অধিনায়ক জামালকে বাদ দিয়ে সেশেলসের বিপক্ষে কাবরেরার একাদশ

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াছবি : শামসুল হক

২০১৩ সালে বাংলাদেশের হয়ে অভিষেকের পর প্রায় নিয়মিতই বাংলাদেশ খেলে আসছিলেন জামাল ভূঁইয়া। অনেকটা ‘অটো চয়েসের’ মতো। তারপরও অধিনায়ক। আর অধিনায়ক তো দলে থাকবেনই।

কিন্তু আজ সেশেলসরের বিপক্ষে দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচে জামালকে একাদশে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা। তাঁর বদলি হিসেবে একাদশে রেখেছেন রবিউল হাসানকে। যিনি মাঝখানে হারিয়ে গিয়েছিলেন।

জামালের বাদ পড়া নিয়ে বাংলাদেশ দলের ম্যানেজার ইকবাল হোসেন জানিয়েছেন, অধিনায়ককে কোচ একাদশে রাখেননি। এর পেছনে চোট বা বিশ্রামের কোনো কারণ নেই। জামালের বদলে আজ বিকেল পৌনে চারটায় শুরু ম্যাচে অধিনায়কের বাহুবন্ধনী পরবেন তপু বর্মণ।

গত ম্যাচে জামালকে ৫৫ মিনিটে তুলে নেন কোচ। এরপর গতকাল আভাস দিয়েছিলেন তাঁর হাতে ভালো বিকল্প আছে। সেই বিকল্প আসলে রবিউল।

জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা
ছবি: প্রথম আলো

২০১৩ সালে ৩১ অক্টোবর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে জাতীয় দলের জামালের অভিষেক। ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ তাঁকে প্রথম সুযোগ দেন। এরপর নিয়মিত খেলা জামালকে ২০১৬ সালে ভুটানের বিপক্ষে দুটি ম্যাচের জন্য দলে নেননি কোচ সেইন্টফিট।

এ ছাড়া ৩টি ম্যাচে বদলি হিসেবে খেলেন জামাল। ২০১৫ সালে আফগানিস্তানের সঙ্গে, ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নীলফামারীতে এবং ২০২১ সালে নেপালে তিন জাতি টুর্নামেন্টে কিরগিস্তানের বিপক্ষে।

গত ম্যাচের একাদশ থেকে আজ বাদ পড়েছেন স্ট্রাইকার হিসেবে ৭ বছর পর জাতীয় দলে ফেরা আমিনুর রহমান (সজীব)। তাঁর জায়গায় এসেছেন স্ট্রাইকার সুমন রেজা।

আরও পড়ুন

জাতীয় দলের গোলকিপার হিসেবে আজও একাদশে যথারীতি বসুন্ধরা কিংসের আনিসুর রহমান (জিকো)। সেন্টারব্যাকে আছেন কিংসের তারিক কাজী ও তপু বর্মণ। লেফট ব্যাক কিংসের সাদ উদ্দিন, রাইটব্যাক একই দলের রিমন হোসেন। মাঝমাঠে দুই সোহেল রানা, একজন কিংসের, অন্যজন ঢাকা আবাহনীর। মাঝমাঠে আছেন গত ম্যাচে অভিষিক্ত ফর্টিস এফসির তরুণ মজিবর রহমান জনি, কিংসের রাকিব হোসেন। সব মিলিয়ে বিকেল পৌনে চারটায় শুরু ম্যাচে বাংলাদেশের একাদশে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন কিংসের সাত খেলোয়াড়।

বাংলাদেশের একাদশ

আনিসুর, তপু, তারিক, সাদ, রিমন, জনি, রবিউল, সোহেল রানা, সোহেল রানা (জুনিয়র), রাকিব, সুমন রেজা

আরও পড়ুন