রোনালদোকে নিয়ে এই অপূর্ণতাটা থেকেই গেল এমবাপ্পের
বয়স ২৬ পেরোনোর আগেই পূরণ হয়েছে কিলিয়ান এমবাপ্পের অনেক স্বপ্ন। বিশ্বকাপ জেতার পাশাপাশি নানা নাটকীয়তার পর যেতে পেরেছেন পছন্দের ক্লাব রিয়াল মাদ্রিদেও। দলীয় ও ব্যক্তিগত পর্যায়ে এমন আরও কিছু এমন স্বপ্ন আছে, যা পরবর্তী সময়ে পূরণ হওয়ার সুযোগ আছে তাঁর, যার মধ্যে চ্যাম্পিয়নস লিগ এবং ব্যালন ডি’অরের মতো ট্রফিও আছে।
কিন্তু একটা ইচ্ছে শেষ পর্যন্ত হয়তো অধরাই থেকে যাবে এমবাপ্পের। সম্প্রতি সম্ভাব্য সেই অপূর্ণ থেকে যাওয়া ইচ্ছা নিয়ে কথাও বলেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। এমবাপ্পের সেই স্বপ্নটি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে এক দলে খেলা।
ক্যারিয়ারে এখন পর্যন্ত দুর্দান্ত সব ফুটবলারের সঙ্গে খেলা হয়েছে এমবাপ্পের। যে তালিকায় লিওনেল মেসি, নেইমার এবং লুকা মদরিচের মতো মহাতারকারাও আছেন। কিন্তু নিজের শৈশবের আদর্শ রোনালদোর সঙ্গে খেলা হয়নি ফরাসি তারকার। এমনকি ভবিষ্যতেও খেলা হবে সেই সম্ভাবনাও নেই বললে চলে।
রোনালদোর প্রতি এমবাপ্পের ভালোবাসার গল্প বেশ পুরোনো। শৈশব–কৈশোর রোনালদোর পোস্টারে ঠাসা ছিল এমবাপ্পের ঘর। এমবাপ্পের সেই পোস্টারে ঠাসা ঘর নিয়ে লেখাও হয়েছে প্রচুর। নিজের এমন পছন্দের একজন মানুষকে সতীর্থ হিসেবে না পাওয়ার আক্ষেপের কথা সম্প্রতি বেইনস্পোর্টসকে শুনিয়েছেন এমবাপ্পে।
রোনালদোর সঙ্গে খেলা নিয়ে এমবাপ্পে বলেছেন, ‘আমি অসামান্য সব খেলোয়াড়ের সঙ্গে খেলেছি: লিওনেল মেসি, নেইমার, গ্রিজমান, পগবা, বেনজেমা। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলতে পারলে দারুণ মজার হতো, যা এখন বেশ কঠিন। তবে যথেষ্ট সৌভাগ্য যে আমি তার বিপক্ষে খেলতে পেরেছি। সে খেলাটার একজন কিংবদন্তি।’
৩৯ পেরোনো রোনালদো এখন খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। অন্য দিকে চলতি মৌসুমে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে এসেছেন এমবাপ্পে। আপাতত রোনালদোর ইউরোপে আসার কিংবা এমবাপ্পের সৌদি আরবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে রোনালদোর ক্যারিয়ার শেষ হওয়ার আগে দুজনের এক দলে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।