দেশম বললেন, বিরক্ত হলে ফ্রান্সের খেলা দেখার দরকার নেই

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমএএফপি

একেবারেই বিপরীতমুখী ফুটবল খেলে এবারের ইউরোয় সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স ও স্পেন। ফ্রান্সের খেলার ধরন ফু্টবলপ্রেমীদের সেভাবে আনন্দ দিতে পারেনি। এমনকি এখন পর্যন্ত ওপেন প্লে (ফ্রি–কিক, পেনাল্টি–আত্মঘাতী গোলের বাইরে) থেকে ফরাসিরা গোল করতে পারেনি।

অন্য দিকে স্পেন উপহার দিয়েছে নান্দনিক ফুটবল। প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরানোর পাশাপাশি ফলও নিজেদের পক্ষে নিয়েছে তারা। এ দুই দল আজ রাত একটায় মুখোমুখি হবে ইউরোর সেমিফাইনালে।

আরও পড়ুন

ম্যাচের আগে দুই দলের কোচকেই ফ্রান্সের খেলার ধরন নিয়ে প্রশ্ন শুনতে হয়েছে। ফ্রান্স বিরক্তিকর ফুটবল খেলছে কি না, এমন প্রশ্নে সাংবাদিককেই পাল্টা আক্রমণ করেন দেশম। বিপরীতে ফ্রান্সের খেলার ধরন ‘বিরক্তিকর’ তা নিয়ে না ভেবে নিজেদের কাজটাই ঠিকঠাক করতে চান স্পেনের কোচ দে লা ফুয়েন্তে।

ইউরোতে এখন পর্যন্ত নিজেদের সেরাটা উপহার দিতে পারেনি ফ্রান্স। তবে এর পরও দলটির সেমিফাইনাল পর্যন্ত আসতে খুব বেশি সমস্যা হয়নি। যে কারণে নিজেদের খেলা নিয়ে মাথা ঘামাচ্ছেন না কোচ দেশমও।

মন ভরাতে পারেনি ফ্রান্সের খেলা
এক্স

দলের খেলা বিরক্তিকর কি না, এমন প্রশ্নের জবাবে ফরাসি কোচ বলেন, ‘আপনি যদি বিরক্ত হন, তবে আপনার অন্য কোনো খেলা দেখা উচিত। আমাদের খেলা দেখার দরকার নেই। এটাই ভালো। এই ইউরো বিশেষ কিছু। সবার জন্যই এটি অনেক কঠিন। এটি আগের মতো সহজ নেই। তবে আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে, ফ্রান্সের নারী–পুরুষদের ইতিবাচক ফলের মধ্যে নিয়ে আনন্দ দেওয়া।’

একই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল স্পেনের কোচ দে লা ফুয়েন্তেকেও। তিনি অবশ্য ফ্রান্সের খেলা নিয়ে কথা বলার কেউ না বলে জানিয়েছেন। ‘ফ্রান্সের খেলাকে বিরক্তিকর বলার আমি কেউ না। আমরা যা বিশ্লেষণ করছি, তা হলো প্রতিপক্ষের শক্তি-সামর্থ্য।’

আরও পড়ুন

স্পেন এই মুহূর্তে নান্দনিক ফুটবল খেললেও ফল না এলে তা মূল্যহীন বলে মন্তব্য করেছেন স্প্যানিশ এই কোচ, ‘আমাদের ভাবনা হচ্ছে, সমর্থকদের আনন্দময় অভিজ্ঞতা উপহার দেওয়া। আমার ধারণা, আমরা উপভোগ্য দল; কিন্তু এখানে সবকিছু বিচার করা হয় জয় দিয়ে। বিশেষ করে শেষ ধাপে এসে এটি আরও বেশি। আমাদের ভালো খেলতে হবে এবং বাস্তবতাও মাথায় রাখতে হবে। কারণ দিন শেষে আপনারা আমাদের ফল দিয়ে বিচার করবেন।’