ফেসবুক লাইভে জামাল জানালেন, তিনি এখন আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োর
জামাল ভূঁইয়ার আর্জেন্টিনার ক্লাবে যাওয়া নিয়ে একধরনের লুকোচুরি চলছিল অনেক দিন ধরেই। খবরটা ছড়িয়ে পড়ার পর জামাল নিজেই অস্বীকার করেছিলেন। তবে যা রটেছিল, শেষ পর্যন্ত তাই ঘটল। আনুষ্ঠানিক আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে আজ রাতে আনুষ্ঠানিকভাবে নাম লিখিয়েছেন জামাল ভূঁইয়া। বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটের দিকে আনুষ্ঠানিকভাবে জামালকে পরিচয় করিয়ে দেয় ক্লাবটি। এই পরিচয় পর্বটি ফেসবুক লাইভে প্রকাশ করেছেন জামাল নিজেই।
ফেসবুক লাইভের শুরুতেই দেখা যায় ক্লাবের ৬ নম্বর জার্সি হাতে দেখা যায় জামালকে। এ সময় তাঁর সামনে দুই পাশে ছিল সাজিয়ে রাখা বাংলাদেশের পতাকা। লাইভের শুরুতে উচ্চ স্বরে মিউজিক বাজতেও শোনা যায়। ভাষাগত জটিলতার কারণে অবশ্য সে সময় জামাল নিজের অনুভূতি প্রকাশের জন্য দোভাষীর সাহায্য নেন।
স্প্যানিশ ভাষায় করা প্রশ্নগুলোর উত্তরও জামাল দিয়েছেন সেই দোভাষীর সাহায্যে। শুরুতে ক্লাবের সভাপতি আদেন ভালদেবেনিতো স্বাগত জানান জামালকে। তিনি এ সময় বলেছেন, ‘জামাল এখানে আসায় তাকে অনেক ধন্যবাদ। জামাল এখানে আসায় আমরা খুব খুশি। জামালকে ক্লাবের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা পূরণ করা হবে।’
এ সময় জামালের লক্ষ্য কী, জানতে চাইলে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমি এখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশের অনেক মানুষ আমাকে পছন্দ করে, অনুসরণ করে। আমি এখানে আমার দক্ষতা দেখাতে এসেছি। আশা করি, আমি যদি ভালো করি, আরও দুই-তিনজন বাংলাদেশি এখানে আসতে পারবে।’
ক্লাবকে আরেক ধাপ ওপরে নিতে চান জানিয়ে জামাল আরও বলেছেন, ‘আমি ক্লাবকে আমার অভিজ্ঞতা দিতে পারি। আমার বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। আমি দলে নতুন প্রাণশক্তি দিতে চাই। আমি চাই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সোল দে মায়োকে আরেক ধাপ ওপরে নিয়ে যেতে।’
আর্জেন্টিনার ক্লাবটি গত ফেব্রুয়ারিতেই চেয়েছিল জামালকে। কিন্তু সে সময় জামাল অনেক দৌড়ঝাঁপ করেও তাঁর ঢাকার ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছ থেকে ছাড়পত্র পাননি। লিগের খেলা থাকায় জামালকে ছাড়েনি শেখ রাসেল। ব্যাপারটা ওখানেই শেষ ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু গত কয়েক দিনে তা আবার সামনে আসে, জামালকে নিয়ে সোল দে মায়ো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিল। যেখানে ক্লাবটির কর্মকর্তাদের সঙ্গে দেখা যায় জামালকে। তখনই ইঙ্গিত মেলে, জামাল বুয়েনস এইরেসের ক্লাবটিতে নাম লেখাতে যাচ্ছেন।
কিন্তু রহস্যের জাল ছড়িয়ে ক্লাবটি কয়েক ঘণ্টা পর ওই পোস্ট সরিয়ে ফেলে। বাংলাদেশের সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর ৯ আগস্ট জামাল ফেসবুক স্ট্যাটাসে দাবি করেন, তিনি ইউরোপে আছেন পরিবারের সঙ্গে। তবে এর এক সপ্তাহ পর বুয়েনস এইরেসে জামালের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে তা পোস্ট করেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক আর্জেন্টাইন কোচ ডিয়েগো ক্রুসিয়ানি।
একই দিন জামাল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ভবনের সামনে দাঁড়িয়ে তোলা তাঁর একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘ধন্যবাদ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর্জেন্টিনায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার এটাই সময়।’ এ থেকেই পরিষ্কার হয়ে যায়, জামাল ভূঁইয়া আর্জেন্টাইন ক্লাবে খেলতে যাচ্ছেন, যা আজ বাস্তব রূপ পেল।