২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মেসির জার্সি আছে, তবে পিএসজির সুপার স্টোরে নেই এমবাপ্পের জার্সি

পিএসজি ছাড়তে চান কিলিয়ান এমবাপ্পেরয়টার্স

পিএসজি যেন বাংলা সিরিয়াল! আর সেই সিরিয়ালের চরিত্র নেইমার-এমবাপ্পেরা। দলবদল–নাটক যে শেষই হচ্ছে না! এমবাপ্পে চুক্তি নবায়ন করেননি কিন্তু এই মৌসুমে প্যারিস ছেড়ে অন্য ক্লাবে যাবেন কি না, পরিষ্কার নয় সেটিও। সৌদি আরবের ক্লাব টাকার বস্তা নিয়ে গিয়েছিল প্যারিসে, ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা সরাসরি বলে দিয়েছেন যাবেন না সেখানে। তিনি যে ক্লাবে যেতে চান, সেই রিয়াল মাদ্রিদও এই মৌসুমে এমবাপ্পেকে দলে টানার আগ্রহ দেখাচ্ছে না। কেনই–বা দেখাবে, চুক্তির মেয়াদ শেষে আগামী বছর যে মুক্ত খেলোয়াড় হয়ে যাবেন এমবাপ্পে। যাঁকে মুফতে পাওয়া যাবে, তাঁর জন্য পকেট খালি করার তো মানে হয় না।

সব মিলিয়েই দিন দিন পরিস্থিতি শুধু জটিলই হচ্ছে। ঘটনাপরম্পরায় তো এমবাপ্পে পিএসজির মূল দলের সঙ্গে অনুশীলন করার সুযোগও পাচ্ছেন না। এমবাপ্পে-পিএসজি সম্পর্ক কতটা তিক্ত হয়েছে, সেটির নতুন উদাহরণ উঠে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে জানা যাচ্ছে, নিজেদের স্টেডিয়ামের বাইরে সাঁটানো এমবাপ্পের ঢাউস আকারের পোস্টার খুলে নিয়েছে পিএসজি। ক্লাবের মার্চেন্ডাইজিং বিক্রির দোকানেও নাকি এমবাপ্পের জার্সি বিক্রি বন্ধ!

আরও পড়ুন
ভাই এথানের সঙ্গে কিলিয়ান এমবাপ্পে। পিএসজির ২০ জুলাইয়ের অনুশীলনে
রয়টার্স

টুইটারে একটি ভিডিও ছড়িয়েছে। গেট ফ্রেঞ্চ ফুটবল নিউজ নামের ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট একটি ভিডিও টুইট করেছে। সেখানে দেখা যায় প্যারিসে পিএসজির সুপার স্টোরে এমবাপ্পের কোনো জার্সি নেই। অথচ পিএসজি ছাড়তে চাওয়া আরেক খেলোয়াড় নেইমারের জার্সি আছে সেখানে। আছে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেওয়া আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জার্সিও।

আরও পড়ুন

ওই ভিডিওতেই দেখা যায় পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামের বাইরের অংশ থেকে শ্রমিকেরা ক্রেনের সাহায্যে পোস্টার খুলে নিচ্ছেন। যে পোস্টারের বড় অংশজুড়েই ছিল এমবাপ্পের ছবি। পোস্টার খুলে ফেলার ঘটনাটা ভুল ব্যাখ্যাও দিতে পারে। হয়তো নতুন মৌসুম শুরুর আগে পুরোনো পোস্টার তুলে ফেলার সাধারণ ঘটনাই এটি। কিন্তু এমবাপ্পে-পিএসজি সম্পর্কের টানাপোড়েনে এখন অসম্ভব নয় কিছুই।

আরও পড়ুন