ফিফা দ্য বেস্ট: আজ কখন, কীভাবে দেখবেন

এবার ফিফা দ্য বেস্ট জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রদ্রি ও ভিনিসিয়ুসএএফপি

আজ রাতেই দেওয়া হবে ফিফা বর্ষসেরার পুরস্কার। অনেকটা আকস্মিকভাবে বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ সময় রাত ১১টায় ডিজিটালি এই পুরস্কার ঘোষণা সিদ্ধান্তের কথা জানিয়েছে ফিফা। কাতারের রাজধানী দোহার বিখ্যাত এস্পায়ার একাডেমি থেকে এই পুরস্কার অনুষ্ঠানটি লাইভ করা হবে।

অনুষ্ঠানটি সরাসরি ধারা বিবরণী করবে প্রথম আলো।

অনেকগুলো উপলক্ষ সামনে রেখে আয়োজন করা হয়েছে এবারের ফিফা দ্য বেস্টের অনুষ্ঠান। আগামীকাল কাতারের লুসাইল স্টেডিয়ামে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও মেক্সিকোর ক্লাব পাচুকা। একই দিনে কাতারের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দুই বছর পূর্তিও বটে। এর সঙ্গে উদ্‌যাপন করা হবে এস্পায়ার একাডেমির ২০ বছর পূর্তির আয়োজনও।

যাঁদের ওপর চোখ

মূলত গত বছরের পারফরম্যান্সকে বিবেচনায় রেখেই দেওয়া হবে এই পুরস্কারটি। ফিফা জানিয়েছে, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। এই পুরস্কারের বিশেষভাবে চোখ থাকবে দুটি নামের দিকে—ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রি।

আরও পড়ুন
অনুষ্ঠানটি সরাসরি ধারা বিবরণী করবে প্রথম আলো।

এর আগে মহাকাব্যিক এক নাটকের পর ভিনিসিয়ুসকে টপকে ব্যালন ডি’অর জিতেছিলেন রদ্রি। আজও বিশেষ কোনো নাটকীয়তা না হলে এ দুজনের যেকোনো একজনের হাতেই উঠবে বর্ষসেরার পুরস্কার। ব্যালন ডি’অরের নাটকীয়তার কারণে এবার এই পুরস্কার নিয়ে আগ্রহ যে একটু বেশিই থাকবে, তা বলা বাহুল্য।

কে জিতবেন এবারের ফিফা দ্য বেস্ট পুরস্কার
এক্ম

পুরস্কারের সংক্ষিপ্ত ইতিহাস

১৯৯১ সাল থেকে ফিফা বর্ষসেরা পুরস্কার দেওয়া হচ্ছে। ২০০৯ সাল পর্যন্ত এ ধারায় বর্ষসেরা পুরস্কার দিলেও এরপর বদলে যায় পদ্ধতি। ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত ব্যালন ডি’অরের সঙ্গে মিলে যৌথভাবে দেওয়া হয় এই পুরস্কারটি। ২০১৬ সালে ব্যালন ডি’অর থেকে আলাদা হয়ে যাত্রা শুরু করে ফিফা দ্য বেস্ট অর্থাৎ বর্তমান সংস্করণ।  

আরও পড়ুন

যেভাবে ভোট নেওয়া হয়

ভোট নেওয়ার পূর্বে ফিফা নির্ধারিত বিচারক প্যানেল একটি সেরাদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেন। এরপর ফিফার সঙ্গে যুক্ত দেশগুলোর জাতীয় দলের অধিনায়ক, কোচ ও একজন সাংবাদিক দৃশ্যপটে আসেন। পুরুষ ও নারী ক্যাটাগরিতে ভোট দেওয়ার জন্য এ ধরনের বিভিন্ন বিচারক আছেন। ফিফার অফিশিয়াল ওয়েবসাইটের পোলের মাধ্যমে ভক্তরাও ভোট দেন।

সর্বোচ্চ তিনবার ফিফা দ্য বেস্টের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি
রয়টার্স

প্রত্যেক ভোটার তিনজন করে সেরা খেলোয়াড় বাছাই করেন। যাঁদের তাঁরা এক, দুই ও তিন পর্যায়ক্রমে রাখেন। প্রথম স্থানের জন্য ৫ পয়েন্ট, দ্বিতীয় স্থানের জন্য ৩ পয়েন্ট এবং তৃতীয় স্থানের জন্য দেওয়া হয় ১ পয়েন্ট। এই স্কোরিং পদ্ধতি ব্যবহার করে প্রতিটি ভোটার ক্যাটাগরিতে প্রতিযোগীদের র‍্যাঙ্ক বা ক্রম তৈরি করা হয়। এরপর প্রতিটি গ্রুপের প্রতিটি খেলোয়াড়ের জন্য নতুন একটি স্কোর বরাদ্দ করা হয়।

