এবার জার্মানিকে বিদায় বলে দিলেন নয়্যার
২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে স্বাগতিক জার্মানি ছিটকে পড়ার পর থেকে যেন অবসরের হিড়িক লেগেছে!
টনি ক্রুস, টমাস মুলার, ইলকায় গুন্দোয়ানের পর এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন জার্মানির বিশ্বকাপজয়ী গোলকিপার মানুয়েল নয়্যার। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী তারকা। এরপর তাঁর সেই বক্তব্য লিখিত আকারে পোস্ট করেছেন।
অবসরের ঘোষণায় নয়্যার লিখেছেন, ‘প্রিয় ভক্তরা, প্রিয় জার্মান ফুটবল, ১৫ বছরের বেশি সময়ে ১২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর আজ জার্মানি জাতীয় দলের সঙ্গে আমার ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। যাঁরা আমাকে চেনেন, তাঁরা ভালো করেই জানেন, এই সিদ্ধান্ত আমি হালকাভাবে নিইনি। শারীরিকভাবে এখনো ভালো অবস্থানে আছি। আমার জন্য ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে পারা দারুণ ব্যাপার হতো। যা–ই হোক, পরিবার ও বন্ধুদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমার মনে হয়েছে, জাতীয় দলকে বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়।’
২০০৯ সালে এশিয়া সফরে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে জার্মানির জার্সিতে অভিষেক হয় নয়্যারের। গত জুলাইয়ে ঘরের মাঠে স্পেনের বিপক্ষে ইউরোর কোয়ার্টার ফাইনাল হয়ে রইল তাঁর শেষ ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে নয়ারের সবচেয়ে বড় অর্জন ২০১৪ বিশ্বকাপ জয়। ব্রাজিলে অনুষ্ঠিত ১০ বছর আগের সেই বিশ্বকাপে সেরা গোলকিপারের স্বীকৃতি (গোল্ডেন গ্লাভস) পেয়েছিলেন তিনি।
নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে গর্বিত নয়্যার আরও লিখেছেন, ‘আজ যখন পেছনে ফিরে তাকাচ্ছি, তখন গর্ববোধ হচ্ছে। বিশেষভাবে ২০১৪ সালে ১৩ জুলাইয়ের কথা, যেদিন আমরা ব্রাজিলে একসঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম। চোটে পড়ার আগপর্যন্ত ৭ বছরে ৬১ ম্যাচে জার্মানি জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছি। অধিনায়ক হিসেবে মাঠে নামা সব সময়ই ছিল সম্মানের।’
আন্তর্জাতিক ক্যারিয়ারকে গর্ব করার মতো এক উচ্চতায় নিয়ে যেতে পারায় সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন নয়্যার, ‘২০০৯ সালের ২ জুন জাতীয় দলে অভিষেকের পর থেকে যেসব স্টাফ, কোচ ও খেলোয়াড় আমাকে সমর্থন দিয়েছেন, তাঁদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভক্তদের, যাঁদের বছরের পর বছর ধরে আমার পাশে পেয়েছি। জাতীয় দলের জার্সি পরতে আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ জার্মানি।’