পিএসজির শেষ লিগ ম্যাচের স্কোয়াডে নেই এমবাপ্পে

পিএসজির হয়ে এ মৌসুমে লিগ জয়ের উৎসবের সময় কিলিয়ান এমবাপ্পেএএফপি

আজ রাতে মৌসুমের শেষ লিগ ম্যাচ খেলতে নামবে পিএসজি। মেসের বিপক্ষে এই ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে লিগ আঁ অধ্যায়ের ইতি টানার কথা ছিল কিলিয়ান এমবাপ্পের। কিন্তু স্কোয়াডেই রাখা হয়নি এই ফরাসি তারকাকে। ফলে তুলুজের বিপক্ষের প্যারিসে আগের ম্যাচটিই লিগে এমবাপ্পের শেষ ম্যাচ হয়ে থাকল।

এর আগে ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান জানিয়েছিল, তুলুজের বিপক্ষে ম্যাচের আগে এমবাপ্পের সঙ্গে পিএসজির মালিক নাসের আল খেলাইফির ব্যাপক ঝগড়া হয়। এমবাপ্পের বিদায়ী ভিডিও বার্তায় নিজের নাম না শোনার কারণেই মূলত ক্ষুব্ধ ছিলেন খেলাইফি।

আরও পড়ুন

এমবাপ্পেকে ডেকে খেলাইফি এর কারণও জানতে চান। একপর্যায়ে দুজনের ব্যক্তিগত আলাপটি ঝগড়ায় রূপ নেয়। যেখানে তাঁদের একজনকে আরেকজনের ওপর চিৎকার করতেও শোনা যায়। এরপর এমবাপ্পের নাম ঘোষণার পর উপস্থিত অনেক দর্শক তাঁর উদ্দেশে দুয়োও দেয়।

সেদিন পরিস্থিতি আরও খারাপ হয় ম্যাচটি পিএসজি ৩-১ গোলে হেরে গেলে। এরপর নিসের বিপক্ষে ম্যাচের স্কোয়াডেও রাখা হয়নি এমবাপ্পেকে। সে সময় অবশ্য চোট আশঙ্কার কারণে তাঁকে বাইরে রাখার কথা বলা হয়েছিল। ধারণা করা হচ্ছিল, ফ্রেঞ্চ কাপের ফাইনালের জন্য হয়তো বিশ্রামে রাখা হচ্ছে তাঁকে।

কিন্তু আজ রাতের ম্যাচেও এমবাপ্পেকে দলে না রাখায় তাঁর পিএসজি-অধ্যায় পুরোপুরি শেষের আশঙ্কাও করছেন অনেকে। পিএসজির এক্স অ্যাকাউন্টে দল ঘোষণার পোস্টে একজন লিখেছেন, ‘শেষ লিগ ম্যাচে এমবাপ্পেকে স্কোয়াডে রাখা উচিত ছিল।’

আরও পড়ুন

আরেকজন লিখেছেন, ‘এমবাপ্পে মনে হয় মাদ্রিদে বাড়ি খোঁজায় ব্যস্ত।’ অন্য একজন লিখেছেন, ‘আপনারা তাহলে এমবাপ্পেকে তার শেষ ম্যাচটি খেলতে দেবেন না!’ স্কোয়াড থেকে অবশ্য শুধু এমবাপ্পেই নন, বাদ পড়েছেন উসমান দেম্বেলে ও ফ্যাবিয়ান রুইজও।
আগামী শনিবার ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজির প্রতিপক্ষ লিলে। শিরোপা লড়াইয়ে সেই ম্যাচে এমবাপ্পেকে শেষ পর্যন্ত দেখা যাবে কি না, সেটাই দেখার অপেক্ষা।