সিটির ইতিহাস, আর্সেনালের হতাশা, ক্লপের বিদায়—ছবিতে ছবিতে প্রিমিয়ার লিগের শেষ দিন

শেষ হয়ে গেল ২০২৩–২৪ ইংলিশ প্রিমিয়ার লিগ। শেষ দিনে ওয়েস্ট হামকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সিটির ইতিহাস গড়ার দিনই লিভারপুলের ডাগআউট থেকে বিদায় নিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। মৌসুমের শেষ দিনের ছবি নিয়েই এই আয়োজন...

১ / ১০
ফিল ফোডেনের গোলে ওয়েস্ট হামের বিপক্ষে এগিয়ে গেছে ম্যানচেস্টার সিটি। টানা চতুর্থ শিরোপার সঙ্গে দূরত্ব তাতে কমেছে আরেকটু
রয়টার্স
২ / ১০
সিটি এগিয়ে গেছে ফোডেনের গোলে। মুঠোফোনে এমন খবর পেয়ে বিমর্ষ শিরোপা দৌড়ের প্রতিদ্বন্দ্বী আর্সেনালের সমর্থকেরা
রয়টার্স
৩ / ১০
আর্সেনাল কোচ মিকেল আরতেতার মুখটাই বলে দিচ্ছে সব। শেষ ম্যাচে এভারটনকে হারিয়েও যে রানার্সআপ হয়েছে তাঁর দল
রয়টার্স
৪ / ১০
ওয়েস্ট হামের ডাগআউটে শেষ ম্যাচ কাটানো কোচ ডেভিড ময়েসকে এভাবেই বিদায় জানিয়েছেন প্রতিপক্ষ সিটির কোচ পেপ গার্দিওলা
রয়টার্স
৫ / ১০
জোড়া গোল করে সিটির জয়ের নায়ক ও প্রিমিয়ার লিগের মৌসুমসেরা খেলোয়াড় ফোডেনের সঙ্গে ম্যাচের পর কোচ গার্দিওলা
রয়টার্স
৬ / ১০
এ নিয়ে টানা চার বছর ম্যানচেস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি হাতে উৎসব করতে দেখল ফুটবল বিশ্ব। ইংল্যান্ডের শীর্ষ ফুটবলে টানা চার বার চ্যাম্পিয়ন হওয়া প্রথম দল সিটিই
রয়টার্স
৭ / ১০
ম্যাচের আগে লিভারপুল সমর্থকদের কাছ থেকে বিদায় নিচ্ছেন কোচ ইয়ুর্গেন ক্লপ। লিভারপুলের কোচ হিসেবে শেষ ম্যাচ ছিল তাঁর
রয়টার্স
৮ / ১০
উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। ম্যাচের পর বিদায়ী ভাষণ দিতে গিয়ে বেশ রসিকতাও করেছেন ইয়ুর্গেন ক্লপ
রয়টার্স
৯ / ১০
বিদায় সংবর্ধনা পেয়েছেন চেলসির ব্রাজিলিয়ান তারকা থিয়াগো সিলভাও। সিলভার শেষ ম্যাচে বোর্নমাউথকে ২-১ গোলে হারিয়ে আগামী মৌসুমে উয়েফা কনফারেন্স লিগে খেলা নিশ্চিত করেছে চেলসি
রয়টার্স
১০ / ১০
ব্রাইটনকে ২-০ গোলে হারিয়ে লিগ শেষ করেছে এরিক টেন হাগের ম্যানচেস্টার ইউনাইটেড। ডাচ কোচের (বাঁয়ে) শুষ্ক মুখই বলে দিচ্ছে মৌসুমটা কেমন ছিল। এফএ কাপ ফাইনালে সিটিকে হারাতে না পারলে আগামী মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতায় খেলা হবে না ইউনাইটেডের
রয়টার্স