এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে, আজ খেলতে পারবেন কি

এমবাপ্পেকে লাল কার্ড দেখাচ্ছেন রেফারিরয়টার্স

প্রতিপক্ষকে খেলোয়াড়কে মারাত্মক ফাউল করে বড় শাস্তির আশঙ্কায় ছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে যতটা ধারণা করা হচ্ছিল, ততটা হয়নি। অল্পের ওপর দিয়েই পার পেয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। লা লিগায় আলাভেসের এক খেলোয়াড়কে ফাউল করে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এমবাপ্পে। লাল কার্ড দেখার পর যেটি সবচেয়ে কম শাস্তি।

গত রোববার লিগে মুখোমুখি হয়েছিল রিয়াল ও আলাভেস। সেদিন ম্যাচের শুরু থেকেই ফাউলের শিকার হচ্ছিলেন এমবাপ্পে। বারবার আঘাত পেয়েই হয়তো খেপে গিয়েছিলেন এই ফরাসি তারকা।

প্রতিক্রিয়ায় ম্যাচের ৩৮ মিনিটে আলাভেসের আন্তোনিও ব্লাঙ্কোকে মারাত্মকভাবে ফাউল করে বসেন এমবাপ্পে। শুরুতে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআরে যাচাই করে লাল কার্ড দেখিয়ে তাঁকে মাঠ ছাড়ার নির্দেশ দেন রেফারি।

আরও পড়ুন

ম্যাচ শেষে এমবাপ্পের এমন ফাউল নিয়ে সমালোচনাও হয়েছে অনেক। কেউ কেউ এমবাপ্পের ওপর বড় নিষেধাজ্ঞার খড়গও দেখছিলেন। এই ঘটনায় ম্যাচের পর নিজের আচরণের জন্য এমবাপ্পে ক্ষমাও চান।

আর্সেনাল ম্যাচের আগে অনুশীলনে এমবাপ্পে
এক্স

ম্যাচের পর রিয়ালের সহকারি কোচ দাভিদ আনচেলত্তি বলেছেন, ‘এমবাপ্পে কোনোভাবেই সহিংস খেলোয়াড় নয়। ও বুঝতে পেরেছে কী ভুল করেছে এবং ক্ষমাও চেয়েছে।’

এমবাপ্পের শাস্তিটা এ কারণেই কম হয়েছে কি না, কে জানে। পরশু রাতে এমবাপ্পেকে এক ম্যাচ শাস্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

আরও পড়ুন

তবে সেই শাস্তির কারণে আজ চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচ খেলতে বাধা নেই তাঁর। কারণ লা লিগায় করা অপরাধের শাস্তি চ্যাম্পিয়নস লিগে প্রযোজ্য হবে না। ফলে এমবাপ্পে শুধু অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে আগামী রোববারের লিগ ম্যাচটিই মিস করবেন।

বিলবাওয়ের বিপক্ষে এমবাপ্পেকে না পাওয়াটাও রিয়ালের জন্য বড় ধাক্কার। লা লিগার শিরোপা দৌড়ে টিকে থাকতে রিয়ালের জন্য প্রতিটি ম্যাচই এখন বাঁচা–মরার। ৩১ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে আছে রিয়াল। বার্সার ৭০ পয়েন্টের বিপরীতে রিয়ালের পয়েন্ট ৬৬।