজেকে ফুটবলের সেরা তারকাদের কাতারে নিয়ে গেছেন ভিনিসিয়ুস। মূলত আনচেলত্তির হাত ধরেই ভিনিসিয়ুসের উত্থানের শুরু। এই কোচের অধীনে ৪৫ ম্যাচে ২১ গোলের পাশাপাশ অ্যাসিস্ট করেছেন ১৬টিতে। তাঁর কৌশলে খেলেই ম্যাচের পর ম্যাচে রিয়ালকে সাফল্য এনে দিতে অবদান রেখেছেন ভিনি। ইতালির এই কোচকে নিয়ে তাই বিশেষ মুগ্ধতাও আছে তাঁর।

চেলসি–ম্যাচ শেষে ভিনিসিয়ুস বলেছেন, ‘আনচেলত্তি বিশ্বের সেরা কোচ। আমার কাছে এবং দলের সবার কাছেও সে সেরা।’ এরপরই আনচেলত্তির অধীনে ব্রাজিল দলেও খেলতে চাওয়ার কথা জানান ভিনি, ‘আশা করি তিনি আমাকে রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল দুই দলেই অনুশীলন করাবেন।’

শেষ পর্যন্ত কার্লো আনচেলত্তি কি হবেন ব্রাজিলের কোচ
ছবি : সংগৃহীত

এদিকে সান্তিয়াগো বার্নাব্যুতে ২–০ গোলে জিতেও সতীর্থদের নির্ভার থাকতে নিষেধ করেছেন ভিনিসিয়ুস। তিনি আরও বলেছেন, ‘আমাদের দ্বিতীয় রাউন্ডে শক্তিশালী থাকতে হবে। আমরা জানি এটা জটিল, কিন্তু আমরা শারীরিকভাবে ভালো অবস্থায় আছি। আমরা সব সময় আরও বেশি গোল করতে চাই। চেলসির বিপক্ষে কাজটা খুব কঠিন। যারা তিনজন সেন্টার–ব্যাক এবং দুজন ফুলব্যাক নিয়ে খেলে। এটা খুবই কঠিন।’

আরও পড়ুন

এ সময় রিয়ালের নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলছেন ভিনি, ‘আমি সারা জীবন রিয়ালে থাকতে চাইব। এটা পৃথিবীর সেরা ক্লাব। চ্যাম্পিয়নস লিগে খেলা দারুণ ব্যাপার।’