কচিকাঁচাদের মেলা বসিয়েও রিয়াল মাদ্রিদ যেভাবে ‘ফাইভ স্টার’
২৫, ১৯ ও ১৮—গতকাল রাতে কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের তিন খেলোয়াড়ের বয়স ছিল এমন। আর রক্ষণভাগের চার খেলোয়াড়ের বয়স ছিল এমন—২৫, ১৭, ২১, ২২। পুরো একাদশে ২৫-এর ওপরে খেলোয়াড়ই ছিলেন মাত্র দুজন। ২৬ বছর বয়সী ফেদে ভালর্ভেদে এবং ৩৯ বছর বয়সী লুকা মদরিচ।
বলা যায়, পুরো দলটিতে মদরিচই বয়সের দিক থেকে বেমানান। তাঁকে বাদ দিলে বাকিদের তো কচিকাঁচাই বলা যায়। কিন্তু সেই অনভিজ্ঞতায় ভরপুর দলটিও চতুর্থ স্তরের দল দেপোর্তিভা মিনেরার বিপক্ষে জিতেছে বড় ব্যবধানে।
কোপা দেল রের শেষ ষোলোয় ওঠার পথে মিনেরাকে রিয়াল উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। রিয়ালের হয়ে এই ম্যাচে জোড়া গোল করেছে আরদা গুলের। একটি করে গোল করেছেন ফেদেরিকো ভালভের্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা ও লুকা মদরিচ।
সৌদি আরবে আগামী সপ্তাহে স্প্যানিশ সুপার কাপের ম্যাচ সামনে রেখে মিনেরার বিপক্ষে ম্যাচে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুসসহ দলের মূল খেলোয়াড় অনেককেই বেঞ্চে রেখে একাদশ সাজান আনচেলত্তি।
পরীক্ষিতদের বদলে আনকোরাদেরই সুযোগ দেন তিনি। তবে প্রথমার্ধে ৩ গোল করে এমবাপ্পে-ভিনিদের অভাব বুঝতেই দিলেন না বাকিরা। আর সব মিলিয়ে প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে রিয়াল ম্যাচ জিতল ৫-০ গোলে। তবে কিছু সুযোগ হাতছাড়া না হলে ম্যাচটা আরও বড় ব্যবধানে জিততে পারত রিয়াল।
তরুণদের নিয়ে দারুণ এই জয়ের রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘আমরা ভালো একটা ম্যাচ খেলেছি। শুরু থেকেই নিবেদন দেখিয়ে খেলেছি। আমরা শুরুতেই লিড নিয়েছি এবং ম্যাচটা ভালোভাবে নিয়ন্ত্রণ করেছি। আমরা ম্যাচ নিয়ে তৃপ্ত। এখন পরের বিষয়গুলো নিয়ে ভাবা যাক।’
দলে তারুণ্যের ভিড়েও এদিন আলো ছড়িয়েছেন অভিজ্ঞ মদরিচ। তাঁকে প্রশংসায় ভাসিয়ে আনচেলত্তি বলেছেন, ‘সে ফুটবলের জন্য উপহার। যারা তার খেলা কাছ থেকে দেখে তাদের জন্য এটা আরও বড় কিছু। যেমন ভক্ত-সমর্থক, সতীর্থ ও কোচদের। আমার জন্য সে দারুণ উপহার। বিশেষ করে এই ধরনের ম্যাচের সে যেভাবে প্রস্তুতি নেয়, সেটা। সে এমনভাবে প্রস্তুতি নেয়, যেন এটা ফাইনাল। তরুণদের জন্য সে দারুণ এক দৃষ্টান্ত।’