গোলশূন্য ড্র হলে কোনো পয়েন্ট নয়—পিকের প্রস্তাব

জেরার্ড পিকেএএফপি

স্টেডিয়ামে যাওয়া ফুটবল দর্শকদের জন্য সবচেয়ে বিরক্তিকর বিষয় কী? নিশ্চয় গোলশূন্য ড্র দেখে ফিরে আসা।
গোল না হলেই যে ম্যাচ ম্যাড়ম্যাড়ে হয়, ব্যাপারটা তেমন নয়। শূন্য-শূন্য ড্র ম্যাচও অনেক ক্ষেত্রে রোমাঞ্চ ও উত্তেজনা ছড়ায়। তবে দিন শেষে ফুটবল গোলের খেলা। গাঁটের পয়সা খরচ করে বিপুল দর্শক গোল দেখার জন্যই মাঠে যান।

কিন্তু দুই দল সমানসংখ্যক গোল করে যেমন ১ পয়েন্ট করে পায়, আবার গোলশূন্য ড্র করলেও ১ পয়েন্ট করে পায়। জেরার্ড পিকে ফুটবলের এই নিয়মেরই বদল চান। স্পেন ও বার্সেলোনার এই কিংবদন্তি গোলশূন্য ড্র ম্যাচে কাউকেই পয়েন্ট না দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

আরও পড়ুন

২০২২ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় বলে দিয়েছেন পিকে। এর পর থেকে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তরুণ প্রজন্মকে ফুটবলের প্রতি আরও আকৃষ্ট করতে কিংস লিগ নামে একটি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করছেন। প্রতিযোগিতাটি এরই মধ্যে জনপ্রিয় হয়ে ওঠায় বিশ্বের নানা দেশে ছড়িয়ে দিতে চান পিকে। এই কিংস লিগের কিছু নিয়ম অদ্ভুত। যেমন ১ গোলকে ২ গোলের সমান বিবেচনা করা হয়, এক দলে সাত খেলোয়াড়ের বেশি খেলতে পারেন না, যত খুশি তত বদলি নামানো যায়, এমনকি চাইলে যে কেউ মুখোশ পরে বা সং সেজে খেলতে পারেন।

জেরার্ড পিকে
ফাইল ছবি

স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া দর্শকদের পয়সা যেন উশুল হয়, গোলের সাক্ষী হয়ে ফিরতে পারেন এবং খেলা দেখে যেন বিরক্তি না লাগে, সে জন্য ফিফার নিয়মেও পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছেন পিকে। স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও তাঁর সাবেক সতীর্থ ইকার ক্যাসিয়াসের পডকাস্টে পিকে বলেছেন, ‘আপনি ১০০, ২০০ বা ৩০০ ইউরো খরচ করে স্টেডিয়ামে যাবেন এবং শূন্য-শূন্য ড্র দেখে আসবেন, এটা তো হতে পারে না। এখানে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। ম্যাচ গোলশূন্য ড্র হলে দুই দলই শূন্য পয়েন্ট পাবে—এই প্রস্তাব বিবেচনা করা যেতে পারে।’

এই নিয়ম চালু করা হলে দলগুলো পয়েন্ট পেতে চাইবে এবং গোলের জন্য আরও মরিয়া হয়ে খেলবে বলে মনে করেন পিকে, ‘দুই দলই অনন্ত ১ পয়েন্ট করে পেতে চাইবে। ৭০ মিনিট থেকে অনেক আক্রমণাত্মক ম্যাচ হবে। ৯০ মিনিট খেলার পরও শূন্য-শূন্য সমতায় খেলা শেষ হলে তা নতুন প্রজন্মের জন্য বোঝা কঠিন।’
ভবিষ্যতে ফুটবলে ড্রয়ের নিয়ম বাতিল করে দেওয়া উচিত বলেও মত পিকের, ‘যদি কোনো ড্র–ই না থাকত! এটা কেন নয়? বেসবল, বাস্কেটবলে তো ড্রয়ের নিয়ম নেই। ড্র ম্যাচ দেখার পর আপনার মনে হবে, তাহলে জিতল কে?’

আরও পড়ুন