বিলেফেল্ড দেখাল ফুটবলে এমন দিনও আসে

লেভারকুসেনকে বিদায় করার পর সতীর্থদের নিয়ে উদ্‌যাপন বিলেফেল্ড স্ট্রাইকার জোয়েল গ্রোদস্কিররয়টার্স

বায়ার লেভারকুসেন বোধহয় কল্পনাও করেনি এভাবে তাদের বিদায় নিতে হবে! যে আর্মিনিয়া বিলেফেল্ডকে বলেকয়ে হারানোর কথা তাদের, গত রাতে জার্মান কাপে সেই বিলেফেল্ডই কিনা বুন্দেসলিগার চ্যাম্পিয়নদের বিদায় করে লিখল নতুন এক ইতিহাস।

ঘরের মাঠে সেমিফাইনালে লেভারকুসেনকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার জার্মান কাপের ফাইনালের টিকিট কেটেছে ডাউ ব্লাউয়েনরা। জার্মানির তৃতীয় স্তরের এই ক্লাব ফাইনালের এই পথে শুধু লেভারকুসেনকেই হারায়নি, এর আগে এক এক করে বিদায় করেছে বুন্দেসলিগার চার ক্লাবকে।

আরও পড়ুন

এবার শেষ চমকের অপেক্ষায় বিলেফেল্ড, ফাইনালে আরও বড় কিছুর আশা তারা করতেই পারে। আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে স্টুটগার্ট ও লাইপজিগ। ম্যাচে যে দল জিতবে, তারাই হবে শিরোপার লড়াইয়ে বিলেফেল্ডের প্রতিপক্ষ।

লিগ চ্যাম্পিয়ন লেভারকুসেনকে জার্মান কাপ থেকে ছিটকে দিয়ে উল্লাসিত রোমাঞ্চিত বিলেফেল্ডের কোচ মিশেল নিয়াত, ‘সত্যি এই দলটা নিয়ে আমি গর্বিত। পুরো অঞ্চলের মানুষও নিশ্চয়ই আমার মতোই অনুভব করছে। আজ রাতে (মঙ্গলবার) কেউ ঘুমাবে না।’

শেষ বাঁশি বাজার পর এভাবেই জয় উদ্‌যাপন করেন বিলেফেল্ডের খেলোয়াড়েরা
রয়টার্স

এ দিন প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় লেভারকুসেন। তবে জনাথন তাহ লেভারকুসেন দর্শকদের যে উল্লাসে ভাসিয়েছিলেন, সেটা মিইয়ে যায় কিছুক্ষণ পরই। তিন মিনিট পরই ম্যাচে সমতা ফেরান বিলেফেল্ডের মারিয়াস ওর্লে। এরপর বিরতিতে যাওয়ার আগে লেভারকুসেনকে হতাশায় ডুবিয়ে ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বিলেফেল্ড। দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও লেভারকুসেন আর গোল শোধ করতে পারেনি। বিলেফেল্ড অবশ্য বাকি সময়টা রক্ষণ সামলেছে দারুণভাবে। সব মিলিয়ে গোলমুখে মাত্র তিনটি শট নেয় বিলেফেল্ড, জালে পাঠায় দুটিকেই।

আরও পড়ুন

তাইতো ম্যাচের পর ডিফেন্ডারদের প্রশংসায় পঞ্চমুখ বিলেফেল্ড কোচ নিয়াত, ‘ম্যাচে ডিফেন্ডাররা দারুণ খেলেছে। ওরাই আমাদের জয় পেতে সাহায্য করেছে।’

১১৯ বছরের পুরোনো বিলেফেল্ডের সাফল্য বলতে বুন্দেসলিগার দ্বিতীয় স্তরে চারবার চ্যাম্পিয়ন হওয়া। এ ছাড়া তারা দুবার জিতেছে ওয়েস্ট জার্মান কাপের শিরোপা। এবার নিশ্চয়ই প্রথমবারের মতো জার্মান কাপের শিরোপা স্বপ্ন দেখতে শুরু করেছে দলটি।