আরও পড়ুন

ভোটের প্রতিটি ক্যাটাগরিতে সবচেয়ে ওপরে থাকা অ্যাথলেটদের সবচেয়ে বেশি ১৩ পয়েন্ট দেওয়া হয়। এরপর দ্বিতীয় পর্যায়ে দেওয়া হয় ১১ পয়েন্ট এবং তৃতীয় ভাগে ৯ পয়েন্ট।  এভাবে চতুর্থতে ৮, পঞ্চমে ৭, ছয়ে ৬, সাতে ৫, আটে ৪, নয়ে ৩ এবং দশে ২ এবং এগারোতে ১ পয়েন্ট দেওয়া হয়। এরপর চার ক্যাটাগরির পয়েন্টগুলো যোগ করা হয়। আর যিনি সবচেয়ে বেশি পয়েন্ট জিতবেন, তাঁর হাতেই দেওয়া হয় ট্রফি।  

পুরস্কারের জন্য ভোট দেওয়ার ক্ষেত্রে শুরু মাঠের পারফরম্যান্সই নয়, মাঠের বাইরের পারফরম্যান্সকেও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলে ফিফা। এ ছাড়া প্রত্যেক দলের অধিনায়ক এবং কোচ নিজ দলের প্রতিনিধিদের ভোট দিতে পারলেরও নিজেদের নিজেরা ভোট দেওয়ার সুযোগ নেই।

যেভাবে দেখবেন

তারিখ: ১৭ ডিসেম্বর, ২০২৪
সময়: বাংলাদেশ সময় রাত ১১টা
স্থান: দোহা, কাতার
কোথায় দেখবেন: ফিফা+ (লাইভ স্ট্রিমিং)

বর্ষসেরা পুরুষের সংক্ষিপ্ত তালিকায় যাঁরা

জুড বেলিংহাম, দানি কারভাহাল, আর্লিং হলান্ড, টনি ক্রুস, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি , রদ্রি, ফেদে ভালভের্দে, ভিনিসিয়ুস জুনিয়র, ফ্লোরিয়ান ভির্টজ, লামিনে ইয়ামাল।

বর্ষসেরা নারীর সংক্ষিপ্ত তালিকায় যাঁরা

বারব্রা বান্দা, ওনা ব্যাটলে, আইতানা বোনামাতি, লুসি ব্রোঞ্জ, মারিওনা কালদেন্তে, তাবিথা চাওয়িংগা, নাওমি গিরমা, ক্যারোলিন গ্রাহাম হানসেন, লরেন হেম্প, লিন্ডসে হোরান, সালমা পারাউয়েলো, ট্রিনিটি রোডম্যান, খাদিজা শ, সোফিয়া স্মিথ, ম্যালোরি সোয়ানসন, কিরা ওয়ালশ।

সেরা পুরুষ কোচের সংক্ষিপ্ত তালিকায় যাঁরা

জাবি আলোনসো (লেভারকুসেন), কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ), লা দেলা ফুয়েন্তে (স্পেন), পেপ গার্দিওলা (‍ম্যানচেস্টার সিটি), লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা)।  

সেরা নারী কোচের সংক্ষিপ্ত তালিকায় যাঁরা

আর্থুর ইলিয়াস (ব্রাজিল), সোনিয়া বোমপাস্তোর (লিওঁ/চেলসি), জোনাথন গিরালদেজ (বার্সেলোনা/ওয়াশিংটন স্পিরিট), এমা হায়েস (চেলসি/যুক্তরাষ্ট্র), ফুতোশি ইকেদা (জাপান), গ্যারেথ টেইলর (ওয়েরক্স হাম), এলেনা সাদিকু (সেল্টিক), সান্দ্রিনে সুবেয়ারন্ড (প্যারিস এফসি)।

সেরা পুরুষ গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকায় যাঁরা

জিয়ানলুইজি দোন্নারুম্মা, এদেরসন, আন্দ্রেই লুনিন, মাইক মাইনিয়ঁ, এমিলিয়ানো মার্তিনেজ, দাভিদ রায়া, উনাই সিমন।

সেরা নারী গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকায় যাঁরা

আন-কাথরিন বের্গের, কাটা কোল, ম্যারি এরাপস, অ্যালিসা নায়েহের, আয়াকা ইয়ামাশিতা।

পুরুষদের সেরা গোলের পুসকাস পুরস্কার

হাসান আল হাইদোস, টেরি এন্থোনিস, ইয়াসিন বেনজিয়া, ওয়াল্টার বো, মাইকেল চিরিনোস।

নারীদের সেরা গোলের মার্তা পুরস্কার

মার্তা, ডেলফিন কাসকারিনো, মারিনা হেগেরিং, সাকিনা কারশাউই, পাউলিনা ক্রুমবিয়েগেল, নাইনা মাতেজিচ, বেথ মেড, গুসেপ্পিনা মোরাকা, আসিসাত ওশোয়ালা, মায়রা পেলায়ো ও ট্রিনিটি রোডম্যান।

এসবের পাশাপাশি ফিফা ফ্যান পুরস্কার, ফিফা ফেয়ার প্লে পুরস্কার এবং ফিফা সেরা একাদশও ঘোষণা করা হবে এই অনুষ্ঠানে।