যেখানে সবাইকে ছাড়িয়ে কেইন–হলান্ড
টটেনহাম ছেড়ে বায়ার্ন মিউনিখ—এবারই প্রথম প্রিমিয়ার লিগ ছেড়ে বাইরে লিগ খেলতে গেছেন হ্যারি কেইন। আর প্রথম মৌসুমেই দারুণ ছন্দে আছেন ইংল্যান্ড অধিনায়ক। জার্মান ক্লাবটির হয়ে এরই মধ্যে ১৮ গোল কেইনের, যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ।
শুধু গোলে নয়, বায়র্নের ৩০ বছর বয়সী ফরোয়ার্ড এগিয়ে লিগের সেরা ফিনিশারদের তালিকায়ও। আবার সফল শটের দিক থেকে এগিয়ে বুন্দেসলিগার ক্লাবগুলো। ২০২৩-২৪ মৌসুমে এখন পর্যন্ত কনভারশন রেটে শীর্ষ দশের বেশির ভাগই জার্মান লিগের।
ফুটবল গবেষণাপ্রতিষ্ঠান ‘সিআইইএস ফুটবল অবজারভেটরি’ এবং ট্রান্সফারমার্কেটের তথ্য ঘেঁটে পাওয়া গেছে চলতি মৌসুমের ফিনিশিংয়ের নানা চমকপ্রদ তথ্য।
লিগে ফিনিশিংয়ে সেরা পাঁচ
ফিনিশিং সফলতায় কিলিয়ান এমবাপ্পের অবস্থান ফ্রান্সে ১ নম্বরে, কিন্তু সম্মিলিত তালিকায় ১০–এ। পিএসজির এ ফরোয়ার্ড প্রতি ৯০ মিনিটে গোল করেছেন ১.৩০টি।
শীর্ষ ৫ লিগের সেরা ফিনিশার
সফল শটে সেরা ১০ (শীর্ষ পাঁচ লিগ)
উল্টো পথে বুন্দেসলিগা ও সিরি ‘আ’
গোলে বেশি বেশি শট নিলেও সাফল্যের হার সবচেয়ে কম ইতালির সিরি ‘আ’-তে। এই লিগের কোনো ক্লাবের কনভারশন রেট ১১-তে ওঠেনি। বিপরীতে বুন্দেসলিগার তিনটি ক্লাবের গোলে শটের সফলতা ১৫-এর বেশি।
শীর্ষ পাঁচ লিগের মধ্যে বুন্দেসলিগা ও লিগ আঁ-তে দল ১৮টি করে। তবে পাঁচ লিগের মধ্যে গড়ে সবচেয়ে বেশি গোল বুন্দেসলিগার, সবচেয়ে কম লিগ আঁ-র। বুন্দেসলিগার ক্লাবগুলো গড়ে গোলে শট নিয়েছে ১৮৭.৬টি, গোল পেয়েছে গড়ে ২১.১টি। আর লিগ আঁ-র ক্লাবগুলো গোলে শট নিয়েছে গড়ে ২১৭.২টি, আর গোল পেয়েছে গড়ে ১৬.১টি।