আর্জেন্টিনা দলে মেসি–আলমাদার সঙ্গে এমএলএসের ভেলাসকোও

এফসি ডালাসের আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালান ভেলাসকোছবি: টুইটার থেকে

২০২২ কাতার বিশ্বকাপেও আর্জেন্টিনা দলে এমএলএসের (মেজর লিগ সকার) খেলোয়াড় ছিলেন মাত্র একজন-থিয়াগো আলমাদা। গত জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এবার বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের দলে এলেন এমএলএসের তৃতীয় খেলোয়াড়। প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেয়েছেন এফসি ডালাসে খেলা মিডফিল্ডার অ্যালান ভেলাসকো।

গত বছরের ডিসেম্বরে বিশ্বকাপ জেতার পর এরই মধ্যে চারটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। তবে সবই ছিল ফিফা প্রীতি ম্যাচ। বিশ্বকাপের পর মেসির দল প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামছে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে। ৮ সেপ্টেম্বর বুয়েনস আয়ার্সে প্রথম ম্যাচের প্রতিপক্ষ ইকুয়েডর, এর চার দিন পর সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬২৫ মিটার উঁচুতে অবস্থিত লা পাজে প্রতিপক্ষ বলিভিয়া।

এই দুটি ম্যাচের জন্য স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ৩২ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। চোটের কারণে দলে জায়গা হয়নি পাওলো দিবালা ও গোলকিপার জেরেমি রুইয়ের। এ ছাড়া ডাক পাননি টটেনহাম মিডফিল্ডার জিওভানি লো সেলসো ও মার্শেই ফরোয়ার্ড হোয়াকিন কোরেয়া। তবে সবশেষ স্কোয়াডে না থাকাদের মধ্যে দলে ফিরেছেন গোলকিপার ফ্রাঙ্কো আরমানি ও আনহেল কোরেয়া।

আরমানিকে যুক্ত করায় দলে গোলকিপার সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। নিয়মিত গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের চোটের ছোটখাটো সমস্যা আছে। মূলত সতর্কতা হিসেবেই বাড়তি একজনকে যোগ করা হয়েছে।

আরও পড়ুন

বিশ্বকাপ বাছাইপর্বের দলে ডাকা হয়েছে অনূর্ধ্ব-২৩ দলের কয়েকজনকে। এর মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের ডালাসে খেলা ২১ বছর বয়সী মিডফিল্ডার ভেলাসকো। ২০১৯ সালে আর্জেন্টিনার হয়ে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলা এই তরুণ গত মাসে মেসির ইন্টার মায়ামির বিপক্ষে একটি গোলও করেছেন। এখন পর্যন্ত ডালাসের হয়ে ৪৬ ম্যাচে ৮ গোল তাঁর।

লিগস কাপে ডালাস–মায়ামি ম্যাচের শেষে ভেলাসকো–মেসি
ছবি: টুইটার থেকে

সাধারণত আন্তর্জাতিক ফুটবলের জন্য বেশির ভাগ দেশের লিগে সপ্তাহ দুয়েকের বিরতি থাকে। তবে এমএলএসে এক পঞ্জিকাবর্ষের মধ্যে মৌসুম শেষ করা হয় বলে বিরতি নেই। যে কারণে মেসি, আলমাদা ও ভেলাসকো তিনজনই নিজ ক্লাবের হয়ে অন্তত দুটি ম্যাচ মিস করবেন।

বিশ্বকাপ বাছাইয়ে নামার আগে এ বছর চারটি ম্যাচ খেলা আর্জেন্টিনা গোল হজম করেনি একটিও। পানামা (২-০), কুরাসাও (৭-০), অস্ট্রেলিয়া (২-০) ও ইন্দোনেশিয়ার (২-০) বিপক্ষে দাপুটে জয় পেয়েছে তারা।

ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি শুরু হবে ৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায়।

আরও পড়ুন

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা দল:

গোলকিপার:

এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), ফ্রাঙ্কো আরমানি (রিভারপ্লেট), ওয়াল্টার বেনিতেজ (পিএসভি), হুয়ান মুসো (আটালান্টা)

ডিফেন্ডার:

নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহাম), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নিকোলাস তালিয়াফিকো (লিওঁ), গঞ্জালো মন্তিয়েল (নটিংহাম ফরেস্ট), গের্মান পেজেলা (রিয়াল বেতিস), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), মার্কোস সেনেসি (বোর্নমাউথ), লুকাস এসকিভেল (প্যারানায়েনস), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড)

মিডফিল্ডার:

রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), লিয়ান্দ্রো পারেদেস (রোমা), গুইদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), অ্যালেক্সিস ম্যাক আলিস্টার (লিভারপুল), এজেকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), এনজো ফার্নান্দেজ (চেলসি), থিয়াগো আলমাদা (আটলান্টা ইউনাইটেড), ফাকুন্দো বোনানোতে (ব্রাইটন), অ্যালান ভেলাসকো (এফসি ডালাস), ব্রুনো জাপেলি (প্যারানায়েনস)

ফরোয়ার্ড:

লিওনেল মেসি (ইন্টার মায়ামি), আনহেল দি মারিয়া (বেনফিকা), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গঞ্জালেস (ফিওরেন্তিনা), হুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), লুকাস বেলত্রান (ফিওরেন্তিনা), আনহেল কোরেয়া (আতলেতিকো মাদ্রিদ)।

আরও পড়ুন