বাফুফের ‘৩০ দিন’ কয় দিনে

সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তাঁর বাঁ পাশে কাজী নাবিল আহমেদ, ডানে সালাম মুর্শেদীছবি: প্রথম আলো

তদন্ত কমিটি গঠন করে বাফুফে বলেছিল, আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে। সেই ৩০ দিনের ১৪ দিন চলে যাওয়ার পর আজ আবারও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বললেন, তদন্ত প্রতিবেদন দেওয়া হবে আগামী ৩০ দিনের মধ্যে। বাফুফের ‘৩০ দিন’ শেষ হতে আসলে কয় দিন সময় লাগবে, কে জানে!

আরও পড়ুন

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে যেসব অভিযোগে ফিফা দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে, বাফুফে গত ১৭ এপ্রিল ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল সেসব অভিযোগ খতিয়ে দেখার জন্য। সেদিনই জানানো হয়, কমিটিকে তাদের তদন্ত প্রতিবেদন দিতে হবে পরবর্তী ৩০ দিনের মধ্যে।

কিন্তু দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তদন্ত কমিটি এখনো কাজই শুরু করেনি। আজ বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সংবাদ সম্মেলনে জানান, তদন্ত কমিটি এখন কাজ শুরু করবে। নতুন করে ৩০ কার্যদিবস নেবে তারা তদন্ত করতে।

বাফুফে ভবনে আজ সংবাদ সম্মেলনের একটি মুহূর্ত
ছবি: প্রথম আলো

বাফুফে সভাপতি বলেন, ‘তদন্ত কমিটির সভাপতি কাজী নাবিল বিদেশ থেকে এসেছেন গতকাল। আগামী দু-তিন দিনের মধ্যে কাজ শুরু করবেন। নাবিল বলেছেন, তদন্ত করতে তাঁর ৩০ দিন সময় লাগবে। ফিফা যে তদন্ত করেছে, সেই সঙ্গে আর কী কী আছে, সব দেখবেন। তাতে আমাদের আরও ৩০ দিন অপেক্ষা করতে হবে। প্রতিবেদন পেলে আমরা করণীয় ঠিক করব।’

বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদীর কথা শুনলে অবশ্য এই ৩০ দিনের প্রথম দিনটি কবে, সেটিই অনিশ্চিত মনে হয়। ‘যেদিন কাজী নাবিল ও তাঁর দল কার্যক্রম শুরু করবে, সেদিন থেকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবেন। এই সুযোগ তিনি চেয়েছেন। আমরা সেটা অনুমোদন করেছি,’ বলেছেন সালাম।

আরও পড়ুন
আরও পড়ুন

পরে অবশ্য তদন্ত কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আমার সাতজন সহকর্মী আছেন। আমরা প্রথম সভায় বসে কার্যপরিধি নির্ধারণ করে তারপর আপনাদের (সংবাদমাধ্যম) জানাব। সেটা আগামী সপ্তাহেই হবে, আশা করি।’

১০ জনের তদন্ত কমিটি থেকে এরই মধ্যে গুরুত্বপূর্ণ দুজন সহসভাপতি মহিউদ্দিন আহমেদ ও আতাউর রহমান ভূঁইয়া পদত্যাগ করেছেন। সভা সূত্রে জানা গেছে, পদত্যাগী দুই সহসভাপতিকে সভায় বেশ তোপের মুখে পড়তে হয়েছে। তবে সিদ্ধান্ত হয়েছে, কমিটিতে তাঁদের জায়গায় নতুন কাউকে নেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে তদন্ত কমিটি নিয়ে সদুত্তর দিতে পারেননি কাজী সালাউদ্দিন
ছবি: প্রথম আলো

মহিউদ্দিন ও আতাউরের পদত্যাগ নিয়ে সালাউদ্দিনের মন্তব্য আগের মতোই, ‘এটা তাঁদের ব্যক্তিগত বিষয়।’ সাংবাদিকদের তিনি বলেন কেন তাঁরা পদত্যাগ করেছেন, তা নিয়ে তাঁদেরই প্রশ্ন করতে। পরে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘সব কাজে আমার থাকতে হবে, এমন কথা নেই।’ তিনি বলেন, ‘কমিটিতে বাকি যারা আছে, তারা অনেক বেশি যোগ্য।’ পদত্যাগ করা তদন্ত কমিটির আরেক সদস্য আতাউর রহমান ভূঁইয়া শুধু বলেছেন, বিষয়টা তাঁর ব্যক্তিগত।

কাজী সালাউদ্দিন বলেছেন, শুধু সোহাগের বিরুদ্ধে ফিফার আনা অভিযোগ নয়, তদন্ত কমিটি খতিয়ে দেখবে আরও অনেক কিছুই, ‘ফিফার তহবিলসহ আর যা তহবিল আসে বাফুফেতে, সব দেখবে কমিটি।’ তিনি জানান, তদন্তের আওতায় কোনো সময়কাল আসবে, সেটা তদন্ত কমিটিই ঠিক করবে।

আরও পড়ুন