২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগ জিতবে কোন দল

বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিছবি: রয়টার্স

বৃহস্পতিবার রাতে সম্পন্ন হয়েছে চ্যাম্পিয়নস লিগের ড্র। দলগুলো মাঠের লড়াইয়ে নামবে ১৯ সেপ্টেম্বর থেকে। চ্যাম্পিয়নস লিগ মানেই সব সময় রোমাঞ্চ ও উত্তেজনা। এবারও গ্রুপপর্বের ড্রয়ে মিলছে তেমনই রোমাঞ্চের আভাস। যেখানে পিএসজি, বরুসিয়া ডর্টমুন্ড, নিউক্যাসল ইউনাইটেড এবং এসি মিলানের মতো দল লড়বে একই গ্রুপে। তবে অন্য গ্রুপগুলোতেও দেখা মিলতে পারে দারুণ সব চমকের। সেই সব চমক ও সম্ভাবনার নিরিখে ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অপটা একটি তালিকা প্রকাশ করেছে। যে তালিকায় অংশগ্রহণকারী দলগুলোর কার কেমন সম্ভাবনা, তা তুলে ধরা হয়েছে।

শূন্য শতাংশ সম্ভাবনা
অংশগ্রহণই সার! এই ব্রত বুকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ খেলতে আসবে বেশ কিছু দল। যাদের জন্য জয়-পরাজয়ের চেয়ে ইউরোপের শীর্ষ পর্যায়ের এই প্রতিযোগিতায় খেলতে পারাটাই বিশাল। অপটা অ্যানালিস্টও সেই ক্লাবগুলোর একটি তালিকা দিয়েছে যাদের চ্যাম্পিয়নস লিগের জয়ের সম্ভাবনা শূন্য। সেই দলগুলো আবার তিনটি লিগের চ্যাম্পিয়নও বটে। যেখানে ড্যানিশ লিগ চ্যাম্পিয়ন এফসি কোপেনহেগেন, সার্বিয়ান লিগের চ্যাম্পিয়ন রেড স্টার বেলগ্রেড এবং ইউক্রেনিয়ান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন শাখতার দোনেৎস্ক জায়গা পেয়েছে।

আরও পড়ুন

নিচের সারির যারা ফাইনালে খেলতে পারে
এরপর অপটা নিচের সারির সেই দলগুলোর নাম জানিয়েছে, যারা সবাইকে চমকে ফাইনালে উঠতে পারে, যদিও অপটার হিসাবে সেই দলগুলোর ফাইনালে জেতার কোনো সম্ভাবনা নেই। এই তালিকায় যে ক্লাবগুলো আছে, তাদের অন্যতম হলো সেল্টিক। অথচ ২০১৩ সালের পর এই দল আর গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি। এ তালিকায় দ্বিতীয় নামটি সেভিয়ার। ইউরোপা লিগকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলা সেভিয়া এবার চ্যাম্পিয়নস লিগেও চমক দেখাতে পারে। যদিও অপটা বলছে, তারা চ্যাম্পিয়ন হতে পারবে না।

ইউরোপা লিগ মানেই সেভিয়া
ছবি: এএফপি

সেল্টিক ও সেভিয়ার ফাইনালে যাওয়ার সম্ভাবনা যথাক্রমে ০.১ ও ০.২ শতাংশ। ফাইনালে যাওয়ার ০.২ শতাংশ সম্ভাবনা আছে আরও দুটি ক্লাবের। সেই দুটি ক্লাব হলো রয়্যাল অ্যান্টওয়ার্প এবং ইয়াং বয়েজ। এ দুটি ক্লাবের চেয়ে বেশি ফাইনালে যাওয়ার ০.৩ শতাংশ সম্ভাবনা আছে ব্রাগা এবং গালাতাসারাইয়ের।

যাদের শিরোপা জয়ের সম্ভাবনা ১ শতাংশের কম
কেউ যদি আপনাকে বলে লাৎসিও, লাঁস, রিয়াল সোসিয়েদাদ কিংবা এফসি ইউনিয়ন বার্লিন শিরোপা জিততে পারে, তবে আপনি হয়তো হাসবেন। তবে এই দলগুলোর শিরোপা জেতার কিঞ্চিৎ সম্ভাবনা দেখছে অপটা। যদিও সেই সম্ভাবনা ১ শতাংশেরও কম। যেখানে এই চার দলেরই শিরোপা জয়ের সম্ভাবনা ০.৩ শতাংশ। এর চেয়ে একটু বেশি সম্ভাবনা আছে ফেইনুর্দ এবং সালজবুর্গের। এই দুই দলের ইউরোপ সেরার হওয়ার সম্ভাবনা যথাক্রমে ০.৫ এবং ০.৬ শতাংশ।

