‘জিব্রাল্টার স্প্যানিশ’ বলে শাস্তির মুখে মোরাতা-রদ্রি

বার্লিনে ইউরো ফাইনালে জিতে মাদ্রিদে ফেরার পর স্পেন অধিনায়ক আলভারো মোরাতার হাতে ট্রফি, পাশে স্পেন ফুটবল ফেডারেশনের প্রধান পেদ্রো রোচা এবং কোচ লুইস দে লা ফুয়েন্তেএএফপি

আয়তন মাত্র ২.৬ বর্গকিলোমিটার, জনসংখ্যা ৩৪ হাজারের সামান্য বেশি। ভূমধ্যসাগরের প্রবেশ পথে অবস্থিত জিব্রাল্টার নামের ছোট্ট এই ভূখণ্ডটিকে অনেক দিন ধরেই নিজেদের দখলে পেতে চায় স্পেন। গত সপ্তাহে স্পেনের ফুটবল দল ইউরো জেতার পর কয়েকজন ফুটবলার জিব্রাল্টারকে স্পেনের বলে স্লোগান ধরেছিলেন।

এবার সেই ঘটনায় শাস্তির শঙ্কায় স্পেন ফুটবল দলের অধিনায়ক আলভারো মোরাতা ও মিডফিল্ডার রদ্রি। ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এ দুজনের বিরুদ্ধে ‘শাস্তিমূলক প্রক্রিয়া’ শুরুর কথা জানিয়েছে।

মোরাতা এবং রদ্রির বিরুদ্ধে ‘সাধারণ প্রতিপালনীয় আচরণ, শোভন আচরণের নীতিমালাভঙ্গ, খেলাধুলার অনুষ্ঠানকে খেলাবিহীন প্রচারণার কাজে ব্যবহার, এবং ফুটবল বিশেষ করে উয়েফার সম্মানহানি’ ধারায় অভিযোগ আনা হয়েছে। উয়েফার বিবৃতিতে জানানো হয়, সংস্থাটির সিইডিবি (কন্ট্রোল, এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি বোর্ড) যথাযথ সময়ে সিদ্ধান্ত জানাবে।

জিব্রাল্টারের অবস্থান স্পেনের দক্ষিণ তীরে, যা দুইশ বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যের অধীনে। আঠারো শতকের শুরুর দিকের স্প্যানিশ যুদ্ধের মধ্যে ১৭১৩ সালে ভূখণ্ডটি স্পেন যুক্তরাজ্যকে হস্তান্তর করে। তবে এরপর দীর্ঘদিন ধরে অঞ্চলটি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানায় স্পেন। জিব্রাল্টারের মানুষ স্পেনের অংশ হবে কি না এ নিয়ে দুবার গণভোটের আয়োজনও করা হয়। তবে সেখানকার মানুষ ব্রিটেনের অংশ হয়ে থাকার পক্ষেই মত দেয়। ২০১৩ সালে জিব্রাল্টার উয়েফার সদস্যপদ পায়। ২০২২ সালে যুক্তরাজ্য জিব্রাল্টারকে ব্রিটিশ নগরী হিসেবে সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করে।

ইউরোজয়ের উদ্‌যাপনে জিব্রাল্টারকে নিয়ে স্লোগান ধরে ‘বিপদে’ রদ্রি
এএফপি

গত ১৪ জুলাই বার্লিনে অনুষ্ঠিত ইউরো ২০২৪-এর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। এর দুই দিন পর স্পেন দল মাদ্রিদে ফিরলে তাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়। স্পেন দলের প্যারেড শহরের সিবেলেস স্কয়ারে পৌঁছালে মিডফিল্ডার রদ্রি ‘জিব্রাল্টার ইজ স্প্যানিশ’ বলে স্লোগান ধরেন। তাঁর সঙ্গে গলা মেলান ইউরোজয়ী দলের অধিনায়ক মোরাতাও। এ ঘটনার পর জিব্রাল্টারের ফুটবল অ্যাসোসিয়েশন উয়েফার কাছে ‘প্ররোচনামূলক ও অপমানজনক উদ্‌যাপনে’র অভিযোগ জানায়। এর জেরেই উয়েফা মোরাতা ও রদ্রির বিরুদ্ধে অভিযোগ গঠন করে শাস্তি প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন