প্রেমিকার ছবিতে লাইক দেওয়ায় পেদ্রির জার্সি চাইলেন বার্সার সমর্থক
প্রিয় তারকার কাছে ভক্তদের আবদার বলতে শুধু ভালো খেলাই নয়, কত কী যে তাঁরা প্রিয় তারকার কাছে চান! কেউ অটোগ্রাফের জন্য হন্যে হন, কেউ আবার সুযোগ পেলে একটা সেলফি তুলতে চান।
ভালো লাগার খেলোয়াড়কে নিয়ে গ্যালারিতে কত ধরনের প্ল্যাকার্ডই না নিয়ে আসেন কেউ কেউ। সেসব প্ল্যাকার্ডে লেখা থাকে নানা কিছু। কখনো কখনো বিচিত্র সব আবদারও থাকে। কাল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার ১–০ গোলে জেতা ম্যাচে এমনই একটি আবদার নিয়ে হাজির হয়েছিলেন দলটির এক সমর্থক।
ওই সমর্থকের আবদারটি ছিল পেদ্রির কাছে। পেদ্রির জার্সি চাওয়ার আবদারের কথা ওই সমর্থক লিখে নিয়ে এসেছেন প্ল্যাকার্ডে। আবদারটিকে বিচিত্র বলার উপায় নেই। প্রিয় তারকার একটি জার্সি নিজের সংগ্রহে রাখার কথা ভাবতেই পারেন যে কেউ। বিচিত্র বিষয় হচ্ছে, তাঁর এমন আবদারের কারণ।
কেন পেদ্রির জার্সি চাইছেন, সেটাও প্ল্যাকার্ডে লিখে নিয়ে এসেছেন ওই বার্সা–সমর্থক। স্প্যানিশ ভাষায় লিখে নিয়ে আসা তাঁর সেই কথার অর্থ করলে যা দাঁড়ায়, সেটা এ রকম, ‘পেদ্রি, আপনি আমার প্রেমিকাকে লাইক দিয়েছেন। তাই আপনি আমাকে আপনার জার্সি দিন।’
কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে গতকাল রিয়াল সোসিয়েদকে ১-০ ব্যবধানে হারানো ম্যাচে বার্সেলোনার গোলটি করেছেন উসমান দেম্বেলে।