মাঠে নামার দুই মিনিটের মধ্যে গোল মেসির, জেতালেন মায়ামিকে
দুই সপ্তাহ পর মাঠে নামলেন। নামার দুই মিনিটের মধ্যে গোলও করলেন। যিনি করেছেন, তাঁর জন্য অবশ্য এটা নতুন কিছু নয়। দীর্ঘ ক্যারিয়ারে কত ম্যাচেই–না এমন জাদুকরি উপস্থিতির ছাপ ফেলেছেন লিওনেল মেসি!
বাংলাদেশ সময় আজ রোববার ভোরে ইন্টার মায়ামির হয়ে মেসি মাঠে নেমেছেন ম্যাচের ৫৫ মিনিটে। নামার দুই মিনিটের মধ্যেই লুইস সুয়ারেজের দারুণ এক পাস থেকে ডানপ্রান্ত দিয়ে ঢুকে ফিলাডেলফিয়ার দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডান পায়ের নিখুঁত এক শটে বল পাঠান জালে।
২৩ মিনিটে রবার্ট টেলরের করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল মায়ামি, মেসির গোলে ব্যবধান হয় ২-০। ৮০ মিনিটে ফিলাডেলফিয়ার হয়ে দানিয়েল গাজদাগ ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ইন্টার মায়ামিই জেতে ম্যাচটা। মেসির গোলটাই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। এই জয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স অঞ্চলে শীর্ষস্থানে চলে এসেছে দক্ষিণ ফ্লোরিডার ক্লাব ইন্টার মায়ামি।
এবারের এমএলএস মৌসুমে তিন ম্যাচ খেলে এটি মেসির দ্বিতীয় গোল। সপ্তাহ দুয়েক আগে মায়ামির হয়ে আটলান্টার বিপক্ষে খেলতে গিয়ে বাঁ ঊরুতে চোট পান মেসি। সঙ্গে পেশির চোটও ছিল। ফলে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি।
তবে এই সময়ে ইন্টার মায়ামির কোনো ম্যাচ না থাকায়, শুধু বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে দুটি ম্যাচই মিস করেছেন। জাতীয় দলের সতীর্থরা অবশ্য মেসির সেই অভাব বুঝতে দেননি। তাঁকে ছাড়াই এই দুই ম্যাচে উরুগুয়েকে ১-০ ও ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে আর্জেন্টিনা নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপ।
এবারের এমএলএস মৌসুমে মেসি যে তিন ম্যাচ খেলেছেন, প্রতিটিতেই গোল অথবা গোলে সহযোগিতা করে অবদান রেখেছেন। ইন্টার মায়ামি এখন পর্যন্ত এমএলএসে ৫ ম্যাচ খেলে একটাও হারেনি, সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচেও অপরাজিত তারা।
৬ এপ্রিল ইন্টার মায়ামি টরন্টো এফসির বিপক্ষে এমএলএসে পরের ম্যাচটা খেলবে। তার আগে কনকাকাফ চ্যাম্পিয়নস লিগে এলএএফসির বিপক্ষে মুখোমুখি হবে আগামী বুধবার।