পর্তুগাল দল ছেড়ে আল নাসরে ফিরে গেলেন রোনালদো
স্লোভাকিয়াকে হারিয়ে ত্রনাভা থেকে রবার্তো মার্তিনেজ দল নিয়ে পর্তুগালে গেছেন। ঘরের মাঠে পর্তুগাল আজ ইউরো ২০২৪ বাছাইপর্বে মুখোমুখি হবে লুক্সেমবার্গের।
ব্রুনো ফার্নান্দেজ–জোয়াও কানসেলোরা দলের সঙ্গে পর্তুগালে থাকলেও সৌদি আরবে ফিরে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল থেকে সৌদি আরবে ফিরে নিজ ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন।
পর্তুগিজ তারকার এভাবে আগেভাগে ফিরে আসার সুনির্দিষ্ট কারণও আছে। হলুদ কার্ডের খড়্গে পড়ায় আজ যে লুক্সেমবার্গের বিপক্ষে পর্তুগালের হয়ে খেলতে পারতেন না রোনালদো।
কিছুদিন ধরে আল নাসরের জার্সিতে দারুণ ছন্দে আছেন রোনালদো। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াদের ক্লাবটির হয়ে ১১ ম্যাচ খেলে করেছেন ১২ গোল।
কিন্তু গত শুক্রবার স্লোভাকিয়ার বিপক্ষে সেই ছন্দ দেখাতে পারেননি রোনালদো। তাঁর নিষ্প্রভতার ম্যাচে ৪৩ মিনিটে করা ব্রুনো ফার্নান্দেজের একমাত্র গোলে জয় পায় পর্তুগাল। ম্যাচে প্রতিপক্ষ গোলকিপারের মুখে বুট দিয়ে আঘাত করে হলুদ কার্ড দেখেন রোনালদো। অনেকেই মনে করছেন, রোনালদোর ভাগ্য ভালো যে তিনি লাল কার্ড দেখা থেকে বেঁচে গেছেন।
লাল কার্ড না দেখলেও এ নিয়ে এবারের বাছাইপর্বে তিনটি হলুদ কার্ড দেখায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন পর্তুগিজ তারকা। হলুদ কার্ডের খড়্গে খেলতে না পারলেও পর্তুগালের ড্রেসিংরুমে একটা ইতিবাচক মনোভাব রেখে আসতে পেরেছেন রোনালদো। জাতীয় দলের সতীর্থ গনসালো রামোস জানিয়েছেন সে রকমই।
বেনফিকা থেকে ধারে পিএসজিতে যাওয়া স্ট্রাইকার রামোস গতকাল সাংবাদিকদের বলেছেন, ‘ক্রিস (রোনালদো) সব সময়ই দারুণ সমর্থন দেয়। রোববার পর্যন্ত সে দলের সঙ্গে ছিল। যথাসম্ভব আমাদের সমর্থন জুগিয়েছে এবং সাহায্য করেছে। কিন্তু এখন সে তার ক্লাবে ফিরে গেছে।’
ইউরোর বাছাইপর্বে খুব ভালো অবস্থানে আছে পর্তুগাল। ‘জে’ গ্রুপে ৫ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্লোভাকিয়া। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লুক্সেমবার্গ।