ম্যানচেস্টার ইউনাইটেড ২: ১ ব্রেন্টফোর্ড
প্রিমিয়ার লিগে ৭ ম্যাচে মাত্র ২ জয়। ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় অবস্থান ১৩ নম্বরে। ১৪ সেপ্টেম্বর সাউদাম্পটনকে হারানোর পর জয়হীন ৩ ম্যাচ। এমন দুর্দশার রেকর্ড সঙ্গী করেই আজ ওল্ড ট্রাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে খেলতে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রথমার্ধের যোগ করা সময়ে ইথান পিনকের গোলে ব্রেন্টফোর্ড এগিয়ে যাওয়ার পর ইউনাইটেডের দুঃসময় আরেকটু লম্বা হওয়ার আশঙ্কাই তৈরি হয়েছিল। কিন্তু এরিক টেন হাগের দল আজ সেই শঙ্কা দূর করেছে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে। আলেহান্দ্রো গারনাচো ও রাসমুস হইলুন্দের গোলে ২-১ ব্যবধানে জিতেছে প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে সফল দলটি। অষ্টম ম্যাচে পাওয়া তৃতীয় জয়ের পর ১১ পয়েন্ট নিয়ে ১০ নম্বরেও উঠে এসেছে ইউনাইটেড।
বরাবরের মতো এ ম্যাচের আগেও ইউনাইটেড কোচ টেন হাগের চাকরি হারানো নিয়ে জল্পনা-কল্পনা চলেছে। শুক্রবার ডাচ কোচ নিজেই তা নিয়ে কথা বলেছেন। তাঁর চাকরি হারানোর খবরকে ‘রূপকথা ও মিথ্যা’ বলেই দাবি করেছিলেন টেন হাগ।
টেন হাগ না বললেও চাপ তো ছিলই। সেই চাপ দূর করার মতো খেলা প্রথমার্ধে খেলতে পারেনি ইউনাইটেড। ব্রেন্টফোর্ড গোলরক্ষক মার্ক ফ্লেকেন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরও গোল করতে পারেনি তারা। লিসান্দ্রো মার্তিনেজের হেড তাঁর হাত ফসকে গিয়েছিল। এরপর অবশ্য হইলুন্দের চেষ্টা লাইন থেকে ফিরিয়ে দেন ফ্লেকেন।
প্রথমার্ধে ম্যাথিয়াস ডি লিখটের চোটও ভুগিয়েছে ইউনাইটেডকে। ম্যাচের শুরুতেই কেভিন শাডার হাঁটুতে লেগে কেটে যায় তাঁর মাথা। উঠে না গেলেও দুবার রক্ত থামাতে সাইডলাইনে চলে যেতে হয় তাঁকে। তাঁর অনুপস্থিতি দারুণভাবেই কাজে লাগায় ব্রেন্টফোর্ড।
পুরো ম্যাচে ইউনাইটেডের হয়ে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন গারনাচো। ৪৭ মিনিটে তাঁর গোলেই প্রিমিয়ার লিগে ৩০০ মিনিটের গোল খরা কাটায় ইউনাইটেড। ফ্লেকেন বাধার প্রাচীর না হলে আরও দুটি গোল পেতে পারতেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ১৫ মিনিট পরে ইউনাইটেডের দ্বিতীয় গোলটি করেন হইলুন্দ।
টটেনহামের জয়
এর আগে দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট হামকে ৪-১ গোলে হারিয়েছে টটেনহাম। দেয়ান কুলসেফস্কির ৩৬ মিনিটের গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় স্পাররা। দ্বিতীয়ার্ধে ইভস বিসুমার গোলে ব্যবধান দ্বিগুণ করা টটেনহাম তৃতীয় গোলটি পায় ৫৫ মিনিটে। এবারের গোলটি আলফন্সো আরেওলার। ৫ মিনিট পরে সন হিয়ুং-মিনের গোল নিশ্চিত করে দেয় টটেনহামের চতুর্থ জয়।