দেখার কথা লাল কার্ড, ভাগ্য বার্জভালকে বানিয়ে দিল জয়ের নায়ক
দল হেরেছে মেজাজ তো খারাপ হবেই। তবে আর্নে স্লটের মেজাজ কাল রাতে একটু বেশি খারাপই হলো। লিভারপুলের ডাচ কোচ খেপেছেন রেফারিং নিয়ে। যে খেলোয়াড়টির লাল কার্ড দেখে মাঠ ছাড়ার কথা, সেই খেলোয়াড়ের গোলে দল হেরে গেলে মেজাজ খারাপ তো হতেই পারে।
কাল ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে টটেনহামের কাছে ১-০ গোলে হেরেছে লিভারপুল। ৮৬ মিনিটে টটেনহামের একমাত্র গোলটি করেছেন লুকাস বার্জভাল। ১৮ বছর বয়সী এই সুইডিশ মিডফিল্ডারই স্লটের রাগের মূল কারণ।
আগেই একবার হলুদ কার্ড দেখা বার্জভাল লিভারপুল ডিফেন্ডার কস্তাস সিমিকাসকে স্লাইডিং ট্যাকল করে ফেলে দেন। ফাউলটা মারাত্মকই ছিল, ছিল কার্ড পাওয়ার মতো। ফাউলের শিকার সিমিকাসকে মাঠের বাইরে চলে যেতে হয়। কিন্তু রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েল কার্ড না দিয়ে লিভারপুলকে কাউন্টার অ্যাটাক করার সুযোগ করে দেন।
কাউন্টার অ্যাটাকে লিভারপুল বলের দখল হারাতেই সিমিকাসের ফেলে যাওয়া ফাঁকা জায়গাটা কাজে লাগিয়ে গোল করে ফেলে টটেনহাম। ডমিনিক সোলাঙ্কির পাস থেকে টটেনহামের জার্সিতে নিজের প্রথম গোলটি পেয়ে যান সেই বার্জভাল। ওই গোলটি ধরে রেখেই ঘরের মাঠের ম্যাচটি শেষ করে টটেনহাম।
ম্যাচে শেষে লিভারপুল কোচ দলের হারের কারণ হিসেবে রেফারির ‘ভুল’কেই বড় করে দেখিয়েছেন, ‘আজকের ফলে ওই সিদ্ধান্তের (কার্ড না দেখানো) বড় ভূমিকা আছে। চতুর্থ রেফারি আমাকে বলেছেন কেন তাঁর কাছে এটাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর মতো ফাইল মনে হয়নি। তিনি সম্ভবত ওই যুক্তি আবার রেফারির কাছ থেকে শুনেছেন। ওই পরিস্থিতিতে যে কোনো কোচই ফ্রিকিকের চেয়ে হলুদ কার্ডই চাইবেন রেফারির কাছে।’
তবে ধারণামতো টটেনহামের কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু স্লটের উল্টো কথাই বললেন। বার্জভাল কি কপালগুণে লাল কার্ড দেখেননি, এমন প্রশ্নের উত্তরে পোস্তেকোগলু বলেন, ‘ভালো প্রশ্ন। না আমি তেমনটা মনে করি না।’