চীনা তাইপের বিপক্ষে সাবিনাদের প্রীতি ম্যাচ

মে ও জুনে আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দলপ্রথম আলো

বাংলাদেশ নারী ফুটবল দল সর্বশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে গত ডিসেম্বরে। সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচেই বড় ব্যবধানে জিতেছিল সাবিনা–সানজিদারা। পাঁচ মাস পর মেয়েদের জাতীয় দলের আবারও সুযোগ হচ্ছে আন্তর্জাতিক ম্যাচ খেলার। এবার প্রতিপক্ষ চীনা তাইপে।

আগামী ৩১ মে ও ৩ জুন বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে ম্যাচ দুটি। আজ বাফুফে ভবনে এক সভা শেষ এ তথ্য জানান নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার। সভা শেষে জানানো হয়েছে, গরমের কারণে চীনা তাইপের বিপক্ষে দুটি ম্যাচই হবে সন্ধ্যায়, ফ্লাডলাইটের আলোয়।

আরও পড়ুন

জুনের উইন্ডোতেই বিশ্বকাপ বাছাইপর্বে অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে পুরুষ জাতীয় দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ ৬ জুন। সে ম্যাচের মাত্র তিন দিন আগে চীনা তাইপের সঙ্গে মেয়েদের ম্যাচ আয়োজনে কোনো সমস্যা হবে না বলে জানালেন মাহফুজা আক্তার, ‘আমরা ভেন্যু নিয়ে বসুন্ধরার সঙ্গে কথা বলেছি, সব রকম সমন্বয় করেই চীনা তাইপের সঙ্গে ম্যাচ হবে। আর প্রথম ম্যাচ নিয়ে এমনিতেও সমস্যা নেই। সেটি হবে ৩১ মে।’

সাবিনা–মাশুরারা এখন ঘরোয়া ফুটবলে ব্যস্ত
প্রথম আলো

এর আগে ফেব্রুয়ারির উইন্ডোতে ফিলিস্তিনের বিপক্ষে মেয়েদের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করেছিল বাফুফে। শেষ মুহূর্তে ফিলিস্তিনের অনুরোধেই তা বাতিল হয়। মিয়ানমার সফরেরও একটা পরিকল্পনা ছিল, নিরাপত্তা সমস্যার কারণে বাতিল করা হয় সেটিও। জুনের উইন্ডোতে ম্যাচ খেলার ব্যাপারে বদ্ধপরিকর ছিল নারী উইং। শেষ পর্যন্ত চীনা তাইপে আনুষ্ঠানিক চিঠি দিয়ে ম্যাচ দুটি খেলা নিশ্চিত করেছে।

আরও পড়ুন

বৈঠকে চীনা তাইপের বিপক্ষে ম্যাচ ছাড়া আরও একটি বিষয়ে আলোচনা হয়েছে। বাফুফের কাউন্সিলর হওয়ার দাবি তুলেছে নারী ফুটবল লিগে অংশ নেওয়া দলগুলো। মাহফুজা আক্তার জানিয়েছেন, ‘লিগে যে দলগুলো অংশ নিচ্ছে, তারা একটি করে কাউন্সিলরশিপ চেয়েছে। আমরাও চাই এই দলগুলো থেকে কাউন্সিলর হোক। এতে করে তারা যে টাকাপয়সা খরচ করে দল গড়ছে, তার একটা স্বীকৃতি মিলবে। আমরা বিষয়টা প্রস্তাব আকারে বাফুফের নির্বাহী কমিটির কাছে পাঠাব।’

নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার
সংগৃহীত

ছেলেদের প্রিমিয়ার লিগে আবাহনী, মোহামেডানের মতো ক্লাবগুলো যদি মেয়েদের দল গঠন করে, তাহলে তারা যেন একটি করে বাড়তি কাউন্সিলরশিপ পেতে পারে, সে প্রস্তাবও নির্বাহী কমিটিতে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।