ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব কারা

ইংলিশ ফুটবলে শিরোপা লড়াইয়ে দাপট লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডেরএএফপি

টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবলে প্রথমবারের মতো এমন কীর্তির দেখা মিলল। সব মিলিয়ে সর্বশেষ সাত লিগ শিরোপার ৬টিই জিতেছে সিটি। তবে এ মৌসুমে সিটির সামনে সুযোগ ছিল ঘরোয়া ডাবল জেতার। কিন্তু এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরে যায় গার্দিওলার দল।

এফএ কাপ জিততে না পারলেও সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটি যে সাফল্য পেয়েছে, তা ঈর্ষণীয়। যদিও সামগ্রিকভাবে বিবেচনা করলে সাফল্যের দিক থেকে সিটি বেশ পিছিয়েই আছে। এর কারণ, অতীতের ব্যর্থতা। শেষ দুই দশক বাদ দিলে ইংলিশ ফুটবল সিটি সাফল্য পেয়েছে কদাচিৎ। এমনকি ২০১১-১২ মৌসুমের আগে সিটি শেষ লিগ শিরোপা জেতে ১৯৬৭-৬৮ মৌসুমে। এরপর ২০১০-১১ মৌসুমের আগে সিটি শেষ এফএ কাপ জিতেছিল ১৯৬৮-৬৯ মৌসুমে। দল হিসেবে সিটি কতটা পিছিয়ে ছিল, এ পরিসংখ্যানেই সেটা স্পস্ট। এ কারণে মোট হিসাবে লিভারপুল কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তুলনা করলে এখনো অনেক পিছিয়ে আছে ইতিহাদের ক্লাবটি।

আরও পড়ুন

সম্প্রতি ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব কারা—এ নিয়ে প্রতিবেদন করেছে খেলাধুলার পরিসংখ্যানভিত্তিক পোর্টাল অপ্টা, যেখানে মূলত প্রধান শিরোপাগুলোকে অন্তর্ভুক্ত করেছে তারা। অপ্টা যে শিরোপাগুলো নিজেদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে, সেগুলো হলো এফএ কাপ (১৮৭১ সালে শুরু), শীর্ষ লিগ (১৮৮৮ সালে শুরু), লিগ কাপ (১৯৬০ সালে শুরু), ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতা (১৯৫৫ সালে শুরু), ইউরোপা লিগ (উয়েফা কাপ নামে ১৯৭১ সালে শুরু), দ্য ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ ( ১৯৬০ সালে শুরু, ১৯৯৯ সালে বিলুপ্ত)। এ ছাড়া ১৯৫৫ সালে শুরু হয়ে ১৯৭১ সালে বিলুপ্ত হয়ে যাওয়া ইন্টার-সিটি ফেয়ার্স কাপকেও তালিকায় রাখা হয়েছে। তবে কমিউনিটি শিল্ড, ইউরোপিয়ান সুপার কাপ, ক্লাব বিশ্বকাপসহ বেশ কিছু টুর্নামেন্টকে এ তালিকায় রাখেনি অপ্টা।

প্রিমিয়ার লিগের শিরোপা নিয়ে ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের উচ্ছ্বাস
রয়টার্স

সবার ওপরে কোন ক্লাব

অপ্টার মানদণ্ড বিবেচনায় ৪৭ ট্রফি নিয়ে সবার ওপরে আছে লিভারপুল। যেখানে ১৯টি লিগ শিরোপা, ৮টি এফএ কাপ, ১০টি লিগ কাপ, ৬টি ইউরোপিয়ান কাপ ও ৩টি ইউরোপা কাপ অন্তর্ভুক্ত আছে, যা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইউটেডের চেয়ে ২টি শিরোপা বেশি।

ইউনাইটেড অবশ্য লিভারপুলের চেয়ে একটি লিগ শিরোপা বেশি জিতেছে। তা ছাড়া ইউনাইটেড চেলসির মতোই ইউরো শীর্ষ তিনটি শিরোপার সব কটি জিতেছে, যেখানে লিভারপুল কখনো কাপ উইনার্স কাপ জিততে পারেনি। প্রধান শিরোপা জেতার তালিকায় লিভারপুল ও ইউনাইটেডের চেয়ে বেশ পিছিয়ে থেকে তিন নম্বরে আছে আর্সেনাল। যারা এখন পর্যন্ত জিতেছে ৩০টি শিরোপা। পরের দুটি স্থান ম্যানচেস্টার সিটি (২৭) ও চেলসির (২৫)।

সবচেয়ে বেশি শিরোপা (প্রধান ট্রফি)

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে

ইংলিশ ফুটবলের ইতিহাসকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ও পরের হিসাবে ভাগ করা হয়। তবে দাপটের চিত্র একেবারেই বদলে যাবে, যেখানে বর্তমান সময়ের শীর্ষ ছয় বিবেচিতদের মধ্যে কেবল আর্সেনালের ঠাঁই হয়েছে। যেমন বিশ্বযুদ্ধ–পূর্ববর্তী সময়ে সবচেয়ে বেশি ১২টি প্রধান শিরোপা জিতেছিল অ্যাস্টন ভিলা। ৮ শিরোপা নিয়ে তাদের ঠিক পরেই আছে ব্ল্যাকবার্ন। ৭টি করে শিরোপা জিতেছে পাঁচটি দল—সান্ডারল্যান্ড, আর্সেনাল, নিউক্যাসল, শেফিল্ড ওয়েডনেসডে ও এভারটন।

সবচেয়ে বেশি শিরোপা (দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে)

বিশ্বযুদ্ধের পর

বিশ্বযুদ্ধ–পরবর্তী সময়ে অবশ্য দাপটের চিত্র একেবারেই বদলে গেছে। ম্যানেচস্টার ইউনাইটেডের সমর্থকেরা অবশ্য এই হিসাব দেখেও একটু মন খারাপ করে রাখতে পারেন। কারণ, এই পরিসংখ্যানেও ইউনাইটেড লিভারপুলের চেয়ে পিছিয়ে আছে। বিশ্বযুদ্ধ–পরবর্তী সময়ে লিভারপুল শিরোপা জিতেছে ৪২টি। আর ম্যানচেস্টার ইউনাইটেড শিরোপা জিতেছে ৪১টি।

মজার ব্যাপার হচ্ছে, ইংলিশ ফুটবলের সবচেয়ে আদি টুর্নামেন্টে এফএ কাপ জেতার জন্য লিভারপুলকে অপেক্ষা করতে হয়েছে ১৯৬৫ সাল পর্যন্ত। এ কারণে এ শিরোপা জেতায় আর্সেনালের চেয়ে বেশ পিছিয়ে আছে অ্যানফিল্ডের ক্লাবটি। লিভারপুলের ৮ এফএ কাপের বিপরীতে আর্সেনালের এফএ সংখ্যা ১৪টি।

আর ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে ১৩টি। লিভারপুল মূলত বাজিমাত করেছে ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতা জয়ে, যেখানে তারা ৬ বার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আর্সেনাল এই শিরোপা এখনো জিততে পারেনি, ইউনাইটেড জিতেছে ৩ বার।

সবচেয়ে বেশি প্রধান শিরোপা (দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর)