‘এখনো ৯০ মিনিট আছে’—সিটির প্রতি ভালভের্দের হুঁশিয়ারি
ফেদে ভালভের্দেকে একের মধ্যে অনেক কিছু বলা যায়। রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ, মাঝমাঠ, উইং কিংবা রক্ষণে সমানতালে পা চলে তাঁর। অবিরাম ছুটতে পারেন মোটরযানের মতো।
গত মৌসুমে রিয়ালের ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ জয়ের অন্যতম সারথি ছিলেন ভালভের্দে। ফাইনালে ওঠার আগে শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে চাপে পড়েছিল রিয়াল। সে চাপ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতাটা ভালোই হয়েছে উরুগুয়ে তারকার। এবারও সামনে একই চ্যালেঞ্জ। কী ভাবছেন ভালভের্দে?
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’কে দেওয়া সাক্ষাৎকারে ভালভের্দে যা বলেছেন, তাতে সিটির জন্য প্রচ্ছন্ন হুঁশিয়ারি আছে। চ্যাম্পিয়নস লিগে এবার সেমিফাইনাল প্রথম লেগে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। সিটির মাঠ ইতিহাদে আগামী বুধবার ফিরতি লেগ। চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে সর্বশেষ ২৫ ম্যাচে হারেনি সিটি। যে কারণে চাপটা যে রিয়ালের ওপরই বেশি, তা পরিষ্কার।
কিন্তু ফেদে ভালভের্দের কথা শুনলে মনে হবে, ওসব চাপটাপ ভেঙে বেরিয়ে আসতেই তো মাঠে নামে রিয়াল, ‘মাদ্রিদে আমাদের শেখানো হয়েছে, শেষ হওয়ার আগে কোনো কিছুই শেষ নয়। এখনো হাতে ৯০ মিনিট আছে।’
চ্যাম্পিয়নস লিগ নিয়ে রিয়ালের দর্শনও জানিয়েছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার, ‘চ্যাম্পিয়নস লিগে খেলা সব সময়ই বিশেষ কিছু। কারণ এটা রিয়াল মাদ্রিদের প্রতিযোগিতা। অন্য দলের চেয়ে এটা সব সময়ই আলাদা।’ চ্যাম্পিয়নস লিগে গত মৌসুমে নিজেদের ১৪তম শিরোপা জিতেছে রিয়াল। এবার জিতলে সেটি হবে ১৫তম, যা রিয়ালে ভালভের্দের জার্সি নম্বর!
ভালভের্দে তা জানেন বলেই এবার আরও বেশি করে চ্যাম্পিয়ন হতে চান, ‘১৫ নম্বর বিশেষ কিছু না। বিশেষ কিছু হলো রিয়ালের হয়ে আবারও চ্যাম্পিয়নস লিগ জয়। আর ভেবে ভালো লাগছে যে এই নম্বরের জার্সি পরেই আমি খেলি।’
রিয়ালে ১৫ নম্বর জার্সি পাওয়ার ঘটনাটাও বলেছেন ভালভের্দে, ‘আমি নির্দিষ্ট কোনো জার্সি নম্বরের ভক্ত নই। রিয়ালে আসার পর এই নম্বরের জার্সিটা ফাঁকা পড়ে ছিল। ওরা এটা দেওয়ার পর খুশিমনেই খেলেছি এবং এখনো উপভোগ করছি। আমি এই জার্সি ও নম্বরের যত্ন নেব এবং রিয়ালের হয়ে যে দায়িত্বই পাই, তা ভালোভাবে পালন করব।’
লা লিগায় শনিবার হেতাফের বিপক্ষে ম্যাচ আছে রিয়ালের। এ ম্যাচে মাঠে নামলে মাদ্রিদের ক্লাবটির হয়ে ২০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন ভালভের্দে। কিন্তু চ্যাম্পিয়নস লিগের কথা ভেবে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তাঁকে বিশ্রাম দিলে অপেক্ষা করতে হবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটির জন্য।