রেফারিকে গালমন্দ করে চার ম্যাচ নিষিদ্ধ মরিনিও

ইউরোপা লিগের ফাইনালে রেফারির ওপর চড়াও হন মরিনিওএএফপি

শাস্তি যে হবে, বোঝাই যাচ্ছিল। অপেক্ষা ছিল কবে আর কতটুকু?

আজ উয়েফা জানাল, রেফারিকে উদ্দেশ্য করে কটু মন্তব্য করায় চার ম্যাচ ডাগআউটে দাঁড়াতে পারবেন না জোসে মরিনিও। ৬০ বছর বয়সী রোমা কোচের নিষেধাজ্ঞা কার্যকর হবে সামনের ম্যাচগুলোতে। এ ছাড়া ক্লাব হিসেবে রোমাকেও শাস্তি দিয়েছে ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষ। ইতালিয়ান ক্লাবটি ইউরোপিয়ান প্রতিযোগিতায় তাদের পরবর্তী অ্যাওয়ে ম্যাচে টিকিট বিক্রি করতে পারবে না। পাশাপাশি জরিমানা দিতে হবে ৫৫ হাজার ইউরো।

রোমা আর মরিনিওর ওপর উয়েফার শাস্তির খড়্‌গ নেমেছে ইউরোপা লিগ ফাইনালের ঘটনার জেরে। গত মাসের শেষ সপ্তাহে হাঙ্গেরির বুদাপেস্টে ইউরোপা লিগ ফাইনালে সেভিয়ার মুখোমুখি হয় রোমা। ম্যাচের দ্বিতীয়ার্ধে সেভিয়ার পেনাল্টি বক্সে এক ডিফেন্ডারের হাতে বল লাগলেও রেফারি কেন পেনাল্টি দেননি, তা নিয়ে ক্ষোভ ঝাড়েন মরিনিও। এতে ইংলিশ রেফারি অ্যান্থনি টেইলর তাঁকে হলুদ কার্ড দেখান।

অঙ্গভঙ্গি করার পাশাপাশি ইংলিশ টেলরকে ‘স্প্যানিশ’ উল্লেখ করে মরিনিও বলেন, তিনি খেলার মর্যাদাহানি করেছেন
রয়টার্স

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের পার্কিং লটে টেইলরকে উদ্দেশ্য করে কটু মন্তব্য করছেন রোমা কোচ। পরে রোমা সমর্থকেরা বিমানবন্দরে টেইলর ও তাঁর পরিবারকে আক্রমণ করেন। এ ঘটনায় এক ইতালিয়ান নাগরিককে গ্রেপ্তারও করা হয়। টেইলরের সঙ্গে এমন আচরণের নিন্দা জানায় ইংল্যান্ডের ম্যাচ অফিশিয়ালদের সংগঠন পিজিএমওএল।

পরে রেফারি টেইলরের উদ্দেশে অপমানজনক বা অশালীন ভাষা ব্যবহার করার দায়ে মরিনিওর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। যার বিচারে মরিনিওকে নিষেধাজ্ঞা দেওয়া হলো আজ। উয়েফা জানিয়েছে, সমর্থকদের আচরণের কারণে রোমাকেও শাস্তি পেতে হবে। আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলবে রোমা। প্রতিযোগিতায় প্রথম অ্যাওয়ে ম্যাচে রোমার কোনো সমর্থক টিকিট পাবেন না। এ ছাড়া জরিমানা তো আছেই।

ইউরোপা লিগ ফাইনালে মরিনিওকে হলুদ কার্ড দেখান রেফারি টেইলর
টুইটার থেকে

রোমার শাস্তি অবশ্য এখানেই শেষ নয়। ক্লাবটিকে বলা হয়েছে ইউরোপা লিগ ফাইনালে তাদের সমর্থকেরা স্টেডিয়ামে যে ভাঙচুর চালিয়েছে, তার জন্য আগামী ৩০ দিনের মধ্যে যেন হাঙ্গেরিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি মীমাংসা করা হয়।

আরও পড়ুন

 ইউরোপা লিগ ফাইনালের পাশাপাশি উয়েফা কনফারেন্স লিগ ফাইনালেও দর্শকদের অসদাচরণের অভিযোগ উঠেছিল। উয়েফা জানিয়েছে, ওয়েস্ট হাম-ফিওরেন্তিনা ফাইনালে মাঠের মধ্যে বিভিন্ন বস্তু ছুড়ে দেওয়ায় ওয়েস্ট হামের এক দর্শক ওয়েস্ট হামের পরবর্তী ইউরোপিয়ান অ্যাওয়ে ম্যাচে গ্যালারিতে ঢুকতে পারবেন না।

আরও পড়ুন