চ্যাম্পিয়নস লিগে আগেই শেষ ষোলো নিশ্চিত করে রেখেছিল লিভারপুল ও বার্সেলোনা। অপেক্ষা ছিল শেষ ষোলোয় এই দুই দলের সঙ্গে কোন ছয় দল সরাসরি উত্তীর্ণ হয়, সেটা দেখার। সেই তালিকায় আজ অবশ্য সামান্যই অদল-বদল হয়েছে। তবে ‘চ্যাম্পিয়নস লিগের রাজা’–খ্যাত রিয়াল মাদ্রিদ জায়গা করে নিতে পারেনি সেরা আটে।
বাদ পড়ার অপেক্ষায় থাকা সিটি নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে বাঁচিয়ে রেখেছে চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন। আর সিটি টিকে থাকায় শেষ পর্যন্ত নতুন সংস্করণের লিগ পর্বে বড় কোনো অঘটন আপাতত দেখতে হলো না। তবে শেষ ষোলোয় যাওয়ার আগে নকআউটে ঠিকই দেখা মিলতে পারে নক্ষত্রপতনের।
শেষ ষোলোয় যারা
লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, লেভারকুসেন, লিল, অ্যাস্টন ভিলা।
টানা ছয় ম্যাচ জয়ের পর লিগ পর্বের শেষ ম্যাচে হেরে গেছে লিভারপুল। কিন্তু পিএসভির বিপক্ষে এই হারও লিভারপুলকে শীর্ষ স্থান থেকে সরাতে পারেনি। লিভারপুলের শীর্ষ স্থান হারাতে হলে আজ আতালান্তার বিপক্ষে জিততে হতো বার্সেলোনাকে। লিভারপুল ৩-২ গোলে হারলেও আতালান্তার সঙ্গে ২-২ ড্র করেছে বার্সেলোনা, যা অক্ষুণ্ন রেখেছে লিভারপুলের অবস্থানও। আর শীর্ষ দুইয়ে শেষ করায় লিভারপুল ও বার্সার ফাইনালের আগে একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগও নেই।
এদিকে লিগ পর্বের ৭ ম্যাচ শেষে সেরা আটে ছিল এসি মিলান ও আতালান্তা। আজ দিনেমো জাগরেভের বিপক্ষে ২-১ গোলে হেরে সেরা আট থেকে ছিটকে গেছে মিলান। আর আতালান্তা ২-২ গোলে বার্সার সঙ্গে ড্র করে ছিটকে গেছে। তাদের জায়গায় সেরা আটে জায়গা করে নিয়েছে লিল ও অ্যাস্টন ভিলা। ফরাসি ক্লাব লিল শেষ ম্যাচে ফেইনুর্ডকে উড়িয়ে দিয়েছে ৬-১ গোলে। আর অ্যাস্টন ভিলা ৪-২ গোলে হারিয়েছে সেল্টিককে। এই দুই পরিবর্তন ছাড়া বাকি দলগুলো আগের মতোই সেরা আটে আছে।
প্লে-অফ
আতালান্তা, বরুসিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, পিএসভি, পিএসজি, বেনফিকা, মোনাকো, ব্রেস্ত, ফেইনুর্ড, জুভেন্টাস, সেল্টিক, ম্যানচেস্টার সিটি, স্পোর্তিং লিসবন, ক্লাব ব্রুগা।
প্লে-অফ নিশ্চিতে সবচেয়ে বেশি সংগ্রাম করতে হয়েছে সিটিকে। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়ার পর তারা শেষ পর্যন্ত জিতেছে ৩-১ গোলে। সিটির বিপক্ষে হেরেও টিকে গেল ব্রুগা। অন্য দিকে ব্রেস্তের বিপক্ষে ৩-০ গোলে জিতেও সরাসরি শেষ ষোলোয় যেতে পারল না রিয়াল।
এখন তাদের অপেক্ষা করতে হচ্ছে নকআউটের। হেরেও অবশ্য প্লে-অফ খেলার সুযোগ পেয়েছে ব্রেস্ত। তারা আছে ১৮ নম্বরে। তবে আগের রাউন্ডে সেরা ২৪-এ থাকা স্টুটগার্ট বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। তাদের জায়গা নিয়েছে ম্যান সিটি।
প্রথম পর্ব থেকে বিদায়
দিনামো জাগরেভ, স্টুর্টগার্ট, শাখতার দোনেৎস্ক, বোলোনিয়া, রেড স্টার, জিরোনা, লাইপজিগ, সালজবুর্গ, স্লোভান ব্রাতিস্লাভা,স্পার্তা প্রাগ, স্টুর্ম গ্রাৎস ও ইয়াং বয়েজ
লিগ পর্ব থেকে বিদায়ের দিক থেকে অবশ্য বড় কোনো চমক নেই। সিটি ওপরে উঠে আসায় বাদ পড়ে গেছে স্টুটগার্ট। আর বাদ পড়াদের মধ্যে দুটি দল কোনো পয়েন্টই অর্জন করতে পারেনি। সেই দল দুটি হলো স্লোভান ব্রাতিস্লাভা ও ইয়াং বয়েজ।
১৮ ম্যাচের ফল
পিএসভি ৩ : ২ লিভারপুল
বায়ার্ন মিউনিখ ৩ : ১ স্লোভান ব্রাতিস্লাভা
ডর্টমুন্ড ৩ : ১ শাখতার দোনেৎস্ক
লেভারকুসেন ২ : ০ স্পার্তা প্রাগ
জিরোনা ১ : ২ আর্সেনাল
বার্সেলোনা ২ : ২ আতালান্তা
ব্রেস্ত ০ : ৩ রিয়াল মাদ্রিদ
ম্যান সিটি ৩ : ১ ক্লাব ব্রুগা
ইয়ং বয়েজ ০ : ১ রেডস্টার
লিল ৬ : ১ ফেইনুর্ড
জুভেন্টাস ০ : ২ বেনফিকা
অ্যাস্টন ভিলা ৪ : ২ সেল্টিক
দিনামো জাগরেভ ২ : ১ এসি মিলান
ইন্টার মিলান ৩ : ০ মোনাকো
স্টুর্ম গ্রাৎস ১ : ০ আরবি লাইপজিগ
সালজবুর্গ ১ : ৪ আতলেতিকো মাদ্রিদ
লিসবন ১ : ১ বোলোনা
স্টুর্টগার্ট ১ : ৪ পিএসজি