ছেলেদের ঝগড়া থামালেন বাবা মেসি

তিন ছেলে থিয়াগো, মাতেও ও চিরোর সঙ্গের মেসি ও তাঁর স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোইনস্টাগ্রাম

মেজর লিগ সকারে (এমএলএস) গত রোববার নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি উদ্‌যাপনের উপলক্ষ হয়ে এসেছিল ইন্টার মায়ামি ও লিওনেল মেসির জন্য। সেদিন হ্যাটট্রিক করে মায়ামিকে জিতিয়ে এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট এনে দেন মেসি।

নিউ ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া ৩ পয়েন্টে এমএলএসের নিয়মিত মৌসুমে মায়ামির মোট পয়েন্ট হয় ৭৪, যা ২০২১ সালে এই নিউ ইংল্যান্ডের ৭৩ পয়েন্টের রেকর্ডের চেয়ে ১ বেশি।

আরও পড়ুন

ওই দিন সাপোর্টার্স শিল্ড নিয়েও বাঁধনহারা উদ্‌যাপনে মাতে মায়ামি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মাঠে উপস্থিত হয়ে দেন আরেক সুখবর। ইনফান্তিনো ঘোষণা দেন, ২০২৫ ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে মায়ামি। সব মিলিয়ে দিনটা মেসির জন্য বেশ আনন্দময় ছিল।

দল ও পরিবারকে সঙ্গে নিয়ে মেসি সেদিন মাঠে উদ্‌যাপনও করেছেন বেশ। এ সময় তাঁকে সঙ্গ দিয়েছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তিন ছেলে থিয়াগো, মাতেও ও চিরো। একই সময়ে স্ত্রী–সন্তানদের সঙ্গে উদ্‌যাপন করতে দেখা গেছে লুইস সুয়ারেজকেও।

সেদিন মেসিকে অবশ্য এক পর্যায়ে থামাতে হয়েছিল নিজের উদ্‌যাপন। মূলত পরিবারের দুই সদস্যের ঝগড়া থামাতেই উদ্‌যাপনে বিরতি দিতে হয়েছিল মেসিকে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, মেসির দুই ছেলে থিয়াগো (১১) ও চিরো (৬) একে–অপরের মুখোমুখি দাঁড়িয়ে তর্ক করছে। দুই ভাইয়ের দ্বন্দ্বের পেছনে ছিল ম্যাচে মেসির হ্যাটট্রিক করা বলটি।

আরও পড়ুন

থিয়াগোর দাবি ছিল তার কাছ থেকে চিরো বলটি কেড়ে নিয়েছে। ফলে সে ছোট ভাইকে বলটি ফেরত দিতে বলে। সে সময় থিয়াগোকে বলতে শোনা যায়, ‘এটা আমার’। কিন্তু বড় ভাইয়ের কথায় পাত্তা না দিয়ে চিরো সেই বল নিয়ে খেলতে শুরু করে দেয়।

এরপর তাৎক্ষণিকভাবে মেসির উদ্দেশে থিয়াগোকে কিছু বলতে দেখা যায়। বড় ছেলের কথা শুনে মেসি ছোট ছেলে চিরোকে থামিয়ে দেন এবং বল দিয়ে দিতে বলেন। বাবার কথা শুনে একটু পর খানিকটা বিরক্তি নিয়েই হাতে না দিয়ে বড় ভাইয়ের দিকে বল ছুড়ে মারে চিরো। পরে সেই বল গিয়ে কুড়িয়ে নেয় থিয়াগো।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেক দর্শককে বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে। একজন লিখেছেন, ‘তারা দেখি মধ্যবিত্ত পরিবারের সন্তানদের মতো ঝগড়া করছে।’