আরও পড়ুন

১ শতাংশের বেশি ও ৩ শতাংশের কম
১ শতাংশের বেশি কিন্তু ৩ শতাংশের কম সম্ভাবনা নিয়ে সবার নিচে থাকা দলটি পিএসজি। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের খোঁজে মরিয়া দলটি এবার জায়গা পেয়েছে ‘মৃত্যুকূপে’। যেখানে তাঁর তিন প্রতিপক্ষ নিউক্যাসল, এসি মিলান ও বরুসিয়া ডর্টমুন্ড। অপটার বিশ্লেষণে পিএসজি ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৩.৩ শতাংশ হলেও শিরোপা জেতার সম্ভাবনা মাত্র ১.১ শতাংশ। পিএসজির সমান পয়েন্ট পেয়েছে পিএসবি আইন্দহোভেন। এরপর অন্য যে দলগুলোর ২ শতাংশের কম সম্ভাবনা আছে, সে দলগুলো হলো বেনফিকা (১.৪), এসি মিলান (১.৫) এবং বরুসিয়া ডর্টমুন্ড (১.৬)। এই দলগুলোর চেয়ে বেশি সম্ভাবনা আছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসলের। যাদের শিরোপা জেতার সম্ভাবনা ২.৭ শতাংশ। আর বরাবর ৩ শতাংশ করে সম্ভাবনা আছে জার্মান ক্লাব আরবি লাইপজিগ এবং ইউরোপিয়ান পরাশক্তি হিসেবে বিবেচিত হওয়া বার্সেলোনার।

ইস্তাম্বুলে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রদ্রির একমাত্র গোলে শিরোপা জিতে ম্যানচেস্টার সিটি
ছবি : টুইটার

৫ শতাংশের নিচে
বার্সেলোনার চেয়ে শিরোপা জয়ের বেশি সম্ভাবনা নিয়ে তালিকার পরের অবস্থানে আছে পোর্তো। পর্তুগিজ ক্লাবটির সম্ভাবনা ৩.১ শতাংশ। পোর্তোর চেয়ে .১ শতাংশ বেশি সম্ভাবনা আছে আতলেতিকো মাদ্রিদের (৩.২) শতাংশ। এ দুই দলের পরই আছে ম্যানচেস্টার ইউনাইটেড। অনেক বছর ধরে ফুটবল মাঠে নিজেদের হারিয়ে খোঁজা ‘রেড ডেভিল’দের শিরোপা জয়ের সম্ভাবনা ৪.৪ শতাংশ।

শীর্ষ সারিতে যারা
৫ শতাংশের ঘর ছাপিয়ে যে দুটি দলের শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা আছে, দুটি দলই আবার ইতালিয়ান লিগ সিরি ‘আ’র। ৫.১ শতাংশ সম্ভাবনা নিয়ে ৬ নম্বরে অবস্থান করা ক্লাবটি হলো ইন্টার মিলান। গত মৌসুমের সবাইকে চমকে দিয়ে ফাইনালে খেলেছিল দলটি। গতবার সিরি ‘আ’তে শিরোপা জিতে সবাইকে তাক লাগানো নাপোলি আছে ঠিক পরের অবস্থানে। যাদের সম্ভাবনার হার ৬ শতাংশ।

ইউরোপের রাজাখ্যাত রিয়াল মাদ্রিদ সম্ভাবনার নিরিখে আছে তালিকার ৪ নম্বরে। যদিও শীর্ষে থাকা দলটির চেয়ে অনেক পিছিয়ে আছে তারা। রিয়ালের সম্ভাবনা ৬.৬ শতাংশ। এই তালিকার পরের নামটি আসলে বড় ধরনের চমকই। আর্সেনাল অপটার বিশ্লেষণে উঠে এসেছে ৩ নম্বরে। মিকেল আরতেতার দলের সম্ভাবনা ৭ শতাংশ।

ফাইনালিস্ট কারা
অপটার হিসাবে সবচেয়ে বেশি সম্ভাবনা নিয়ে শীর্ষ দুইয়ে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখ। ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়ন বায়ার্নের এবার শিরোপা জেতার সম্ভাবনা ১০.২ শতাংশ আর ফাইনালে ওঠার সম্ভাবনা ১৯.৮ শতাংশ। আর বায়ার্নের চেয়ে ঢের এগিয়ে থেকে শীর্ষে থাকা দলটি ম্যান সিটি। অপটার হিসাবে বর্তমান চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা ৩৬.১ শতাংশ। আর তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০.৩ শতাংশ।