কেইনের হ্যাটট্রিক, রেকর্ড, বায়ার্নের গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৮ : ১ মাইনৎস
হ্যারি কেইনের হ্যাটট্রিকের রাতে বুন্দেসলিগায় মাইনৎসকে ৮-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। হ্যাটট্রিকের পাশাপাশি একটি গোলে অ্যাসিস্টও করেছেন ইংলিশ অধিনায়ক। দলের বড় জয়ে গোল করে ও করিয়ে বুন্দেসলিগার একাধিক রেকর্ডে নাম লিখিয়েছেন কেইন।
এ জয়ে বুন্দেসলিগার শিরোপা-দৌড়ে বায়ার লেভারকুসেনের সঙ্গে ব্যবধানও কমিয়েছে বায়ার্ন।
পয়েন্ট তালিকার তলানির দিকে থাকা মাইনৎসকে আজ নিজেদের মাঠে আতিথেয়তা দিয়েছে বায়ার্ন। তবে মাঠের লড়াইয়ে বায়ার্ন রীতিমতো ‘নিষ্ঠুর আক্রমণ’ই চালিয়েছে মাইনৎস রক্ষণে, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে বায়ার্ন এগিয়েছিল ৩-১ ব্যবধানে। ১৩ মিনিটে হ্যারি কেইন আর ১৯ মিনিটে লিও গোরেৎস্কা গোল করে বায়ার্নকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। ৩১ মিনিটে নাদিয়েম আমিরির সৌজন্যে এক গোল শোধ দিয়ে দেয় মাইনৎস। প্রথমার্ধের যোগ করা সময়ে বায়ার্নকে তৃতীয় গোল এনে দেন কেইন।
বিরতির পর কেইন-গোরেৎস্কার সঙ্গে গোলদাতার খাতায় নাম লেখাতে শুরু করেন অন্যরাও। ৪৭ মিনিটে টমাস মুলার, ৬১ মিনিটে জামাল মুসিয়ালা, ৬৬ মিনিটে সার্জ নাব্রি গোল করে স্কোরলাইন ৬-১ বানিয়ে ফেলেন। এ মৌসুমেই টটেনহাম থেকে বায়ার্নে যাওয়া কেইন ৭০ মিনিটে হেড বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোরেৎস্কা নিজের দ্বিতীয় গোল করে মাইনৎসের দুর্ভোগ আরও বাড়িয়ে তোলেন।
৩০ বছর বয়সী কেইনের আজকের হ্যাটট্রিকটি ছিল বায়ার্নের হয়ে চতুর্থ। বুন্দেসলিগার ইতিহাসে প্রথম মৌসুমেই চারটি হ্যাটট্রিক করতে পারেননি আর কেউই। এ ছাড়া লিগে ম্যাচে দুই বা তার বেশি গোল করলেন এ নিয়ে আটটি দলের বিপক্ষে। এটিও বুন্দেসলিগায় অভিষেক মৌসুমে কোনো ফুটবলারের প্রথম কীর্তি।
সব মিলিয়ে লিগে ২৫ ম্যাচেই ৩০ গোল হয়ে গেছে কেইনের। বুন্দেসলিগায় প্রথম মৌসুমে এটি সর্বোচ্চ গোল। ১৯৬৩-৬৪ মৌসুমে হামবার্গারের হয়ে ৩০ ম্যাচে ৩০ গোল করেছিলেন কিংবদন্তি জার্মান স্ট্রাইকার উয়ি সিলার।
কেইনের রেকর্ডের রাতে জিতে লিগে বায়ার্নের পয়েন্ট দাঁড়িয়েছে ২৫ ম্যাচে ৫৭-তে। এক ম্যাচ কম খেলে লেভারকুসেনের পয়েন্ট ৬৪। জাভি আলোনসোর দল আগামীকাল খেলবে পয়েন্ট তালিকার ১৮ নম্বরে থাকা ডার্মস্টাডের বিপক্ষে। ২৫ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে বায়ার্নের কাছে বিধ্বস্ত হওয়া মাইনৎস।