ক্যাসিয়াসের সঙ্গে নৈশ ক্লাবে কে এই নারী
অভিনেত্রী ক্লদিয়া বাভেলের সঙ্গে ইকার ক্যাসিয়াসের রোমান্সের খবর ফাঁস হয়েছিল গত মাসে। বিষয়টি এত দূর গড়িয়েছিল যে ক্যাসিয়াসকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিবৃতিও দিতে হয়েছিল। ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আলাপ–আলোচনা পছন্দ হয়নি স্পেন ও রিয়াল মাদ্রিদ কিংবদন্তির। এক্সে দেওয়া স্ট্যাটাসে বলেছিলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে আমি কখনো আপস করিনি। এটাও নয় যে কাউকে কোনো বিশেষ খবর দিয়েও ব্যক্তিগতভাবে লাভবান হয়েছি...সব সময় গসিপ, গুঞ্জন থেকে নিজেকে দূরে রেখেছি।’
কিন্তু ক্যাসিয়াস চাইলেও নিজেকে বিতর্ক কিংবা গসিপ থেকে দূরে রাখতে পারছেন না। স্পেনের ফ্রি টু এয়ার টিভি চ্যানেল ‘টেলেচিনকো’র অনুষ্ঠান ‘তারদেআর’ তাদের বিশেষ খবরে জানিয়েছে, রিয়াল মাদ্রিদের সাবেক এই গোলকিপারকে আরেকজন নারীর সঙ্গে দেখা গেছে। গত শনিবার একদল বন্ধুর সঙ্গে ক্যাসিয়াসকে একটি নৈশ ক্লাব ছাড়তে দেখা যায়। তখন বন্ধুদের মধ্যে এক নারীর বেশ কাছাকাছি ছিলেন ক্যাসিয়াস। একপর্যায়ে তাঁর হাতও ধরেছেন। স্পেনের সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, পাপারাজ্জি সের্হিও গারিদো দুজনের ছবি তুলেছেন।
স্পোর্তকে গারিদো জানিয়েছেন, অন্তরঙ্গভাবেই দুজনকে তিনি দেখেছেন। তবে কেউ কাউকে চুমু খেয়েছেন, এমন কিছু গারিদো দেখেননি। তাঁর ভাষায়, ‘তাঁদের সম্পর্কটা খুব বিশেষ কিছু।’
ক্যাসিয়াসকে এবং সেই নারীকে নৈশ ক্লাবে তিনি আবিষ্কার করলেন কীভাবে, এর ব্যাখ্যাও দিয়েছেন গারিদো। এক বন্ধু তাঁকে জানিয়েছেন, ক্যাসিয়াস এক স্বর্ণকেশী নারীর সঙ্গে নৈশ ক্লাবে ঢুকেছেন। এরপর ‘তিন ঘণ্টা’ তাঁদের অনুসরণ করেন গারিদো।
গারিদো আরও বলেছেন, ‘ইকার মেয়েটির দিকে প্রায় সারাক্ষণ তাকিয়ে ছিল এবং মেয়েটিও তাকিয়েছে...ফোন নিয়ে ছবিও তুলেছে ইকার। একজনের প্রতি আরেকজনের বিশেষ টানটা বোঝা গেছে এবং বাইরে বের হওয়ার পরও এটা দেখা গেছে। ইকার কোনো মেয়ের হাত ধরেছে, এটা আমি কখনো দেখিনি।’ গারিদোর পাপারাজ্জি দল জানিয়েছে, গত সপ্তাহে সেই নারীর সঙ্গে তিনবার রেস্তোরাঁয় খাবার খান ক্যাসিয়াস। স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যম অনুসারে স্পোর্ত জানিয়েছে, নারীটির নাম সম্ভবত আলবা চোলে। স্পেনের টিভি ব্যক্তিত্ব আলেহান্দ্রা রুবিওর সাবেক প্রেমিক তাসিও দে লা ভেগার সঙ্গে কয়েক বছর আগে আলবা চোলের সম্পর্ক ছিল বলে জানিয়েছে স্পোর্ত।
স্পেন জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ক্লিন শিট ম্যাচের রেকর্ড গড়া ক্যাসিয়াস এখন ফুটবল পণ্ডিত হিসেবে কাজ করছেন। ক্লাব ও জাতীয় দলের হয়ে এক হাজারের ওপর পেশাদার ম্যাচ খেলা ক্যাসিয়াসকে ফুটবল ইতিহাসেই অন্যতম সেরা গোলকিপার হিসেবে বিবেচনা করা হয়। ‘সেইন্ট ইকার’ নামে খ্যাতি পাওয়া সাবেক এই গোলকিপার স্পেনের হয়ে বিশ্বকাপ ও দুবার ইউরো জিতেছেন। রিয়ালের হয়ে পাঁচবার লা লিগা জয় ছাড়াও চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনবার।
ক্যাসিয়াসের জীবনে প্রেম আগেও একাধিকবার এসেছে। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত চুটিয়ে প্রেম করেছেন স্প্যানিশ অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা ইভা গঞ্জালেসের সঙ্গে। এরপর এলেন ক্রীড়া সাংবাদিক সারা কারবোনেরো। ২০০৯ থেকে ২০২১ পর্যন্ত সম্পর্কে থাকার পথে বিয়েও করেছিলেন দুজন। দুটি সন্তানের জন্ম দেন তাঁরা। ২০২১ সালের মার্চে ছাড়াছাড়ি হয় তাঁদের মধ্যে।