২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

অখ্যাত ইন্টারসিটির বিপক্ষে কষ্টের জয় বার্সার

বার্সার জয়সূচক গোলের পর আনসু ফাতির উদ্‌যাপনছবি: এএফপি

ইন্টারসিটি সেন্ত জোয়ান দি আলাকান্ত খুব পরিচিত কোনো নাম নয়। বিপরীতে প্রতিপক্ষ বার্সেলোনাকে কে না চেনে। অথচ কোপা দেল রের লড়াইয়ে সেই বার্সাকেই কাঁপিয়ে দিল অখ্যাত ক্লাবটি। বলা যায়, কোনোরকমের এক জয় নিয়ে শেষ পর্যন্ত শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে কাতালান পরাশক্তিরা।

এদিন বার্সাকে পরীক্ষায় ফেলেছিল সোলদেভিয়া পুইগ নামের তরুণ। বার্সার শক্তিশালী স্কোয়াডের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করে হ্যাটট্রিক করেছেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার। মজার ব্যাপার, এই ইন্টারসিটিতে যোগ দেওয়ার আগে বার্সার যুব দলেই খেলে গেছেন এই পুইগ। নিজেদের একাডেমির এই তরুণকে সামলাতেই রীতিমতো হিমশিম খেয়েছে কাতালা পরশাক্তিরা।

আরও পড়ুন

এর মাঝে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গিয়ে বার্সেলোনার ঠাঁই হয়েছে ইউরোপা লিগে। বার্সার জন্য মৌসুমটা আরও খারাপ হতে পারত কোপা দেল রে থেকে ছিটকে গিয়ে। সেই শঙ্কাও যে ম্যাচের একপর্যায়ে বার্সার সমর্থকদের মনে উঁকি দেয়নি, তা নয়। তবে শেষ পর্যন্ত ১০৩ মিনিটে করা আনসু ফাতির গোলে হাঁপ ছেড়ে বেঁচেছে তারা।

এ ম্যাচে প্রথমার্ধের ৪ মিনিটে গোল করে বার্সাকে লিড এনে দেন রোনাল্ড আরাউহো। প্রথমার্ধের বাকি সময়ে চেষ্টা করেও গোল পাননি দুই দলের কেউই। ৫৯ মিনিটে সোরানিওর ম্যাচে সমতা ফেরায় ইন্টারসিটি। ৬৬ মিনিটে আবার বার্সাকে লিড এনে দেন উসমান দেম্বেলে। তবে এবারও লিড ধরে রাখতে পারেনি জাভি হার্নান্দেজের দল।

বার্সা ও ইন্টারসিটি ম্যাচের একটি মুহূর্ত
ছবি: এএফপি

নিজের ও দলের দ্বিতীয় গোল করে ৭৪ মিনিটে সমতা ফেরান এই ফরোয়ার্ড। এর ৩ মিনিট পর বার্সাকে আবার এগিয়ে দেন রাফিনিয়া। তবে এবারও ৯০ মিনিট পর্যন্ত লিড ধরে রাখতে ব্যর্থ হয় বার্সা। ৮৬ মিনিটের মাথায় আবারও দৃশ্যপটে সেই পুইগ। হ্যাটট্রিক করে দলকে সমতায় ফেরান বড় মঞ্চে নিজেকে চেনানো এই তরুণ।

আরও পড়ুন

নির্ধারিত সময়ে সমতায় থাকার পর ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে। সেখানে অবশ্য বার্সার অভিজ্ঞতার সঙ্গে আর পেরে ওঠেনি ইন্টারসিটি। ১০৩ মিনিটে গোল করে বার্সাকে জয় এনে দেন ফাতি। কষ্টার্জিত জয়ের পর বার্সার গোলদাতা আরাউহো বলেন, ‘এটাই হচ্ছে কাপের (কোপা দেল রের) জাদু। কাপের খেলাগুলো যেমন, তা আমাদের জানা।’